West Bengal Class 12 History MCQ Question Answer Set 2 || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Solved 2023

0

West Bengal Class 12 History MCQ Question Answer Set 2 || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Solved 2023
Class 12 History MCQ Question Answer


আজকের এই ব্লগে আমরা দ্বাদশ শ্রেণীর  ইতিহাস (WBCHSE Class 12
History MCQ Question Answer) 
বিভিন্ন অধ্যায়ের বা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (West Bengal Board Class 12 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও 24 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

West Bengal Class 12 History MCQ Question Answer Set 2 || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Solved 2023

 

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:


(i) আধুনিক ইতিহাসচর্চার জনক হলেন—


(a) হেরোডোটাস


(b) থুকিডিডিস


(c) পেরিক্লিস


(d) ইবন খালদুন


Ans : ইবন খালদুন


(ii) ইতিহাসমালা রচনা করেন


(a) মার্শম্যান 


(b) উইলিয়াম কেরি 


(c) বিদ্যাসাগর


(d) উইলিয়াম বেন্টিংক


Ans : উইলিয়াম কেরি 


(iii) ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়—


(a) 1752 খ্রিস্টাব্দে


(b) 1753 খ্রিস্টাব্দে


(c) 1754 খ্রিস্টাব্দে


(d) 1755 খ্রিস্টাব্দে


Ans : 1753 খ্রিস্টাব্দে


(iv) 'হাজারদুয়ারি জাদুঘর' হল একটি- 


(a) প্রত্নতাত্ত্বিক জাদুঘর 


(b) ঐতিহাসিক জাদুঘর 


(c) শিল্প জাদুঘর


(d) বিশ্বকোশ জাদুঘর


Ans : ঐতিহাসিক জাদুঘর 


(v) 'বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে'—গানটি লেখেন—


(a) রবীন্দ্রনাথ ঠাকুর


(b) নজরুল ইসলাম


(c) সুকান্ত ভট্টাচার্য


(d) যদুনাথ সরকার


Ans : সুকান্ত ভট্টাচার্য


(vi) 'এশিয়াবাসীদের জন্য এশিয়া'—স্লোগান তুলেছিল—


(a) চিন


(b) ভারত 


(c) জাপান


(d) পাকিস্তান


Ans : জাপান


(vii) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন- 


(a) লর্ড ডালহৌসি


(b) লর্ড কার্জন 


(c) লর্ড ওয়েলেসলি 


(d) লর্ড উইলিয়াম বেন্টিংক


Ans : লর্ড ওয়েলেসলি 


(viii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন- - 

(a) আলেকজান্ডার ডাফ 


(b) কোলব্রুক 


(c) রামমোহন রায়


(d) মেকলে


Ans : রামমোহন রায়


(ix) চিনের চার মে (May Fourth) আন্দোলনের নিরিখে জিউ গুয়ো' স্লোগানের অর্থ ছিল


(a) বিদেশিরা দূর হটো


(b) দেশকে রক্ষা করো 


(c) বৌদ্ধিক সংস্কার চাই

 

(d) চিন কেবল চিনাদের জন্য


Ans : দেশকে রক্ষা করো 


(x) রাজামুন্দ্রি সমাজসংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন -


(a) মহাদেব গোবিন্দ রানাডে


(b) রামকৃষ্ণ ভাণ্ডারকর


(c) জ্যোতিবা ফুলে


(d) বীরসালিঙ্গম পান্তুলু


ans : বীরসালিঙ্গম পান্তুলু


(xi) গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল?


