আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় ভারতের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন ব্রিটিশ লেখকের লেখা ঐতিহাসিক গ্রন্থ ও তাদের লেখকের নাম সংক্রান্ত 15 টি History SAQ Question Answer & একটি তালিকার 2nd Part তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই তালিকা বা প্রশ্ন উওর গুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং সে গ্রন্থের লেখক সংক্রান্ত প্রশ্ন উত্তর মাধ্যমিক (WBBSE Madhyamik History Notes PDF) উচ্চমাধ্যমিক (WBCHSE Class 12 History Notes PDF) এবং বিভিন্ন ধরনের চাকরির পরিক্ষা, যেমন ( WBCS, Bank, WBP, SSC, Railway Group-C, Group-D ) ইত্যাদির পরিক্ষায় এসে থাকে।।
1- ফল অফ দ্যা মোঘল এম্পায়ার গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : যদুনাথ সরকার।
2- সিভিল ডিস্টারবেন্স ইন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : শশীভূষণ চৌধুরী।
3- নদীয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : কুমুদনাথ মল্লিক।
4- অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ মারাঠাস গ্রন্থটি কার লেখা?
উওর : সুরেন্দ্রনাথ সেন।
5- সিরাজউদ্দৌলা গ্রন্থটি কার লেখা?
উওর : ব্রিজেন গুপ্ত।
6- রাইজ অফ শিখ পাওয়ার গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : নরেন্দ্রকৃষ্ণ সিংহ।
7- ট্রেড এন্ড ফিনান্স ইন বেঙ্গলি প্রেসিডেন্সি গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : অমলেশ ত্রিপাঠী।
8- ইকনোমিক হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : নরেন্দ্রকৃষ্ণ সিংহ।
9- হিস্ট্রি অফ ব্রাহ্মসমাজ গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : শিবনাথ শাস্ত্রী।
10- রুল অফ প্রোপার্টি ফর বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : রনজিত গুহ
11- হিস্ট্রি অ্যান্ড দ্য কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপলস গ্রন্থটি কার লেখা?
উওর : ডক্টর রমেশ চন্দ্র মজুমদার।
12- দ্য ইন্ডিয়ান মিডিল ক্লাস গ্রন্থটি কার লেখা?
উওর : বি.বি.মিশ্র।
13- দি পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল কার লেখা?
উওর : সিরাজুল ইসলাম।
14- দ্য নিউ হিন্দু মুভমেন্ট গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : ডক্টর রাখাল চন্দ্র নাথ।
15- উনিশ শতক ভাব সংঘাত ও সমন্বয় গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : ডক্টর রাখাল চন্দ্র নাথ।
গ্রন্থের নাম | লেখকের নাম |
---|---|
ফল অফ দ্যা মোঘল এম্পায়ার | যদুনাথ সরকার |
সিভিল ডিস্টারবেন্স ইন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া | শশীভূষণ চৌধুরী। |
নদীয়া কাহিনী | কুমুদনাথ মল্লিক। |
অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ মারাঠাস | সুরেন্দ্রনাথ সেন। |
সিরাজউদ্দৌলা | ব্রিজেন গুপ্ত |
রাইজ অফ শিখ পাওয়ার | নরেন্দ্রকৃষ্ণ সিংহ। |
ট্রেড এন্ড ফিনান্স ইন বেঙ্গলি প্রেসিডেন্সি | অমলেশ ত্রিপাঠী। |
ইকনোমিক হিস্ট্রি অফ বেঙ্গল | নরেন্দ্রকৃষ্ণ সিংহ। |
হিস্ট্রি অফ ব্রাহ্মসমাজ | শিবনাথ শাস্ত্রী। |
রুল অফ প্রোপার্টি ফর বেঙ্গল | রনজিত গুহ |
হিস্ট্রি অ্যান্ড দ্য কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপলস | ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। |
দ্য ইন্ডিয়ান মিডিল ক্লাস | বি.বি.মিশ্র। |
দি পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল | সিরাজুল ইসলাম। |
দ্য নিউ হিন্দু মুভমেন্ট | ডক্টর রাখাল চন্দ্র নাথ। |
উনিশ শতক ভাব সংঘাত ও সমন্বয় | ডক্টর রাখাল চন্দ্র নাথ। |