WBBSE Class 9 History Question Answer 2023 || নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর

0

 

WBBSE Class 9 History Question Answer 2023 || নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উওর
WBBSE Class 9 History Question Answer 2023

আজকের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বিশ শতকের ইউরোপ (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন "উগ্র জাতীয়তাবাদী প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলির ভূমিকা কী ছিল?" (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023) - এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

প্রশ্নঃ  - উগ্র জাতীয়তাবাদী প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলির ভূমিকা কী ছিল?

ভূমিকাঃ- প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের সঞ্চার হয়েছিল এবং এর মুলে ছিল ভার্সাই সন্ধির কঠোরতা ও জার্মানির প্রতিশোধ স্পৃহা।

ভার্সাই সন্ধির শর্তঃ- ১৯১৯ খ্রিস্টাব্দে বিজয়ী মিত্রপক্ষ এবং পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই-এর রাজপ্রাসাদে স্বাক্ষরিত ভার্সাই সন্ধিতে যে শর্তাবলির উল্লেখ করা হয়েছিল,তা হলো- 

অনুদার ব্যবহারঃ- বিভিন্ন শর্তাবলি সম্পর্কে জার্মান প্রতিনিধিদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে তাঁদের এই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। ২৩০ পৃষ্ঠার 'ভাসাই সন্ধি-পত্রে যুদ্ধ সৃষ্টির অভিযোগে দোষী সাব্যস্ত করে জার্মানির উপর নানান শর্ত আরোপ করা হয়।

ভৌগোলিক শর্তঃ- 

ভার্সাই সন্ধির ভৌগোলিক শর্ত অনুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন, বেলজিয়ামকে ইউপেন ও মেলমেডি এবং পোল্যান্ডকে পোসেন ও পশ্চিম প্রাশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়াও জার্মানির বিভিন্ন শহর, বন্দর, খনিজ সমৃদ্ধ অঞ্চল এবং উপনিবেশগুলি মিত্রশক্তিকে ছেড়ে দিতে জার্মানিকে বাধ্য করা হয়।

অর্থনৈতিক শর্তঃ- 

ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্ত হিসাবে জার্মানিকে ৬৬০ কোটি পাউন্ড নগদ অর্থ, বহু বাণিজ্য জাহাজ এবং শিল্প ও খনিজসমৃদ্ধ সার উপত্যকা মিত্রপক্ষকে দিতে বাধ্য করা হয়। 

সামরিক শর্তঃ- ভার্সাই সন্ধির সামরিক শর্ত অনুসারে জার্মানির জল, স্থল ও বিমানবাহিনী ভেঙে দিয়ে সামরিক দিক থেকে তাকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে সে আর কোনোদিনই শক্তিশালী দেশ হয়ে উঠতে না পারে।।

উপসংহারঃ- ভার্সাই সন্ধি শর্তগুলি জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের সঞ্চার করেছিল এবং নাৎসি হিটলারের প্রচার ও বন্ধব্যের মাধ্যমে তা প্রকাশ পেয়েছিল। ঐতিহাসিক ই এইচ কার প্রমুখের মতে, অপমানজনক ভাসাই দল ও নাৎসি নেতা সন্ধির বিরোধিতা ও এর বিরুদ্ধে প্রচার করেই হিটলার জার্মানিতে ক্ষমতাসীন হন।

Tags :

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস বিশ শতকের ইউরোপ অধ্যায়ের ছোট প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস পঞ্চম অধ্যায়ের ছোটো প্রশ্ন উওর | class 9 history question answer | class 9 history suggestion 2023 | History question answer | history notes | history suggestion | history pdf notes 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top