WBBSE Class 9 History Question Answer 2023 || নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর 2023

0

 

WBBSE Class 9 History Question Answer 2023 || নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর 2023

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বিশ শতকের ইউরোপ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন "১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দার কারণগুলি কী ছিল?" (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023) - এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দার কারণগুলি কী ছিল? || নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর 2023

ভূমিকাঃ- ১৯২০-এর দশকে বিশ্ব অর্থনীতির একটি বিপর্যয় ছিল ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা। ঐতিহাসিক ডেডি টমসনের মতে, মহামন্দার মূল কারণ ছিল আন্তর্জাতিক বাণিজ্যের সংকোচন, অস্বাভাবিক ফাটকাবাজি এবং ক্ষতিপূরণ সমস্যা হয়।

মহামন্দার কারণ:-মহামন্দার সাধারণ কারণগুলি ছিল—

মার্কিন বাণিজ্যের সংকোচনঃ- প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভোগপণ্য ও শিল্পজাত দ্রব্য আমেরিকা রপ্তানি করত। কিন্তু যুদ্ধ শেষে ইউরোপীয় দেশগুলির চাহিদা ক্রমশ হ্রাস পায় এবং এর ফলে আমেরিকার রপ্তানি বাণিজ্যে ঘাটতি দেখা দেয়।

ইউরোপীয় দেশগুলির স্বর্ণভাণ্ডারের সংকটঃ- প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ পরিশোধ ও গণ্য কেনার জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সোনা পাঠাতে হত এর ফলে সোনা.প্রদানকারী দেশগুলির স্বর্ণ ভাণ্ডার ক্রমশ শূন্য হয়ে যায় এবং তারা

মার্কিন ঋণ পরিশোধে অসমর্থ হয়ে পড়ে।সঞ্চয় প্রবণতাঃ- 

মার্কিন যুক্তরাষ্ট্রের সচ্ছল আর্থিক অবস্থা সে দেশের সচ্ছল মানুষের মধ্যে সঞ্চয়ের প্রকাতা বুদ্ধি করেছিল। অভাবনীয়ভাবে এঁদের অনেকেই বেশি লাভের আশায় শেয়ার বাজারে অর্থ লগ্নি করেছিলেন।

শেয়ার বাজারে ধসঃ- ১৯২০ দশকের শেষদিকে শেয়ার বাজারে যৌথ শিল্প-সংস্থাগুলির শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে। এক সময় শেয়ার বাজারের ঝানু দালালরা একের পর এক শেয়ার বিক্রি করতে থাকে। ১৯২৯ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর প্রায় কোটি শেয়ার কেনাবেচা হয়। এই দিনটি "কালো বৃহস্পতিবার” (Black Thursday) নামে পরিচিত এবং ওই দিনই ওয়ালস্ট্রিট এর শেয়ার বাজারে ধস নামে ও ক্রমশ এই বিপর্যয় প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ও পরে বিশ্বকে গ্রাস করে।

উপসংহারঃ- উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা আপাতদৃষ্টিতে আকস্মিক মনে হলেও আকস্মিক ছিল না, বরং তা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলির অর্থনীতির মধ্যেই নিহিত ছিল।


Tags :

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস বিশ শতকের ইউরোপ অধ্যায়ের ছোট প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | class 9 history question answer | class 9 history suggestion 2023 | History question answer | history notes | history suggestion | history pdf notes 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top