WBBSE Madhyamik History MCQ Question Answer Part 4 || WB Class 10 History MCQ TEST 202

0

 

WBBSE Madhyamik History MCQ Question Answer Part 4 || WB Class 10 History MCQ TEST 202
Madhyamik History MCQ Question Answer 


আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর  ইতিহাস (WBBSE Madhyamik
History MCQ Question Answer) 
বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Question Answer) কিছু গুরুত্বপূর্ণ আরও 20 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

WBBSE Madhyamik History MCQ Question Answer Part 4|| WB Class 10 History MCQ TEST 2023


সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ "Twenty-two yards Freedom"-গ্রন্থটি লেখেন -


(ক) আশীষ নন্দী


(খ) উনি ম্যান


(গ) কপিল দেব


(ঘ) বোরিয়া মজুমদার


Ans : বোরিয়া মজুমদার


১.২- সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য

অস্কার পুরস্কার পান,তা হল 


(ক) পথের পাঁচালী


(খ) অপুর সংসার


(গ) চিড়িয়াখানা


(ঘ) গুপি-বাঘা ফিরে এল


Ans : পথের পাঁচালী


১.৩ “স্কুল বুক সোসাইটি” প্রতিষ্ঠা করেন—


(ক) রাধাকান্ত দেব


(খ) বিদ্যাসাগর


(গ) ডেভিড হেয়ার


(ঘ) বেথুন


Ans : ডেভিড হেয়ার


১.৪)- সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয়?


(ক) ১৮২৮ খ্রিষ্টাব্দে


(খ) ১৮২৯ খ্রিষ্টাব্দে


(গ) ১৮০০ খ্রিষ্টাব্দে 


(ঘ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে


Ans : ১৮২৯ খ্রিষ্টাব্দে


১.৫ 'বামাবোধিনী'-র সম্পাদক ছিলেন


(ক) প্যারিচাঁদ মিত্র


(খ) রাধানাথ শিকদার


(গ) উমেশ চন্দ্র দত্ত


(ঘ) কৈলাসবাসিনী দেবী


Ans : উমেশ চন্দ্র দত্ত


১.৬ কোল বিদ্রোহ ঘটেছিল-


(ক) ১৮৯৯ খ্রিষ্টাব্দে


(খ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে


(গ) ১৮৩১ খ্রিষ্টাব্দে


(ঘ) ১৭৯৮ খ্রিষ্টাব্দে


Ans : ১৮৩১ খ্রিষ্টাব্দে


১.৭ 'খুঁৎকাঠি প্রথা' প্রচলিত ছিল যে সমাজে তা হল-


(ক) সাঁওতাল


(খ) মুন্ডা 


(গ) কোল


(ঘ) চূয়ার


Ans : মুন্ডা


১.৮ 'বন্দেমাতরম' সংগীতটি রচনা করেন-


(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


(খ) কেশবচন্দ্র সেন


(গ) বঙ্কিমচন্দ্র


(ঘ) রবীন্দ্রনাথ


Ans : বঙ্কিমচন্দ্র


১.৯ কাকে 'বাংলার মুকুটহীন রাজা' বলে?


(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে


(খ) কেশবচন্দ্র সেনকে


(গ) রামমোহনকে 


(ঘ) রামরতন মল্লিককে


Ans : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে


১.১০ 'ভারত সভা' প্রতিষ্ঠা হয় - 


(ক) ১৮৭৬ খ্রিষ্টাব্দে


(খ) ১৮৩৬ খ্রিষ্টাব্দে


(গ) ১৮৬৭ খ্রিষ্টাব্দে


(ঘ) ১৮৩৭ খ্রিষ্টাব্দে


Ans : ১৮৭৬ খ্রিষ্টাব্দে



১.১১ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট'-এর প্রতিষ্ঠাতা -


(ক) অরবিন্দ ঘোষ


(খ) সুবোধ মল্লিক


(গ) তারকনাথ পালিত 


(ঘ) কৃষ্ণকান্ত রায়


Ans : তারকনাথ পালিত 


১.১২ ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়- 


(ক) ১৭৮৪ খ্রিষ্টাব্দে


(খ) ১৮৩৫ খ্রিষ্টাব্দে


(গ) ১৭৮১ খ্রিষ্টাব্দে


(ঘ) ১৮০০ খ্রিষ্টাব্দে


Ans : ১৮০০ খ্রিষ্টাব্দে


১.১৩- AITUC-এর প্রথম সভাপতি ছিলেন


(ক) বি. পি. ওয়াদিয়া


(খ) দেওয়ান চমনলাল 


(গ) মুজফ্ফর আহমেদ


(ঘ) লালা লাজপত রায় 


Ans : লালা লাজপত রায় 


১.১৪- পুনাপ্পা ভায়লার আন্দোলন সংগঠিত হয়েছিল


(ক) হায়দ্রাবাদে 


(খ) উত্তরপ্রদেশে


(গ) মাদ্রাজে


(ঘ) ত্রিবাঙ্কুরে


Ans : ত্রিবাঙ্কুরে


১.১৫ 'লাঙল' পত্রিকার সম্পাদক ছিলেন- 


(ক) নজরুল ইসলাম


(খ) কবি সুকান্ত 


(গ) অতুলপ্রসাদ


(ঘ) রজনীকান্ত


Ans : নজরুল ইসলাম



১.১৬- মতুয়া ধর্মান্দোলনের সঙ্গে যুক্ত-


(ক) জ্যোতিবা ফুলে


(খ) হরিচাঁদ ঠাকুর


(গ) রবীন্দ্রনাথ ঠাকুর


(ঘ) রামমোহন রায়


Ans : হরিচাঁদ ঠাকুর


১.১৭- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন 


(ক) ‍ভগৎ সিং 


(খ) বিনয় বসু


(গ) সূর্য সেন


(ঘ) রাসবিহারী বসু


Ans : সূর্য সেন


১.১৮- 'জয়শ্রী' পত্রিকা প্রকাশ করেন-


(ক) লীলা নাগ


(খ) প্রীতিলতা ওয়াদ্দেদার


(গ) বীনা দাস


(ঘ) ঊষা মেহেতা


Ans : লীলা নাগ


১.১৯- নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়—


(ক) ১৯৫০ খ্রিঃ


(গ) ১৯৫২ খ্রিঃ


(ঘ) ১৯৪৮ খ্রিঃ


(খ) গান্ধিজীকে


Ans : ১৯৫০ খ্রিঃ


১.২০- কাকে ভারতের লৌহ মানব বলা হয়? 


(ক) রাজেন্দ্রপ্রসাদকে


(খ) গান্ধীজিকে


(গ) সর্দার বল্লভ ভাই প্যাটেলকে 


(ঘ) মহম্মদ আলি জিন্নাহকে


Ans : সর্দার বল্লভ ভাই প্যাটেলকে 



আশাকরি যে, Madhyamik History Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer  তোমাদের কাজে লাগবে।।

Tags : মাধ্যমিক ইতিহাস MCQ | দশম শ্রেণীর ইতিহাস MCQ | WBBSE History MCQ | Class 10 History MCQ | Madhyamik MCQ Test | MCQ Question Answer | History MCQ Test | History MCQ | Madhyamik MCQ Question Answer | Modern Indian History MCQ | Indian History MCQ | History MCQ Test

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top