নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর |
আজের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীউ সাম্রাজ্য ও জাতীয়তাবাদ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু 2 Mark এর L.A Question Answer (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023) তোমাদের সঙ্গে শেয়ার করবো।
প্রশ্ন - ফ্রান্সে কনসুলেট শাসনব্যবস্থা কে, কবে প্রবর্তন করেন?
উওর- ১৭৯১ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেট শাসনব্যবস্থা প্রবর্তন করেন। তবে এই শাসনব্যবস্থার অপর দুইজন কনসাল ছিলেন রোজার ডুকাস ও আবে সিয়েস।
প্রশ্ন: ব্রুমেইয়ার ঘটনা কী?
উত্তর : মিশর অভিযানে ব্যর্থতার পর ফ্রান্সের অভ্যন্তরে ডাইরেক্টরি শাসনের দুর্বলতার সুযোগে নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখলের পরিকল্পনা করেন। ফরাসি ১৮ ব্লুমেইয়ার তারিখে (৯ নভেম্বর, ১৯৭৭ খ্রি.) তিনি সসৈন্যে কাউন্সিল গৃহে উপস্থিত হয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেন। এই ঘটনা ১৮ ব্লুমেইয়ার
ঘটনা নামে পরিচিত।
প্রশ্নঃ - নেপোলিয়ন কর্তৃক তুলোঁ বন্দর রক্ষার গুরুত্ব কী ছিল?
উত্তর : নেপোলিয়ন কর্তৃক তুলো বন্দর রক্ষার ২টি গুরুত্ব ছিল, যেমন- ১, তিনি ফরাসি বিপ্লবকালীন জাতীয় কনভেনশনের মর্যাদা বৃদ্ধি করেন। ২, এই সাফল্যের জন্য তিনি ব্রিগেডিয়ার পদে উন্নীত হন।
প্রশ্ন: ৩
কনসুলেটের শাসনকালে 'অষ্টম বর্ষের সংবিধান বলতে কী বোঝো?
উত্তর : কনসুলেটের শাসনকালে প্রবর্তিত নতুন সংবিধান অষ্টম বর্ষের সংবিধান নামে পরিচিত।
• এই সংবিধানে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়;
• চার কক্ষযুক্ত আইনসভার (কাউন্সিল অফ স্টেট, ট্রিটউনেট, লেজিসলেটিভ বড়ি ও সিনেট) ওপর আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় এবং প্রথম কনসালের হাতে শাসনের কার্যকরী ক্ষমতা রাখা হয়।
প্রশ্নঃ কনসুলেটের শাসন কী?
উত্তর : ১৮ ই ব্লুমেইয়ার ঘটনা'র মাধ্যমে ফ্রান্সে প্রতিষ্ঠিত (১৭৯৯ খ্রি.) সাময়িক শাসনব্যবস্থা কনসুলেটের শাসন নামে পরিচিত। এই শাসনব্যবস্থায় ( তিন সদস্যবিশিষ্ট কাউন্সিল সদস্য ছিলেন নেপোলিয়ন, রোজার ডুকাস ও আবে সিয়াস। এই তিনজন গণতন্ত্র, স্বাধীনতা ও সাম্যের কথা বললেও তা প্রকৃত অর্থে গণতন্ত্র ছিল না, তা ছিল প্রথম কনসাল নেপোলিয়নের শাসন।
প্রশ্ন :-নেপোলিয়ন কর্তৃক ফ্রান্সের ক্ষমতালাভের গুরুত্ব কী?
উত্তর : নেপোলিয়ন কর্তৃক ফ্রান্সের ক্ষমতালাভের প্রধান গুরুত্ব ছিল তিনটি, যথা: নেপোলিয়নের ক্ষমতালাভের মাধ্যমে ফাসি বিপ্লবের সামানীতি বাস্তবায়িত হয়; ও নেপোলিয়নের নেতৃত্বে কনসুলেটের শাসন ছিল রাজতন্ত্রে প্রত্যাবর্তনের পদক্ষেপ এবং ছ) ক্ষমতা লাভ করে নেপোলিয়ন ফ্রান্সকে কেন্দ্র করে ইউরোপে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হন।
প্রশ্ন: কোড নেপোলিয়ন কী?
উত্তর: ফ্রান্সের প্রথম কনসালরূপে ও ফরাসি জাতির সম্রাটরূপে নেপোলিয়ন ফ্রান্সের জন্য যে নাগরিক, ফৌজদারি বাণিজ্যিক আইন সমষ্টির সংকলন ও প্রবর্তন করেছিলেন (১৮০৪ খ্রি.) তা-ই 'কোড নেপোলিয়ন' নামে পরিচিত।
প্রশ্ন : কোড নেপোলিয়ন প্রবর্তনের কারণ কী ছিল?
উওর : কোড নেপোলিয়ন প্রবর্তনের প্রধান কারণগুলি ছিল:- ফরাসি বিপ্লবকালে ঘোষিত বিধি ও আইন ব্যবস্থাকে আইনাদে অন্তর্ভুক্ত করা। ও ফ্রান্সে প্রচলিত আইন ব্যবস্থাকে (যেমন-স্থানীয় আইন, যাজকীয় আইন, রাজকীয় অনুশাসন, সামন্ততান্ত্রিক বিধি) জটিলতা মুক্ত করে একই ধরনের আইন স্থাপন প্রণয়ন।
প্রশ্ন: কোড নেপোলিয়নকে সমাজের 'বাইবেল' বলা হয় কেন?
