একাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর || WB Class 11 Philosophy Notes 2023
Author -
Ajit Rajbanshi
জুলাই ২২, ২০২২
0
একাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় (WB Class 11 Philosophy chapter 2 questions and answers in bengali ) ' জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ" থেকে " জ্ঞান ও জ্ঞানের স্বরূপ সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের অভিমত বা উক্তি সম্পর্কিত" কয়েকটি গুরুত্বপূর্ণ saq question answer শেয়ার করবো।
1-বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রের মধ্যে ছিল না'- এই উক্তিটি কার?
উওর : জন লকের।
2- "জ্ঞানের আকার ছাড়া অভিজ্ঞতা অন্ধ। আবার অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের আকার শূন্যগর্ভ"- এই কথাটি কে বলেছিলেন?
উওর : কান্ট।
3- 'কেবলমাত্র বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আবশ্যিক জ্ঞান লাভ করা সম্ভব'- এই কথাটি বলেছিলেন-
উওর : চরমপন্থী বুদ্ধিবাদীরা।
4- "অধিবিদ্যা হলো সকল বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা" এই কথাটি কে বলেছিলেন?
উওর : ভলফ্
5- 'অধিবিদ্যা কেবল বিভ্রান্তিকর উক্তি ও কটুতর্কে ভরা'- এই কথাটি কে বলেছিলেন?
উওর : হিউম।
6- 'জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ' এই উক্তিটি কার?
উওর : হিউম।
7- '৭+৫=১২- এই গাণিতিক বচনটি আবশ্যিক ও তথ্য বিষয়ক উভয়ই' এই কথাটি কে বলেছিলেন?
উওর : কান্ট।
8- 'অবশ্যম্ভব জ্ঞান বলে কোন কিছু নেই'-এই উক্তিটি কার?
উওর : মিল।
9- 'জ্ঞান হল ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা'- এই উক্তিটি কার?
উওর : জন লক।
10- 'আমাদের কতগুলি ধারণা সহজাত,- উক্তিটি কার?
উওর : লাইবনিজ।
11- 'জন্মের সময় আমাদের মন এটি অলিখিত কাগজ' এই উক্তিটি কার?
উওর : জন লকের।
অভিমত / উক্তি
দার্শনিক
সব জ্ঞানকেই বুদ্ধি দিয়ে জানা যায় এবং যথার্থ জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় না
চরমপন্থী বুদ্ধিবাদ
বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রের মধ্যে ছিল না
জন লক
আমি চিন্তা,অতএব আমি আছি
দেকার্ত
আমাদের কোনো কোনো ধারণা সহজাত
স্পিনোজা
আমাদের সব ধারণাই সহজাত
লাইবনিজ
"জ্ঞানের আকার ছাড়া অভিজ্ঞতা অন্ধ। আবার অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের আকার শূন্যগর্ভ"
কান্ট
'কেবলমাত্র বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আবশ্যিক জ্ঞান লাভ করা সম্ভব'
চরমপন্থী বুদ্ধিবাদীরা
"অধিবিদ্যা হলো সকল বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা"
ভলফ্
'অধিবিদ্যা কেবল বিভ্রান্তিকর উক্তি ও কটুতর্কে ভরা'
হিউম
'জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ'
হিউম
'অবশ্যম্ভব জ্ঞান বলে কোন কিছু নেই'
মিল
'জ্ঞান হল ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা'
জন লক
ইন্দ্রিয়ানুভবে যে জ্ঞান পাওয়া যায় তা সবই ভ্রান্ত