মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ন উত্তর |
স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝ?
উওরঃ স্থিতিশীল উন্নয়ন বলতে এমন এক ধারনাকে বোঝানো হয়, যে ধারণায় বর্তমানের সম্পদকে এমনভাবে ব্যবহার করা হয় যা বর্তমান প্রজন্মের যাবতীয় চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের যাবতীয় চাহিদা মেটাতেও সক্ষম হবে।
স্থিতিশীল উন্নয়নের ধারণা আসার কারণগুলি হল -
• দ্রুত নগরায়ণের জন্য কৃষি ও জলাভূমি নষ্ট হওয়া।
• কৃষির উন্নয়নের জন্য বনভূমি নষ্ট হওয়া।
• জনসংখ্যার বিস্ফোরণের জন্য প্রাকৃতিক সম্পদের লাগাম ছাড়া ব্যবহার।
• কলকারখানা তৈরির জন্য প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়া।
• কৃষিতে রাসায়নিক সারের ব্যাপক ব্যবহার।
স্থিতিশীল উন্নয়নের প্রধান লক্ষ্যগুলিঃ-
পুনঃনবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার:-
যেসব প্রাকৃতিক সম্পদ বারবার ব্যবহার করলেও নিঃশেষিত হয়ে যায় না অর্থাৎ ব্যবহার করার পরেও পুনরায় পরিবেশে ফিরে আসে, তাদের পুনঃনবীকরণযোগ্য সম্পদ বলে, যেমন— জল, অক্সিজেন ইত্যাদি। এই উপাদানগুলিকে এমনভাবে ব্যবহার করা উচিত যে এই সম্পদগুলির ব্যবহারের হার যেন এদের স্বাভাবিক নবীকরণের হারকে অতিক্রম না করে।
সুস্থায়ী অর্থনীতি:- ধনী দেশগুলি বিভিন্ন প্রক্রিয়ায় দরিদ্র দেশগুলির প্রাকৃতিক সম্পদ আহরণ করায় দরিদ্র দেশগুলির সম্পদের পরিমাণ হ্রাস পায়। স্থিতিশীল উন্নয়নের আর-একটি লক্ষ্য হল যে-কোনো দেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্থ না হয় অর্থাৎ প্রতিটি দেশের প্রাকৃতিক ভারসাম্য যাতে বজায় থাকে।
সুস্থায়ী সমাজ:-
সুস্থায়ী উন্নয়নের আর-একটি উদ্দেশ্য
হল সুস্থায়ী সমাজ গঠন করা যা প্রকৃতির স্বার্থে কাজ করে সমাজের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করে।
স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্যঃ-
স্থিতিশীল উন্নয়নের বেশ কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন-
• স্থিতিশীল উন্নয়ন হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া বা পদ্ধতি।
• এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত।
• স্থিতিশীল উন্নয়ন সর্বদা সম্পদের পরিকল্পনামাফিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করার উপায় বের করে।
• স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের গুণমান এবং কার্যকারিতা বজায় রেখেও সর্বাধিক কার্যকারিতা আদায় করা যায়।
• এই পরিকল্পনার মাধ্যমে এমনভাবে সম্পদের ব্যবহার করা হয় যা বর্তমান প্রজন্মের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের যাবতীয় চাহিদা মেটাতেও সক্ষম।।