একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ Question Answer |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের (WBCHSE Class 11 Philosophy chapter 1 questions and answers in bengali) "দর্শনের ধারণ" এর 25 টি গুরুত্বপূর্ণ mcq question answer এবং saq question answer একসঙ্গে শেয়ার করবো। একাদশ শ্রেণীর দর্শন mcq question answer গুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য, দর্শনের ধারণা অধ্যায়ের যেই 25 টি mcq question answer নিয়ে এসেছি, সেগুলো অনেকবার পরীক্ষার এসেছে বা বিভিন্ন স্কুলের পরিক্ষার এসে থাকে। তাই একাদশ শ্রেণির ক্লাস দর্শনের ওই mcq প্রশ্ন উওর গুলো ভালো করে দেখে রেখো।
WB Class 11 Philosophy MCQ,SAQ 2023 || একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের MCQ Question Answer
1- 'সংশয় থেকে দর্শন এর উৎপত্তি'- এই কথাটি কে বলেছিলেন?
উওর : দেকার্ত
2- 'বিস্ময়ই দর্শনের জনক' এ কথাটি কে বলেছিলেন?
উত্তর- প্লেটো।
3- 'দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান' এটি কার মত?
উত্তর- স্পেন্সার।
4- Philosopher কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উওর : পিথাগোরাস
5- 'Critique of Pure Reason'—গ্রন্থটি কার লেখা?
উওর : কান্ট
6-যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কী?
উওর : অনুমান
7- 'Metaphysics' শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
উওর : অ্যারিস্টটল
8- "আমি চিন্তা করি, অতএব আমি আছি- বলেছেন?
উওর : দেকার্ত
9 -সংশয় থেকেই দর্শনের উৎপত্তি'—উক্তিটি করেন-
উওর : দেকার্ত
10- বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি'- উক্তিটি করেন-
উওর : প্লেটো
11- দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবন্ধ জ্ঞান - কথাটি কে বলেছেন?
12- দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল -
উওর : যুক্তিবিদ্যা
15- পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়?
উওর : থালেস
16 -আধুনিক দর্শনের জনক হলেন -
উওর : দেকার্ত
17- আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায় তার নাম কী?
উওর : জ্ঞানবিদ্যা।
18 - সত্বা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কী?
উওর : অধিবিদ্যা
19 - অতীন্দ্রিয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কী?
উওর : অধিবিদ্যা
20- কোন শব্দের ধাতুগত অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ?
উওর : philosophy
21- "দর্শন' শব্দটির ইংরেজি প্রতিশব্দ?
উওর : philosophy
22- Philosophy" শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে?
উওর : Philos ও Sophia
23- দর্শনের সমস্যাটি কী?
উওর : আন্তর সমস্যা
24- দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞান বা সর্বোত্তম বিজ্ঞান -কে বলেছেন?
উওর : কোৎ
25- সমাজদর্শন কী নিয়ে আলোচনা করে?
উওর : সমাজ
আশাকরি যে, একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের (WBCHSE Class 11 Philosophy chapter 1 questions and answers in bengali) "দর্শনের ধারণ" থেকে যে 25 টি গুরুত্বপূর্ণ mcq question answer এবং saq question answer শেয়ার করা হয়েছে, তা তোমাদের কাজে লাগবে।।
Tags: