ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য PDF |
ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য PDF || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
নোটটি ভালো করে দেখার জন্য তোমরা তোমাদের ফোনটি Desktop Site এ করে নাও।
বিষয় | ট্রপিক চলন | ট্যাকটিপ চলন | ন্যাস্টিক চলন |
---|---|---|---|
সংজ্ঞা | উদ্ভিদ অঙ্গের চলন যখন, বিভিন্ন উদ্দীপকের গতিপথ অনুসারে বা উদ্দীপকের উৎসের দিকে হয়ে থাকে, তখন সেই প্রকার চলনকে ট্রপিক বা দিক নির্ণীত চলন বলে।। | বিভিন্ন ধরনের বহিস্থ উদ্দীপকের প্রভাবে, উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে ট্যাকটিক চলন বলা হয়।। | বিভিন্ন ধরনের বহিস্থ উদ্দীপকের প্রভাবে, উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন করাকে ট্যাকটিক চলন বলা হয়।। |
নিয়ন্ত্রণ | এটি উদ্দীপকের গতিপথ অথবা উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়।। | ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবেই ঘটে। | এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। |
চলনের প্রকারঃ | এটি একপ্রকার বক্র চলন | ট্যাকটিক চলন হল একপ্রকার সামগ্রিক চলন । | ন্যাস্টিক চলন হলো উদ্ভিদের বক্র চলন। |
স্থান পরিবর্তনঃ | ট্রপিক চলনের উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। | ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। | ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। |
অক্সিন হরমোনের প্রভাব | ট্রপিক চলন -"অক্সিন" -হরমোন দ্বারা প্রভাবিত হয়।। | ট্যাকটিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়না। | ন্যাস্টিক চলন -"অক্সিন"- হরমোন দ্বারা প্রভাবিত হয় না।। |
প্রকার | ট্রপিক চলন প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। | ট্যাকটিক চলন চারপ্রকার। | ন্যাস্টিক চলন প্রধানত চার প্রকারের হয়ে থাকে।। |
উদ্ভিদের অঙ্গের আলোক উৎসের দিকে চলন। | মসের শুক্রাণু সুক্রোজের হবে ফার্নের শুক্রানু ম্যালিক এসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটা হলো এক প্রকার কেমোট্যাকটিক চলন।। | উদাহরণ | লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে সেটি নুইয়ে পড়ে,এটি হল একপ্রকার সিসমোন্যাস্টিক চলন।। |
Tags: ক্লাস 10 জীবনবিজ্ঞান প্রশ্ন উওর | class 10 life science question answer | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উওর | জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | class 10 life science notes | class 10 life science suggestion | class 10 life science question answer