(a) বর্গাদার


(b) হরিজন


(c) কুনবি


(d) পতিদার


ans : কুনবি


(xii) চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন - 


(a) মেকলে


(b) হান্টার


(c) চার্লস উদ্ভ


(d) উইলিয়াম বেন্টিংক


Ans : মেকলে


(xiii) সিভিল সার্ভিসের জনক বলা হয় - 


(a) লর্ড ডালহৌসিকে


(b) উইলিয়াম বেন্টিংককে


(c) লর্ড কর্নওয়ালিশকে


(d) লর্ড কার্জনকে 


Ans : লর্ড কর্নওয়ালিশকে


(xiv) মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি তোলা হয়- 


(a) ঢাকা 


(b) করাচি


(c) লাহোর


(d) লখনউ


Ans : লাহোর


(xv) স্তম্ভ-ক-এর সঙ্গে খ স্তম্ভ মেলাও

West Bengal Class 12 History MCQ Question Answer Set 2 || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Solved 2023

বিকল্পসমূহ :


(a) (1)-C, (ii)-A. (iii)-B, (iv)-D


(b) (i)-C, (ii)-A. (iii)-D, (iv)-B 


(c) (i)-B, (ii)-C, (iii)-A, (iv)-D


(d) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A


Ans : (a) (1)-C, (ii)-A. (iii)-B, (iv)-D


(xvi) কোন্ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়?


(a) বাংলা


(b) মাদ্রাজ


(c) বোম্বাই


(d) গুজরাট


ans : মাদ্রাজ


(xvii) রেগুলেটিং আইন পাস হয়—


(a) 1813 খ্রিস্টাব্দে 


(b) 1833 খ্রিস্টাব্দে 


(c) 1773 খ্রিষ্টাব্দে


(d) 1809 খ্রিস্টাব্দে


ans : 1773 খ্রিষ্টাব্দে


(xviii) স্তম্ভ-ক-এর সঙ্গে খ স্তম্ভ মেলাও

West Bengal Class 12 History MCQ Question Answer Set 2 || দ্বাদশ শ্রেণির ইতিহাস MCQ Solved 2023

বিকল্পসমূহ :


(a) (i) C, (ii)-D, (iii)-B. (iv) - A (iv)-C


(b) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D


(c) (i)-B, (ii)-A, (iii)-D,


(d) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B

 

Ans : (a) (i) C, (ii)-D, (iii)-B. (iv) - A (iv)-C


(xix) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়


(a) 1815 খ্রিস্টাব্দে 


(b) 1816 খ্রিস্টাব্দে


(c) 1817 খ্রিস্টাব্দে


(d) 1818 খ্রিস্টাব্দে


Ans : 1817 খ্রিস্টাব্দে



(xx) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন - 


(a) উড্রো উইলসন 


(b) হ্যারি ট্রুম্যান 


(c) রুজভেল্ট


(d) জর্জ মার্শাল


ans : রুজভেল্ট


(xxi) ক্লিপস প্রস্তাবকে দুর্ভাগ্যজনক বলেছেন


(a) সুভাষচন্দ্র বসু


(b) জওহরলাল নেহরু


(c) গান্ধিজি


(d) ড. রাজেন্দ্র প্রসাদ


ans : গান্ধিজি


(xxxii) সিমলা দৌত্যে পেশ করা

স্মারকলিপি রচনা করেছিলেন—


(a) লর্ড ওয়াে 


(b) আর্চবোল্ড 


(c) নবাব সলিমউল্লাহ


(d) মোহম্মদ আলি জিন্নাহ


ans : আর্চবোল্ড


(xxiii) ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন—


(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জি 


(b) সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ 


(c) সত্যেন্দ্রনাথ ঠাকুর


(d) গুরুদাস ব্যানার্জি


ans : সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ 


(xxxiv) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে - 


(a) ওলন্দাজ 


(b) পোর্তুগাল 


(c) ইংরেজ


(d) ফরাসি


ans : ওলন্দাজ


আশাকরি যে, দ্বাদশ শ্রেণীর  ইতিহাস (WBCHSE Class 12 History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (West Bengal Board Class 12 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 24 টি History MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।

Tags :  উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ | দ্বাদশ শ্রেণীর ইতিহাস MCQ | WBCHSE History MCQ | Class 12 History MCQ | HS History MCQ Test | MCQ Question Answer | MCQ Test | History MCQ | Madhyamik MCQ Question Answer | Modern Indian History MCQ | Indian History MCQ | History MCQ Test | Class 12 History MCQ Test | Madhyamik History | Ucchamadhyamik History Question Answer | WB Class 12 history mcq solved | hs history question bank solved | class 12 history question bank solved | Class 12 WBHA Test Paper History MCQ Solved 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top