WB Class 12 History MCQ Question Answer & Notes || HS History MCQ Suggestion 2023

0

 

WB Class 12 History MCQ Question Answer & Notes || HS History MCQ Suggestion 2023
HS History MCQ Suggestion 2023

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ WB Class 12 History MCQ Question Answer & Notes || HS History MCQ Suggestion 2023 (wb class 12 modern history notes) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং উচ্চমাধ্যমিক সহ অন্যান্য ক্লাসের নোটস (class 12 history notes and suggestion) পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো।।

WB Class 12 History MCQ Question Answer & Notes || HS History MCQ Suggestion 2023

● সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয় ১৯৪০ খ্রিস্টাব্দের -
• ৮ আগস্ট
• ৮ অক্টোবর
• ৮ সেপ্টেম্বর
• ৮ নভেম্বর
• উওর - ৮ আগস্ট

2. গান্ধিজি ‘ফেল-পড়া ব্যাঙ্কের ওপর আগামী তারিখের চেক' বলে মন্তব্য করেন—
• লাহোর প্রস্তাবকে
• পাকিস্তান প্রস্তাবকে
• ক্রিপস প্রস্তাবকে
• আগস্ট প্রস্তাবকে
• উওর- আগস্ট প্রস্তাবকে

3. কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে১৯৪২ খ্রিস্টাব্দের—
• ১৪ জুলাই
• ৭ আগস্ট
• ১৪ আগস্ট
• ১৭ সেপ্টেম্বর
• উওর- ১৪ জুলাই

4. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন—
• মাতঙ্গিনী হাজরা
• অজয় মুখোপাধ্যায়
• চৈতু পাণ্ডে
• সতীশ চন্দ্ৰ সামন্ত
• উওর- সতীশ চন্দ্ৰ সামন্ত

5. ভারত ছাড়ো আন্দোলনে সরকারি দমননীতির প্রতিবাদে গান্ধিজি অনশন করেন—
• ২১ দিন
• ২৩ দিন
• ২৫ দিন
• ২৭ দিন
• উওর- ২১ দিন

6.সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন-
• ১৯৪০ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি
• ১৯৪০ খ্রিস্টাব্দের ২ জুলাই
• ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি
• ১৯৪১ খ্রিস্টাব্দের ২ জুলাই
• উওর- ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি

7. জাপানের হাতে বন্দি সেনারা যার নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয় তিনি হলেন -
• সুভাষচন্দ্রের
• রাসবিহারী বসুর
• সুভাষচন্দ্র বসু
• মোহন সিং
• উওর- মোহন সিং

8• ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি নিযুক্ত হন—
• রাসবিহারী বসুর
• সুভাষচন্দ্র বসু
• মোহন সিং
• লক্ষী সায়গল
• উওর- রাসবিহারী বসুর

9. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হল -
• কোহিমা
• গৌহাটি
• ইম্ফল
• দিসপুর
• উওর - কোহিমা

10.রশিদ আলি দিবস পালিত হয় -
• ২ জানুয়ারি
• ১৬ মার্চ
• ১২ ফেব্রুয়ারি
• ২২ মে
• উওর- ১২ ফেব্রুয়ারি

11. “বিদ্ৰোহ আজ, বিদ্রোহ চারিদিকে” গানটি রচনা করেন—
• নজরুল ইসলাম
• সুকান্ত ভট্টাচার্য
• ভবানী ভট্টাচার্য
• বিজন ভট্টাচার্য
• উওর- সুকান্ত ভট্টাচার্য

12- যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় সেটি হল -
• র‍্যাডেন
• তলোয়ার
• সমুদ্রকন্যা
• টাইটানিক
• উওর- তালোয়ার

13. সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস -
• মহাত্মা গান্ধি
• জওহরলাল নেহরু
• আবুল কালাম আজাদ
• বল্লভভাই প্যাটেল
• উওর- বল্লভভাই প্যাটেল

14. সি. আর. ফর্মুলা প্রকাশিত হয় -
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪৬ খ্রিস্টাব্দে
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৪ খ্রিস্টাব্দে

15. ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় -
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪৬ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৫ খ্রিস্টাব্দে

16. মন্ত্রী মিশন ভারতে আসে -
• ১৯৪৩ খ্রিস্টাব্দে
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• ১৯৪৪ খ্রিস্টাব্দে
• ১৯৪৬ খ্রিস্টাব্দে
• উওর- ১৯৪৬ খ্রিস্টাব্দে

17. অন্তবর্তী সরকারের প্রধান ছিলেন-
• জওহরলাল নেহরু
• মহম্মদ আলি জিন্না
• আবুল কালাম আজাদ
• বল্লভভাই প্যাটেল
• উওর- জওহরলাল নেহরু

18.  গণপরিষদের প্রথম অধিবেশন বসে -
• কলকাতায়
• বোম্বাইয়ে
• দিল্লিতে
• মাম্রাজে
• উওর- দিল্লিতে

19. ভারতে স্বাধীনতা আইন' পাস হয় -
• ১৯৪৬ খ্রিস্টাব্দের ৪ জুলাই
• ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
• ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই
• ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
• উওর- ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট

20. ১৯৪৭ খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন—
• মাউন্টব্যাটেন
• লর্ড ওয়াভেল
• স্যার পেথিক লরেন্স
• স্যার সিরিল র‍্যাডক্লিফ
• উওর- স্যার সিরিল র‍্যাডক্লিফ

21. ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়
• ১৯২১ খ্রিস্টাব্দে
• ১৯২৫ খ্রিস্টাব্দে
• ১৯৩৯ খ্রিস্টাব্দে
• ১৯৪৫ খ্রিস্টাব্দে
• উওর- ১৯২১ খ্রিস্টাব্দে

আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) থেকে যে WB Class 12 History MCQ Question Answer & Notes || HS History MCQ Suggestion 2023 (wb class 12 modern history notes) প্রশ্ন উওর দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags :

Class 12 history notes | hs history suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | modern indian history question answer | modern Indian history notes | history question answer of modern India | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 12 History question answer  | hs History question answer | উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top