গ্যাসের আচরণ অধ্যায়ের প্রশ্ন উওর 2023 |
বাস্তব গ্যাস | আদর্শ গ্যাস |
---|---|
সমস্ত বাস্তব গ্যাস pv = nRt সমীকরণ অথবা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না | আদর্শ গ্যাস গুলি সকল উষ্ণতা এবং চাপে আদর্শ সমীকরণ অথবা pv = nRt গ্যাস সমীকরণ মেনে চলে। |
প্রকৃতিতে মূলত সমস্ত গ্যাসীয় পদার্থ ই বাস্তব গ্যাস হয়ে থাকে। | কিন্তু অপরদিকে প্রকৃতিতে কোনো গ্যাস ই আদর্শ গ্যাস নয় |
বাস্তবে গ্যাসের অনুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে | বাস্তবে গ্যাসের অনুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে না |
বাস্তবে গ্যাসের ক্ষেত্রে অনুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় অনেক নগণ্য হয় না। | কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয় |
আমাআমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের Search Option এ মাধ্যমিক লিখে Search করে মাধ্যমিকের অন্যান্য নোটস গুলো পড়ে দেখুন।