উত্তর: কোড নেপোলিয়ন নামে আইন সাহিত্যকে সমাজের 'বাইবেল' বলার কারণগুলি হল-- এই আইন সংকলনটি ফ্রান্সে আইনগত জটিলতার অবসান ঘটিয়ে ফরাসি সমাজে আইনগত ঐক্য প্রতিষ্ঠা করেছিল, ও এই কোডে ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ আদর্শগুলিকে আইনসঙ্গত করায় ফলে বুর্জোয়া শ্রেণি ও কৃষকসহ ফ্রান্সের অধিকাংশ মানুষ খুশি হয়েছিল।
প্রশ্ন:নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারের দুটি দিক চিহ্নিত করো।
উত্তর: নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারের দুটি দিক ছিল-
• রাষ্ট্রীয় বাজেট প্রবর্তন ও মুদ্রানীতির সংস্কার সাধন এবং নতুন কর প্রবর্তন ও তা আদায়ের জন্য দক্ষ ব্যবস্থাসহ ব্যাংক অফ ফ্রান্স-এর প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:- নেপোলিয়নের ক্ষমতা দখলের পূর্বে ফ্রান্সের রাজ্যসীমা কী ছিল?
উত্তর: নেপোলিয়নের ক্ষমতা দখলের পূর্বে ফ্রান্সের রাজ্যসীমা ছিল এরকম-
• ফ্রান্সের উপর নির্ভরশীল ছয়টি প্রজাতন্ত্র ছিল এবং এগুলি ছিল ফ্রান্সের করদরাজ্য,
• এগুলি হল হেলভেটিক রিপাবলিক (সুইজারল্যান্ড), সিলপাইন, লিগুরিয়ান, রোমান এবং পার্থেলোপিয়ান রিপাবলিক (ইটালির অম্লল) এবং বাটাভিয়ান রিপাবলিক (হল্যান্ড)।
প্রশ্ন:- নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যগুলি ছিল- (1) সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে সমগ্র ইউরোপকে নিজ নিয়ন্ত্রণে আনা, ও ক্যারোলিষ্টীয় সম্রাট শার্লামেন-এর মতো প্রাচীন ধীরদের আদর্শে নিজেকে তুলে ধরা এবং ফরাসিরা বিপ্লবের আদর্শকে সীমিতভাবে ইউরোপে ছড়িয়ে দেওয়া।
প্রশ্ন: আমিয়েন্স-এর সন্ধি করে ও কাদের মধ্যে হয়েছিল?
উত্তর : ১৮০২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যানিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্নঃ - টিলসিটের সন্ধি করে স্বাক্ষরিত হয়েছিল এবং এর স্বাক্ষাকারী করা ছিল।
উওর" ১৮০৭ খ্রিস্টাব্দে টিলসিট-এর সন্ধি হয়েছিল। এই সন্ধির স্বাক্ষরকারী ছিলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
প্রশ্ন - টিলসিট এর সন্ধির গুরুত্ব কী?ক
উত্তর: টিলটি সন্ধির গুরুত্বগুলি ছিল– এই সন্ধির মাধ্যমে পশ্চিম ইউরোপে নেপোলিয়নের এবং পূর্ব ইউরোপে রুশ জার আলেকজান্ডারের প্রভাবাধীন অঞ্চল গড়ে উঠেছিল। এছাড়াও রাশিয়া ইংল্যান্ডের বিরুদ্ধবাদী নেপোলিয়নের নিম্নরাজ্যে পরিণত হয় ও নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে সম্মত হয়।
প্রশ্নঃ - ট্রাফালগারের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল।
উত্তর : ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল। ইংল্যান্ডের নৌ-সেনাপতি ছিলেন নেলসন এবং অন্যদিকে ছিলেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন।
প্রশ্ন: - ট্রাফালগারের যুদ্ধের পরিণতি কী হয়েছিল।
উত্তর: ট্রাফালগারের যুদ্ধের পরিণতি ছিল এরকম- ফ্লাগ ও স্পেনের যুগ্ম নৌবহর ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়। এই যুদ্ধে পরাস্ত হয়ে নেপোলিয়ন পরবর্তীকালে ইংল্যান্ডকে সরাসরি আক্রমণের পরিকল্পনা বাতিল করেন।
প্রশ্ন- নেপোলিয়ন কেন বিপ্লবের সন্তান" নামে পরিচিত।
উত্তর: নেপোলিয়ন বিপ্লবের সন্তান নামে পরিচিত, কারণ- (1) ফরাসি বিপ্লবের মনতর ভিত্তিতেই তিনি নিজে
ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন। নেপোলিয়ন ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিলেও ফ্রান্সে শাস্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য ও মৈত্রী স্থাপন করে ফরাসি জনগণের আত্মবিকাশের সুযোগ করে দিয়েছিলেন।
Tags :