গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। || WBBSE Class 10 Physical Science Question Answer 2023

0

 

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। || WBBSE Class 10 Physical Science Question Answer 2023

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। || WBBSE Class 10 Physical Science Question Answer 2023

উওরঃ- গ্যাসের অণুগুলির গতি ব্যাখ্যা করার জন্য ম্যাক্সওয়েল, বোলম্যান, ক্রনিগ, ক্লসিয়াস প্রমুখ বিজ্ঞানীগণ গ্যাসের গতিতত্ত্বের অবতারণা করেন। এই তত্ত্বের স্বীকার্যগুলি সংক্ষেপে নীচে দেওয়া হল— 

• যে-কোনো গ্যাসই অসংখ্য অণু দিয়ে গঠিত। গ্যাসের অণুগুলি নিরেট, গোলাকার ও স্থিতিস্থাপক হয়। একই গ্যাসের অণুগুলি আকারে ও ধর্মে একই রকম হয়। গ্যাসীয় অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। 

• গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল অবস্থায় থাকার ফলে দ্রুতগতিতে চলার সময় এরা পরস্পরের সঙ্গে এবং ধারক পাত্রের ভেতরের দেওয়ালে ধাক্কা খেয়ে অনবরত দিক পরিবর্তন করে। এজন্য অণুগুলির গতি বিশৃঙ্খল হয়।

• যে-কোনো দুটি ধাক্কার মাঝে অণুগুলি সমবেগে সরলরেখায় চলে। পরপর দুটি ধাক্কার মধ্যে একটি অণু যে দূরত্ব অতিক্রম করে, তাকে মুক্তপথ বলে। 

• গ্যাসের অণুগুলি স্থিতিস্থাপক হওয়ার ফলে ধাক্কা সত্ত্বেও অণুগুলির মোট ভরবেগ ও গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। 

• গ্যাসের অণুগুলির গতির মান উন্নতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়ালে বা কমালে অণুগুলির গতিবেগ যথাক্রমে বাড়ে বা কমে।

• পাত্রের মধ্যে গ্যাস অণুগুলি অবিরাম ছোটাছুটি করে। কিন্তু পাত্রের ভেতরে যে-কোনো জায়গায় একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। ফলে পাত্রের যে-কোনো জায়গায় গ্যাসের আণবিক ঘনত্ব সমান হয়। এইসব বৈশিষ্ট্যযুক্ত গ্যাসকে আদর্শ গ্যাস বলে।


Tags WBBSE Class 10 Physical Science Question Answer 2023 | Class 10 Physical Science Notes | Class 10 Physical Science Suggestion | Class 10 Physical Science PDF | গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উওর 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top