WBBSE Class 10 Physical Science Question Answer || জীবাশ্ম জ্বালানি এবং এর সংরক্ষণের প্রয়োজনীতা ?

0

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ন উত্তর


জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝ? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি কী কী?

উওর : ভূগর্ভে সঞিত কার্বন সমৃদ্ধ বিভিন্ন জৈব খনিজ পদার্থ যাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, তাদের জীবাশ্ম জ্বালানি বলে। এটি হল অপুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস। 

উদাহরণ : কয়লা, খনিজতেল, প্রাকৃতিক গ্যাস।

জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি কী কী?

সীমিত ভাণ্ডারঃ- ভূগর্ভে সঞ্চিত জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত, তাই উপুর্যপুরি ব্যবহারে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 

পরিবেশ দূষণঃ- খনিজ উত্তোলনের সময় মিথেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি ক্ষতিকারক গ্যাস প্রকৃতিতে মুক্ত হয়। এ ছাড়া জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে পরিবেশ দূষণ ঘটায়, এই কারণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার। এ ছাড়া-

• পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য।

• শিল্পের অগ্রগতি বজায় রাখার জন্য,

• প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য,

• বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজন।


Tags : দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ন উত্তর | ক্লাস টেন ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর ২০২৩ | class x physical science question answer | class 10 physical science question answer 2023 | class 10 physical science suggestion 2023 | physical science notes | physical science suggestion | Physical science question Answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top