দেশভাগ সম্পর্কিত বিভিন্ন আত্মজীবনী এবং স্বৃতিকথার তালিকা || History SAQ Question Answer For Madhyamik And job Exams

0

 

দেশভাগ সম্পর্কিত বিভিন্ন আত্মজীবনী এবং স্বৃতিকথার তালিকা || History SAQ Question Answer For Madhyamik And job Exams
দেশভাগ সম্পর্কিত বিভিন্ন আত্মজীবনী এবং স্বৃতিকথার তালিকা


আজকের মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় বা দশম শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায় উপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব (West Bengal Board Class 10 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় দেশভাগ বা ভারত বিভাজন সম্পর্কিত বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতিকতামূলক গ্রন্থ এবং তাদের লেখকের নামের তালিকা সংক্রান্ত 20 টি History SAQ Question Answer & একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই তালিকা বা প্রশ্ন উওর গুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেশভাগ সম্পর্কিত বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতিকথা মূলক গ্রন্থ এবং তাদের লেখকের নাম থেকে মাধ্যমিক (WBBSE Madhyamik History Notes PDF) উচ্চমাধ্যমিক (WBCHSE Class 10 History Notes PDF) এবং বিভিন্ন ধরনের চাকরির পরিক্ষা, যেমন ( WBCS, Bank, WBP, SSC, Railway Group-C, Group-D ) ইত্যাদির পরিক্ষায় প্রশ্ন এসে থাকে।। 


1- স্বাধীনতার স্বাদ গ্রন্থটি কার লেখা?

উওর : মানিক বন্দ্যোপাধ্যায়।

2- ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা?

উওর : দক্ষিণারঞ্জন বসু।

3- উদ্বাস্তু গ্রন্থটি কার লেখা?

উওর : হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।

4- সেদিনের কথা গ্রন্থটি কার লেখা?

উওর : মণিকুন্তলা সেন।

5- এপারগঙ্গা ওপার গঙ্গা গ্রন্থটি কে লিখেছিলেন?

উওর : জ্যোতির্ময়ী দেবী।

6- শিকড়ের সন্ধানে গ্রন্থটি কার লেখা?

উওর : কালীপ্রসাদ মুখোপাধ্যায়।

7- গণনায়ক গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : সতীনাথ ভাদুড়ি।

8- সুপারি বনের সাড়ি গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : শঙ্খ ঘোষ।

9- কেয়া পাতার নৌকা গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : প্রফুল্ল ঘোষ।

10- ইন্ডিয়া উইনস ফ্রিডম গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : মৌলানা আব্দুল কালাম আজাদ।

11- অটোবায়োগ্রাফি অন অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : নীরদ চন্দ্র চৌধুরী।

12- ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : খুশবন্ত সিং।

13- আদার সাইড অফ দ্য সাইলেন্স গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : ঊর্বশী বুটালিয়া।

14- মিডনাইট চিল্ড্রেন্স গ্রন্থটি করেছিলেন?

উওর : সলমন রুশদি।

15- তমস উপন্যাসটি কে রচনা করেছিলেন?

উওর : ভীষ্ম সাহানি।

16- একটি জীবন গ্রন্থটি কার লেখা?

উওর : বুদ্ধদেব বসু।

17- মরিচঝাঁপি...গণহত্যার কারণ ইতিহাস গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : জগদীশচন্দ্র মন্ডল।

18- গোদান গ্রন্থটি রচনা করেছিলেন?

উওর : মুন্সি প্রেমচাঁদ।

19- হস্তান্তর গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : শংকর ঘোষ।

20- কলোনি স্মৃতি গ্রন্থটি কে রচনা করেছিলেন?

উওর : ইন্দু বরণ গাঙ্গুলী।



আত্মজীবনী / স্মৃতিকথা লেখক
স্বাধীনতার স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায়
উদ্বাস্তু হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু
শিকড়ের সন্ধানে কালীপ্রসাদ মুখোপাধ্যায়
সেদিনের কথা মণিকন্তলা সেন
এপার গঙ্গা ওপার গঙ্গা জ্যোতির্ময়ী দেবী
সুপারিগনের শাড়ি শঙ্খ ঘোষ
কেয়া পাতার নৌকা প্রফুল্ল রায়
একটি জীবন বুদ্ধদেব বসু
কলোনি স্মৃতি ইন্দু বরণ গাঙ্গুলি
হস্তান্তর শঙ্কর ঘোষ
তমস ভীষ্ম সাহানি
ইন্ডিয়া উইনস ফ্রিডম মৌলানা আব্দুল কালাম আজাদ
ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং
আদার সাইড অফ দ্য সাইলেন্স উর্বশী বুটালিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top