ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক‍্য PDF || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

 

ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক‍্য || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক‍্য PDF 

ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক‍্য PDF || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

নোটটি ভালো করে দেখার জন্য তোমরা তোমাদের ফোনটি Desktop Site এ করে নাও।

বিষয় ট্রপিক চলন ট্যাকটিপ চলন ন্যাস্টিক চলন
সংজ্ঞা উদ্ভিদ অঙ্গের চলন যখন, বিভিন্ন উদ্দীপকের গতিপথ অনুসারে বা উদ্দীপকের উৎসের দিকে হয়ে থাকে, তখন সেই প্রকার চলনকে ট্রপিক বা দিক নির্ণীত চলন বলে।। বিভিন্ন ধরনের বহিস্থ উদ্দীপকের প্রভাবে, উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে ট্যাকটিক চলন বলা হয়।। বিভিন্ন ধরনের বহিস্থ উদ্দীপকের প্রভাবে, উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে ট্যাকটিক চলন বলা হয়।।
নিয়ন্ত্রণ এটি উদ্দীপকের গতিপথ অথবা উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়।। ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবেই ঘটে। এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
চলনের প্রকারঃ এটি একপ্রকার বক্র চলন ট্যাকটিক চলন হল একপ্রকার সামগ্রিক চলন । ন্যাস্টিক চলন হলো উদ্ভিদের বক্র চলন।
স্থান পরিবর্তনঃ ট্রপিক চলনের উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না।
অক্সিন হরমোনের প্রভাব ট্রপিক চলন -"অক্সিন" -হরমোন দ্বারা প্রভাবিত হয়।। ট্যাকটিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়না। ন্যাস্টিক চলন -"অক্সিন"- হরমোন দ্বারা প্রভাবিত হয় না।।
প্রকার ট্রপিক চলন প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। ট্যাকটিক চলন চারপ্রকার। ন্যাস্টিক চলন প্রধানত চার প্রকারের হয়ে থাকে।।
উদ্ভিদের অঙ্গের আলোক উৎসের দিকে চলন। মসের শুক্রাণু সুক্রোজের হবে ফার্নের শুক্রানু ম্যালিক এসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটা হলো এক প্রকার কেমোট্যাকটিক চলন।। উদাহরণ লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে সেটি নুইয়ে পড়ে,এটি হল একপ্রকার সিসমোন্যাস্টিক চলন।।


Tags: ক্লাস 10 জীবনবিজ্ঞান প্রশ্ন উওর | class 10 life science question answer | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | class 10 life science notes | class 10 life science suggestion | class 10 life science question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top