উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের নোটস |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় ভারতের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন ব্রিটিশ লেখকের লেখা ঐতিহাসিক গ্রন্থ ও তাদের লেখকের নাম সংক্রান্ত 15 টি History SAQ Question Answer & একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই তালিকা বা প্রশ্ন উওর গুলো সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং সে গ্রন্থের লেখক সংক্রান্ত প্রশ্ন উত্তর মাধ্যমিক (WBBSE Madhyamik History Notes PDF) উচ্চমাধ্যমিক (WBCHSE Class 12 History Notes PDF) এবং বিভিন্ন ধরনের চাকরির পরিক্ষা, যেমন ( WBCS, Bank, WBP, SSC, Railway Group-C, Group-D ) ইত্যাদির পরিক্ষায় এসে থাকে।।
1- হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : আলেকজান্ডার ডাও
2- ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : উইলিয়াম কেরি।
3- প্রতাপাদিত্য চরিত্র কে রচনা করেছিলেন?
উওর : রামরাম বসু।
4- রাজাবলী গ্রন্থটির রচয়িতা কে?
উওর : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
5- হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? অথবা, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : জেমস মিল।
6- হিস্টোরি স্কেচেস অফ দ্য সাউথ অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে?
উওর : মার্ক উইলক্স।
7- হিস্ট্রি অফ দ্য মারাঠাস গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : জেমস গ্রান্ট।
8- অ্যানালস অ্যান্ড এন্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : জেমস টড।
9- early history of india গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : ভিনসেন্ট স্মিথ।
10- অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে?
উওর : ভিনসেন্ট স্মিথ।
11- কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : ডডওয়েল।
12- অ্যানালস অফ রুরাল বেঙ্গল কে রচনা করেছিলেন?
উওর : উইলিয়াম হান্টার।
13- দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ান্স গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : হেনরি ইলিয়ট এবং ডাওসন।
14- History Of British India To The And Of The East India Company গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : পি.ই.বরাটর্স।
15- কন্সটিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : কীথ।
গ্রন্থের নাম | লেখক |
---|---|
হিস্ট্রি অফ হিন্দুস্তান | আলেকজান্ডার ডাও |
ইতিহাসমালা | উইলিয়াম কেরি |
প্রতাপাদিত্য চরিত্র | রামরাম বসু |
রাজাবলী | মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার |
হিস্টোরি স্কেচেস অফ দ্য সাউথ অফ ইন্ডিয়া | মার্ক উইলক্স |
হিস্ট্রি অফ দ্য মারাঠাস | জেমস গ্রান্ট |
অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান | জেমস টড |
The History Of India | এলফিস্টোন |
The History Of The British Power In India | এডওয়ার্থ থর্নটন |
অ্যানালস অফ রুরাল বেঙ্গল | উইলিয়াম হান্টার |
দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ান্স | হেনরি ইলিয়ট এবং ডাওসন |
হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া | জেমস মিল |
Early History Of India | ভিনসেন্ট স্মিথ |
Oxford History Of India | ভিনসেন্ট স্মিথ |
History Of British India To The And Of The East India Company | পি.ই.বরাটর্স |
Cambridge History Of India | ডডওয়েল |
কন্সটিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া | কীথ |