WBBSE Madhyamik Life Science SAQ Question Answer || দশম শ্রেণীর জীবনবিজ্ঞান-জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রশ্ন উওর

0

WBBSE Madhyamik Life Science SAQ Question Answer || দশম শ্রেণীর জীবনবিজ্ঞান-জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রশ্ন উওর
দশম শ্রেণীর জীবনবিজ্ঞান-জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রশ্ন উওর


আজকের এই ব্লগে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় (WBBSE Madhyamik Life Science Question Answer) অথবা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় (WBBSE Class 10 Life Science First Chapter Question Answer) জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় অধ্যায়ের উদ্ভিদ হরমোন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ 21 টি SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীকালে আমরা জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় অধ্যায়ের বাকি বিষয়ের MCQ & SAQ Question Answer And Life Science MCQ Question Answer এর ওপর Online Free MCQ Test বা Life Science Online Mocktest শেয়ার করবো।।

WBBSE Madhyamik Life Science SAQ Question Answer || দশম শ্রেণীর জীবনবিজ্ঞান-জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয় প্রশ্ন উওর


1- হরমোন শব্দটির প্রবর্তক কারা? 


Ans- হরমোন শব্দটির প্রবর্তন করেন বেলিস ও স্টারলিং। 


2-একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।

Ans : জিব্বেরেলিন।


3- কোন উদ্ভিদ হরমোন 'অগ্রমুকুলের প্রাধান্যের জন্য


Ans- অক্সিন।


4- সপুষ্পক উদ্ভিদে নিষেক ছাড়াই ফল উৎপাদনের ঘটনাকে কী বলে?

অথবা, 

উদ্ভিদ হরমোন প্রয়োগে নিষেক ছাড়াই 'বীজহীন ফল' উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে?


Ans- পার্থেনোকার্লি।


5- অল্পমোচনে সাহায্যকারী হরমোনের নাম কী? 


Ans- অ্যাবসিসিক অ্যাসিড 


6- কোন্ হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়? 


Ans- জিব্বেরেলিন।


7- কোন্ উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?

অথবা, 

কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনে সহায়তা করে?


Ans : অক্সিন হরমোন।


8- কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? 


Ans : অক্সিন ও জিব্বেরেলিন বীজহীন ফল উৎপাদনে করে।


9- একটি N2-বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম কী?


Ans- জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড N2 বিহীন আম্লিক উদ্ভিদ হরমোন।


10- জিব্বেরেলিনের রাসায়নিক নাম কী? 


Ans- জিব্বেরেলিনের রাসায়নিক নাম হল জিব্বেরেলিক অ্যাসিড বা GA। 


11- জিব্বেরেলিন হরমোন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়?


Ans - জিব্বেরেলা ফুজিকুইর নামক ছত্রাক থেকে। 


12- কোন হরমোন বীজ ও মুকুলের সুপ্ত ফশা ভঙ্গ করে?


Ans : জিব্বেরেলিন।


13- ভুট্টায় কোন হরমোন পাওয়া যায়?


Ans : জিয়াটিন।


14- উদ্ভিদ হরমোনের অপর নাম কি?


Ans : ফাইটোহরমোন 


15- একটি ক্ষারীয় হরমোনের নাম লেখ।


Ans : সাইটোকাইনিন


16- ডাবের জল,কলা,আপেল, কুল, নাশপাতি ইত্যাদিতে কোন হরমোন পাওয়া যায়?


Ans : সাইটোকাইনিন।


17- কোন উদ্ভিদ হরমোন পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায়? 


Ans - সাইটোকাইনিন


18- একটি টারিপিনয়েড গোষ্ঠীর উদ্ভিদ হরমোনের নাম লেখ।


Ans : জিব্বেরেলিন।


19- ইন্ডোল বর্গযুক্ত একটি উদ্ভিদ হরমোনের নাম লেখ।


Ans : অক্সিন।


20- দুটি পরিকল্পিত হরমোনের নাম লেখ।


Ans : ফ্লোরিজেন এবং ভারনালিন।


21- কোন হরমোন উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে?


Ans :  ইথিলিন


Tags: ক্লাস 10 জীবনবিজ্ঞান প্রশ্ন উওর | class x life science question answer | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর| জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | Life Science SAQ Question Answer | life science saq | life science mcq | class 10 life science mcq | wb class 10 life science saq question answer | life science notes | class 10 life science question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top