WB Class 9 History Question Answer 2023 Part 2 || নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের 2 Mark এর প্রশ্ন উওর

0

  

WB Class 9 History Question Answer 2023 Part 2|| নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের 2 Mark এর প্রশ্ন উওর
নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের 2 Mark এর প্রশ্ন উওর


আজকের এই পোস্টের মাধ্যমে 'WBBSE Class 9 History Question Answer Chapter 3' নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (WBBSE Class 9 History Question Answer & Notes in Bengali) অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন উওর (WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটি দ্বিতীয় পর্ব। পরবর্তীকালে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন উওর ( WBBSE Class 9 Question Answer & Suggestion 2023 ) এর বাকি 1 টা Part  শেয়ার করবো

WB Class 9 History Question Answer 2023 Part 2 || নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের 2 Mark এর প্রশ্ন উওর


প্রশ্নঃ- ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের পরিণতি কী হয়েছিল।

উত্তর: ফেব্রুয়ারি বিপ্লবের ফলে (ফেব্রুয়ারি, ১৮৪৮ খ্রি.) ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র ডিসেম্বরে লুই নেপোলিয়ন (তৃতীয় নেপোলিয়ন) সম্রাট পদে অধিষ্ঠিত হলে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান হয়।

প্রশ্ন- ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য বলতে কী বোঝো?

উত্তর : ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি লুই নেপোলিয়ন ১৮৫২ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর ফ্রান্সের ঘটিয়ে ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপর তিনি তৃতীয় নেপোলিয়ন উপাধি ধারণ করে নিজেকে ফরাসিদের সম্রাট' বলে ঘোষণা করেন। এভাবে ফ্রান্সে যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তা দ্বিতীয় সাম্রাজ্য নামে পরিচিত।

প্রশ্নঃ - দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন। কোন্ বছর ওই সাম্রাজ্যের পতন হয়েছিল? 

উওর : তৃতীয় নেপোলিয়ন দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৮৭১ খ্রিস্টাব্দে ওই সাম্রাজ্যের পতন হয়েছিল।

প্রশ্ন:- ১৮৪৮ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয় কেন?

উওর : ১৮৪৮ খ্রিস্টাব্দের বিপ্লব ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের ১৫টি দেশে (ইটালি, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি প্রভৃতি) জাতীয়তাবাদী আন্দোলনের সৃষ্টি করেছিল। তাই সাধারণভাবে ১৮৪৮ খ্রিস্টাব্দকে "বিপ্লবের বছর" বলা হয়।

প্রশ্নঃ- ইটালিতে প্রতিষ্ঠিত তিনটি গুপ্তসমিতির নাম ও তাদের কেন্দ্রস্থল চিহ্নিত করো।

উত্তর: ইটালিতে প্রতিষ্ঠিত তিনটি গুপ্ত সমিতির নাম ও তাদের কেন্দ্রস্থল হল—পিডমন্টের ফেডারিটি, লোম্বার্ডির সুয়েলফি এবং নেপলস-এর কার্বোনারি।

প্রশ্ন: - কার্বোনারি বলতে কী বোঝো?

উত্তর : ভিয়েনা কংগ্রেসের পর ইটালিতে জাতীয়তাবাদী আন্দোলন প্রসারের জন্য নানা গুপ্তসমিতি গড়ে উঠেছিল। এই গুপ্তসমিতিগুলির মধ্যে 'কার্বোনারি'-র নাম বিশেষ উল্লেখযোগ্য।

প্রশ্নঃ - কার্বোনারি আন্দোলন কেন ব্যর্থ হয়?

উত্তর : কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার মূলে বেশ কয়েকটি কারণ ছিল। এগুলি হল- পোপের রাজ্য ও পিডমন্ট ছাড়া অন্যত্র এই আন্দোলনের প্রভাব না থাকা, ও কেবল মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে আন্দোলনের সীমাবন্ধতা: আন্দোলনকারীদের মধ্যে গঠনমূলক কার্যসূচির অভাব ও অনৈক্য এবং (৪) অস্ট্রিয়ার সৈন্যবাহিনীর দমন-পীড়ন নীতি। 

প্রশ্ন:- 'নবা ইটালি' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল।

উত্তর : ইটালির জাতীয়তাবাদী নেতা যোশেফ ম্যাৎসিনি নব্য ইটালি আন্দোলনের প্রবক্তা ছিলেন। আত্মশক্তির মাধ্যমে ইটালির মুক্তিসাধন এর লক্ষ্য ছিল। 

প্রশ্নঃ -কে, কবে ইয়ং ইটালি' দলের প্রতিষ্ঠা করেন?

উওর : ১৮৩১ খ্রিস্টাব্দে ইটালির জাতীয়তাবাদী নেতা যোশেফ ম্যাৎসিনি 'ইয়া-ইটালি' (Young Italy) দলের প্রতিষ্ঠা করেন।

প্রশ্ন:-, রিসজিমেন্টো বলতে কী বোঝো?

উত্তর : রিসর্জিমেন্টো কথাটির বাংলায় প্রতিশব্দ পুনর্জন্ম অথবা পুনর্জাগরণ। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইটালিতে যে
জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয় তাকে সার্বিকভাবে রিসর্জিমেন্টো বলা হয়। 

প্রশ্নঃ - কাভুর অস্ট্রিয়াকে বিতাড়নের জন্য ১৮৫৮ খ্রিস্টাব্দে কার সঙ্গে চুক্তি করেন এবং চুক্তিটির নাম কী ছিল?

 উত্তর: অস্ট্রিয়াকে ইটালি থেকে বিতাড়নের জন্য কাভুর ১৮৫৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে এক গোপনচুক্তি সম্পাদন করেন। এই চুক্তিটির নাম ছিল প্লমবিয়ার্সের চুক্তি।

প্রশ্নঃ-, “প্লমবিয়ার্স-এর চুক্তি” কবে স্বাক্ষরিত হয় এবং এর শর্তগুলি কী ছিল?

