WBBSE Madhyamik History MCQ Question Answer Part 5 || WB Class 10 History MCQ TEST 2023

0

  

WBBSE Madhyamik History MCQ Question Answer Part 5 || WB Class 10 History MCQ TEST 2023
WBBSE Madhyamik History MCQ Question Answer


আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর  ইতিহাস (WBBSE Madhyamik
History MCQ Question Answer) 
বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Question Answer) কিছু গুরুত্বপূর্ণ আরও 20 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

WBBSE Madhyamik History MCQ Question Answer Part 5 || WB Class 10 History MCQ TEST 2023


সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১. কোন খেলাকে বাইশ গজের খেলা বলা হয়?

(ক) ফুটবলকে

(খ) রাগবিকে

(গ) সকারকে

(ঘ) ক্রিকেটকে

Ans : ক্রিকেটকে

১.২ 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম প্রকাশ ঘটে-

(ক) ১৮৬৫ খ্রিষ্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে

(গ) ১৮৭২ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৮৫৩ খ্রিষ্টাব্দে

Ans : ১৮৭২ খ্রিষ্টাব্দে

১.৩. 'বামাবোধিনী' পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদক ছিলেন-

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) শিশির কুমার ঘোষ

(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

Ans : উমেশচন্দ্র দত্ত

১.৪. বিধবা বিবাহ আইন পাস হয় -

(ক) ১৮৫৬ খ্রি:

(খ) ১৮২৯ খ্রি:

(গ) ১৮৭২ খ্রি:

(ঘ) ১৮৫৯ খ্রি:

Ans : ১৮৫৬ খ্রি:

১.৫. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের
ক্ষেত্রে বেমানান নামটি হল -

(ক) ডেভিড হেয়ার

(খ) রাজা রামমোহন রায়

(গ) কালিপ্রসন্ন সিংহ

(ঘ) ড্রিংক ওয়াটার বিটন

Ans : কালিপ্রসন্ন সিংহ

১.৬. খুঁৎকাঠি প্রথা যে সমাজে প্রচলিত ছিল –

(ক) মুক্তা সমাজে

(খ) কোল সমাজে

(গ) সাঁওতাল সমাজে

(ঘ) চুয়াড় সমাজে

Ans : মুক্তা সমাজে

১.৭. কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল -

(ক) মেদিনীপুর

(খ) ঝাড়গ্রামে

(গ) ছোটনাগপুরে

(ঘ) বাঁকুড়ায়

Ans : ছোটনাগপুরে

১.৮. মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি রূপে প্রথম নিযুক্ত হন-

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিঙ্ক

(ঘ) লর্ড মাউন্টব্যাটেন

Ans : লর্ড ক্যানিং

১.৯, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-

(ক) ভারত সভা

(খ) জমিদার সভা

(গ) জাতীয় কংগ্রেস

(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

Ans : বঙ্গভাষা প্রকাশিকা সভা

১.১০, 'ভারতমাতা' চিত্রটির নামকরণ করেন-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) ভগিনী নিবেদিতা

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

Ans : ভগিনী নিবেদিতা

১.১১. জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় –

(ক) ১৯০৫ খ্রি:

(খ) ১৯০৬ খ্রি:

(গ) ১৯১১ খ্রি:

(ঘ) ১৯০৮ খ্রি:

Ans : ১৯০৬ খ্রি:

১.১২. 'আনন্দমঠ' উপনাসটি প্রকাশিত হয়-

(ক) সংবাদপ্রভাকর

(খ) বঙ্গদর্শন

(গ) প্রবাসী পত্রিকায়

(ঘ) দেশ পত্রিকায়

Ans : বঙ্গদর্শন

১.১৩. একা আন্দোলন ঘটেছিল –

(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে

(খ) আইন অমান্য আন্দোলন চলাকালে

(গ) অসহযোগ আন্দোলন চলাকালে

(ঘ) ভারতছাড়ো আন্দোলন চলাকালে

Ans : অসহযোগ আন্দোলন চলাকালে

১.১৪. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল-

(ক) ১৯১৭ খ্রি:

(খ) ১৯২০ খ্রি:

(গ) ১৯২৭ খ্রি:

(ঘ) ১৯২৯ খ্রি:

Ans : ১৯২০ খ্রি:

১.১৫, মোপালা বিদ্রোহ হয়েছিল

(ক) গোদাবরী উপত্যকায়

(খ) মালাবার অঞ্চলে

(গ) কোঙ্কন উপকূলে

(ঘ) উড়িষ্যায়

Ans : মালাবার অঞ্চলে

১.১৬, 'নারী কর্ম মন্দির' প্রতিষ্ঠা করেছিলেন-

(ক) উর্মিলা দেবী

(খ) বাসন্তী দেবী

(গ) কল্পনা দত্ত

(ঘ) লীলা রায়

Ans : উর্মিলা দেবী

১.১৭, সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল-

(ক) অনুশীলন সমিতি

(খ) গদর দল

(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স

Ans : ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

১.১৮. দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন -

(ক) জ্যোতিবা ফুলে

(খ) নারায়ণ গুরু

(গ) গান্ধিজি

(ঘ) ড. আম্বেদকর

Ans : গান্ধিজি

১.১৯. 'ট্রেন টু পাকিস্তান' গ্রন্থটি লিখেছেন।

(ক) জহরলাল নেহরু

(খ) ভিপি মেনন

(গ) খুশবন্ত সিং

(ঘ) সলমন রুশদি

Ans : খুশবন্ত সিং

১.২০. জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় -

(ক) ১৯৪৮ খ্রি:

(খ) ১৯৪৯ খ্রি:

(গ) ১৯৫০ খ্রি:

(ঘ) ১৯৬১ খ্রি:

Ans : ১৯৪৯ খ্রি: 


আশাকরি যে, Madhyamik History Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer  তোমাদের কাজে লাগবে।।

Tags : মাধ্যমিক ইতিহাস MCQ | দশম শ্রেণীর ইতিহাস MCQ | WBBSE History MCQ | Class 10 History MCQ | Madhyamik MCQ Test | MCQ Question Answer | History MCQ Test | History MCQ | Madhyamik MCQ Question Answer | Modern Indian History MCQ | Indian History MCQ | History MCQ Test | wbcs history mcq | wbcs history test | History MCQ For WBCS | History MCQ For SSC 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top