WBBSE Class 9 History Question Answer |
আজকের এই পোস্টের মাধ্যমে 'WBBSE Class 9 History Question Answer Chapter 3' নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 বা 8 মার্কের প্রশ্ন 'ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি সম্পর্কে লেখো'র উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023) তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি সম্পর্কে লেখো
ভূমিকা : নেপোলিয়নের পতনের পর আহূত ভিয়েনা সম্মেলনে (১৮১৫ খ্রিস্টাব্দ) বিজয়ী চতুঃশক্তি অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া ও ইংল্যান্ড নিজেদের স্বার্থের দিক বিবেচনা করে এবং ইউরোপের শক্তিসাম্যের দিকে লক্ষ রেখে তিনটি নীতির অনুসরণ করেছিল, যথা- ন্যায্য অধিকার, ও ক্ষতিপুরণ, ও শক্তিসাম্য (Balance of Power) নীতি।
ক্ষতিপূরণ নীতির উদ্দেশ্যঃ- ক্ষতিপুরণ নীতির উদ্দেশ্যগুলি ছিল:
ক্ষতিপূরণ দানঃ- নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় ইউরোপের যে-সমস্ত দেশগুলি বিশেষত বিজেতা রাষ্ট্রগুলির (ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন) যে-সমস্ত আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল তার ক্ষতিপুরণ দান করতেই ভিয়েনা সম্মেলনে ক্ষতিপুরণের নীতি গৃহীত হয়েছিল।
বিজয় গৌরবের সাফল্য ভাগঃ-
ভিয়েনা কংগ্রেসের সেক্রেটারি ফ্রেডারিক ভন জেনৎসের মতে, বিদায়ী শক্তিগুলি বিজয় গৌরবের সাফল্য ভাগ করে নিতে ভিয়েনা সম্মেলনে উপস্থিত হয়েছিল।
ক্ষতিপূরণ নীতির প্রয়োগঃ- এই নীতি অনুসরণ করে বিজেতা রাষ্ট্রগুলি জয়ের পুরস্কারস্বরূপ, ন্যায্য অধিকারের প্রশ্নকে
উপেক্ষা করে কোনো কোনো স্থান দখল করে নেওয়ার ব্যবস্থা করেছিল, যেমন
• ইংল্যান্ডকে ক্ষতিপূরণ দানঃ- ইংল্যান্ড সিংহল, দক্ষিণ আফ্রিকা, হ্যালিগোল্যান্ড, মাল্টা, আইওনীয় দ্বীপপুঞ্জ এবং স্পেন ও ফ্রান্সের কয়েকটি বন্দরের উপর অধিকার পায়।
• রাশিয়াকে ক্ষতিপুরণ দানঃ- রাশিয়া পায় ওয়ারশ, ফিনল্যান্ড, বেসারাবিয়া ইত্যাদি।
• প্রাশিয়াকে ক্ষতিপূরণ দানঃ- প্রাশিয়াকে দেওয়া স্যাক্সনির উত্তরাংশ, ডানজিগ, রাইন প্রদেশসমূহ, পোমেরেনিয়া ইত্যাদি।
• সুইডেনকে ক্ষতিপূরণ দানঃ- সুইডেন থেকে রাশিয়াকে ফিনল্যান্ড ও প্রাশিয়াকে পশ্চিম পোমেরেনিয়া দেওয়ার জন্য সুইডেন ক্ষতিপুরণ স্বরূপ নরওয়ে লাভ করে।
• অস্ট্রিয়াকে ক্ষতিপুরণ দানঃ- জার্মানির ৩৯টি ছোটো ছোটো স্বাধীন রাজ্য নিয়ে “কনফেডারেশন অফ-দি-রাইন" গঠন করা হয় এবং অস্ট্রিয়ার উপর এই কনফেডারেশনের শাসনকাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। উত্তর ইটালির উপর অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়।
মূল্যায়নঃ- উপরোন্ত আলোচনা থেকে দেখা যায় যে- (১) ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি সমভাবে প্রয়োগ করা হয়নি এবং (২) ইটালি ও জার্মানির জাতীয় ঐক্যের পথ অন্তরায় সৃষ্টি করা হয়। পক্ষান্তরে এই ক্ষতিপুরণ নীতির মাধ্যমেই ইউরোপের রাজনীতিতে রাশিয়ার কূটনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায় এবং ইংল্যান্ডের ঔপনিবেশিক সাম্রাজ্যবিস্তারের পথ সুগম হয়।
Tags :