উওর : ১৮৫৮ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ইটালির পিডমন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাভুরের সঙ্গে “প্লমবিয়াস"-এর গোপন চুক্তি সম্পাদন করেন। এই চুক্তি অনুসারে স্থির হয় যে, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ বাধলে ফ্রান্স পিডমন্টের পক্ষ নেবে এবং  এর বিনিময়ে স্যাভয় ও নিস এই দুটি অঞ্চল পাবে।

প্রশ্ন:-, গ্যারিবল্ডি কীভাবে নেপলস ও সিসিলিতে অভ্যুত্থান শুরু করেন?

উত্তর: নেপলস ছিল পিডমণ্টের মিত্র দেশ এবং একারণেই কান্ডুর তা দখলের চেষ্টা করেননি। তাই জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি 'লালকোর্তা' বাহিনী (১০০০ মতান্তরে ১১০০ লাল পোশাক পরিহিত সৈন্য)-র সাহায্যে ছয় সপ্তাহের মধ্যে সিসিলি জয় করেন। অন্যদিকে স্থানীয় জনগণের সাহায্য নিয়ে তিনি নেপলস অধিকার করেন। 

প্রশ্ন:-কীভাবে ভেনেশিয়া ও রোম ইটালির সঙ্গে সংযুক্ত হয়?

উত্তর : ১৮৬৬ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধে অস্ট্রিয়া পরাস্ত হলে প্রাশিয়ার বন্ধুদেশ ইটালি ভেনেশিয়া লাভ করে। কয়েকবছর বাদে ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রান্স-প্রাশিয়া যুদ্ধের সময় তৃতীয় নেপোলিয়ন রোম থেকে তাঁর সেনাবাহিনী সরিয়ে নিলে ইটালি রোম দখল করে ও ইটালির সঙ্গে সংযুক্ত করে। 

প্রশ্ন- প্লমবিয়ার্স ও ভিল্লাফ্রাঙ্কা সন্ধির উদ্দেশ্য কী ছিল?

উত্তর : প্লমবিয়ার্স সন্ধির উদ্দেশ্য ছিল- ও ইটালি অস্ট্রিয়াকে বিতাড়ন করার কাজে ফ্রান্সের মতো শক্তিশালী দেশের সহযোগিতা লাভ করতে চেয়েছিল পক্ষান্তরে ও ফ্রান্স স্যাভয় ও নিস দখল করতে চেয়েছিল।
 ভিল্লাফ্রাঙ্কা সন্ধির উদ্দেশ্য ছিল— অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ থেকে ফ্রান্সকে সরিয়ে আনা, ফরাসি সৈন্যের ক্ষয়ক্ষতি হ্রাস করা এবং  প্রাশিয়ার হস্তক্ষেপের সম্ভবানাকে দূর করা।

প্রশ্ন , জার্মানিতে ছাত্র আন্দোলন কেন সংঘটিত হয়েছিল?

উত্তর: ভিয়েনা সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হলে জার্মানির ছাত্রসমাজ তার বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলেছিল। এই সময় জেনা নগরী ছিল ছাত্র আন্দোলনের প্রধান কেন্দ্র। 

প্রশ্নঃ-, 'ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট' কী?

উওর : ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি-বিপ্লবের পর সমগ্র জার্মানিতে উদারনৈতিক সংস্কারের দাবিতে যে আন্দোলন দেখা দেয় তার ফলে প্রাপ্তবয়স্কদের ভোটে একটি প্রতিনিধি-সভা নির্বাচিত হয় যা 'ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট' নামে পরিচিত, কারণ এই প্রতিনিধি সভার অধিবেশন ফ্রাঙ্কফুর্টে বসে। সমগ্র জার্মানির জন্য একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা ছিল এই পার্লামেন্টের প্রধান কাজ। 

প্রশ্নঃ - ওলমুজের চুক্তি কী ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৮৫০ খ্রিস্টাব্দের শেষভাগে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে ওলমুজের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি দ্বারা প্রাশিয়া জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য মেনে নেয়। এই চুক্তির ফলে জার্মানিতে উদারনৈতিক ঐক্য আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। 

প্রশ্ন:- জোলভেরাইন কী? 

উত্তর : ১৮৩৪ খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির রাজ্যগুলির মধ্যে যে আন্তরাষ্ট্রীয় শুল্ক সংস্থা গঠিত হয়, তার নাম জোলভেরাইন। এর ফলে জার্মান রাজ্যগুলির অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে একতাবোধ গড়ে ওঠে। ১৮৪২ খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়া ছাড়া জার্মানির অধিকাংশ রাজ্য এই শুল্ক সমবায়ের অন্তর্ভুক্ত হয়। 

প্রশ্ন:- বিসমার্কের "রন্তু ও লৌহ" নীতি কী? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক জার্মান ঐক্যকরণের জন্য কী নীতি গ্রহণ করেন।

উত্তর : জার্মানির জটিল রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বিসমার্ক গণতন্ত্র বা ভোট এবং বক্তৃতার উপর আস্থাশীল ছিলেন না, বরং তিনি সামরিক শক্তির উপর গুরুত্ব দিয়েছিলেন। তাই তাঁর নীতি "রস্তু ও লৌহ” নীতি নামে পরিচিত। 

Tags :

নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত অধ্যায়ের বড় প্রশ্ন উওর | ক্লাস 9 ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | class 9 history first chapter notes |  wb class 9 history question answer | wb class 9 history suggestion 2023 | History question answer  | modern European history | European history notes | modern European history question answer | history notes | history suggestion | history question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top