Madhyamik History MCQ Question Answer |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ইতিহাস (WBBSE Madhyamik
History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Question Answer) কিছু গুরুত্বপূর্ণ আরও 20 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Madhyamik History MCQ Question Answer Part 3|| WB Class 10 History MCQ 2023
১.১- কোন দেশকে কেকের দেশ বলা হয়?
ক) ফ্রান্সকে
খ) স্কটল্যান্ডকে
গ) ভারতকে
ঘ) আয়ারল্যান্ডকে
Ans : স্কটল্যান্ডকে
১.২- বিধবা বিবাহ আইন পাশ হয় রেগুলেশন—
ক) XVll
খ) XII
গ) XV
ঘ) XVII
Ans : XVII
১.৩- ব্রিটিশ ভারতে প্রথম কৃষক বিদ্রোহ-
ক) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
খ) চুয়াড় বিদ্রোহ
গ) পলাশির যুদ্ধ
ঘ) বারাসত বিদ্রোহ
Ans : সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
১.৪- তিতুমিরের আসল নাম কী?-
ক) মির নিসার আলি
খ) মাসুদ
গ) মহসিন
ঘ) গফুর
Ans : মির নিসার আলি
১.৫- সন্ন্যাসী বিদ্রোহের কথা আছে
ক) 'আনন্দমঠ'-এ
খ) 'বর্তমান ভারত'-এ
গ) 'গোরা' উপন্যাসে
ঘ) 'ভারতমাতা'-চিত্রে
Ans : 'আনন্দমঠ'-এ
১.৬ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন—
ক) ডঃ বিধানচন্দ্র রায়
খ) প্রফুল্ল ঘোষ
গ) প্রফুল্ল সেন
ঘ) জ্যোতি বসু
Ans : প্রফুল্ল ঘোষ
১.৭. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য-
ক) হায়দ্রাবাদ
খ) গুজরাট
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) তামিলনাড়ু
Ans : অন্ধ্রপ্রদেশ
১.৮- কার্টুনের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Ans : গগনেন্দ্রনাথ ঠাকুর
১.৯- AITUC এর প্রথম সভাপতি ছিলেন
ক) লালা লাজপত রায়
খ) দেওয়ান চমনলাল
গ) পি.সি.যোশী
ঘ) সুভাষচন্দ্র বোস
Ans : লালা লাজপত রায়
১.১০) কত খ্রিষ্টাব্দে মোহনবাগান I.F.A শিল্ড জেতে?
ক) ১৯১১ খ্রিঃ
খ) ১৯১২ খ্রিঃ
গ) ১৯১৩ খ্রিঃ
ঘ) ১৯১৪ খ্রি
Ans : ১৯১১ খ্রিঃ
১.১১- বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) বঙ্কিমচন্দ্র
খ) গঙ্গাকিশোর
গ) ঈশ্বরগুপ্ত
ঘ) হরিশ্চন্দ্র মুখার্জী
Ans : বঙ্কিমচন্দ্র
১.১২ ‘ভারতসভা’প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৭৪ খ্রিঃ
খ) ১৮৭৫ খ্রিঃ
গ) ১৮৭৬ খ্রিঃ
ঘ) ১৮৭৭ খ্রিঃ
Ans : ১৮৭৬ খ্রিঃ
১.১৩- বরদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন?
ক) বল্লভভাই প্যাটেল
খ) গান্ধীজি
গ) স্বামী সহজানন্দ
ঘ) জহরলাল নেহেরু
Ans : বল্লভভাই প্যাটেল
১.১৪- 'শৃঙ্খল-ঝংকার' গ্রন্থের লেখক কে?
ক) কল্পনা দত্ত
খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
গ) বীণা দাস
ঘ) লীলা নাগ
Ans : বীণা দাস
১.১৫- কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯২০ খ্রিঃ
খ) ১৯২১ খ্রিঃ
গ) ১৯২২
ঘ) ১৯২৪ খ্রি
Ans : ১৯২১ খ্রিঃ
১.১৬- কাকে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়?
ক) মেকলের প্রতিবেদন
খ) উডের ডেসপ্যাচ
গ) হান্টার কমিশন
ঘ) 1813 খ্রিষ্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট
Ans : মেকলের প্রতিবেদন
১.১৭ The Annihilation of Caste লিখেছেন-
ক) আম্বেদকর
খ) নারায়ণ গুরু
গ) জ্যোতিবা ফুলে
ঘ) পত্তি শ্রীরামালু
Ans : আম্বেদকর
১.১৮- সিপাহী বিদ্রোহে প্রথম শহিদ
ক) নানা সাহেব
খ) বিরজিস কাদির
গ) মঙ্গল পান্ডে
ঘ) বেগম হজরত মহল
Ans : মঙ্গল পান্ডে
১.১৯- বাংলার প্রথম মুদ্রণশিল্পী -
ক) হিকি
খ) জন ম্যাকে
গ) উইলিয়াম কেরি
ঘ) পঞ্চানন কর্মকার
Ans : পঞ্চানন কর্মকার
১:২০ গান্ধিজি 'হরিজন' বলতে বুঝতেন-
ক) ঈশ্বরের সেবক
খ) ঈশ্বরের সন্তান
গ) নীচ জাতি
ঘ) ঈশ্বরের ভক্ত
Ans : ঈশ্বরের সন্তান
আশাকরি যে, Madhyamik History Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।