Indian geography MCQ for competitive in bengali |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের Jobs Exam or Competitive Exam যেমন - WBCS Exam, Bank, Railway, SSC ইত্যাদি পরিক্ষার জন্য "Indian geography MCQ for competitive in bengali || ভারতের ভূগোল কুইজ ও প্রশ্ন উওর" এর First Part তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা ভূগোল মকটেস্ট কমপিটিটিভ এক্সাম এর জন্য (Geography gk test or mcq test for competitive exams) প্রতিদিন পেতে চাও, তারা আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারো।
Indian geography MCQ for competitive in bengali || ভারতের ভূগোল কুইজ ও প্রশ্ন উওর
১. আরবসাগরের রানী কাকে বলা হয় ?
উত্তর : কোচিনকে
২. একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখ ?
উত্তর : নভসেবা
৩. ভারতে বৃহত্তম সার কারখানা আছে ?
উত্তর : সিন্ধ্রিতে
৪. ভারতের ম্যানচেষ্টার কাকে বলা হয় ? উত্তর : আমেদাবাদকে
৫. ভারতের শুল্কমুক্ত বন্দর হলো ?
উত্তর : কান্ডালা
৬. চিনাবাদাম উৎপাদনকারী প্রথম স্থান কোনটি? ?
উত্তর : গুজরাট
৭. কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো ? উত্তর : হলদিয়া
৮. মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো? উত্তর: ট্রম্বে
৯. আসামের কোথায় ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে ?
উত্তর : ডিগবয়
১০. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর : ওড়িশায়
১১. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?
উত্তর : দুশো চারটি
১২. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত ?
উত্তর : নাব্রা উপত্যকা (কারাকোরাম)
১৩. সূয়েজ ক্যানাল কোথায় অবস্থিত ?
উত্তর : ইজিপ্টে
১৪. Solar System এর আবিষ্কারক কে?
উত্তর : কোপার্নিকাস
১৫. বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে?
উত্তর : অ্যালেক্সি লিওনভ
১৬. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উত্তর : সাইবেরিয়া (ভারখয়ানস্ক)
১৭. ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে?
উত্তর : ১৪৭টি
১৮. পূর্বঘাট পর্বতের অপর নাম কি?
উত্তর : মলয়াদ্রি
১৯. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?
উত্তর : বুর্জ খলিফা
২০, ২০১১ সালের আদমসুমারী রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি?
উত্তর : ছত্তিশগড়
২১. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?
উত্তর :ভ্যাটিকান সিটি
২২. কোন শহরকে "নীরব শহর” বলা হয় ?
উত্তর :রোম
২৩. দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা – তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি ? - উত্তর : সময়
২৪. কসমিক ইয়ার (Cosmic Year) কি ?
উত্তর : যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে
২৫. গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?
উত্তর : এলাহাবাদ
২৬. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল "Ecology is7 Permanent Economy" ?
উত্তর : চিপকো আন্দোলন
২৭. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ? উত্তর : সম্বর হরিণ
২৮. ' আমন ব্রিজ 'কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
উওর - ভারত ও পাকিস্তান
২৯. পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?
উত্তর : বিহার উত্তরপ্রদেশ
৩০. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
উত্তর : হায়দ্রাবাদ
৩১. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি?
উত্তর :সেকস্ট্যান্ট যন্ত্র
৩২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? উত্তর : আলাস্কার হুবার্ড
৩৩. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?
উত্তর : নরওয়ের সেভলে ফিয়র্ড
৩৪. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?
উত্তর :কোর বা তাল
৩৫. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রে ক
৩৬. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর : মাউন্ট ব্ল্যাঙ্ক
৩৭. “চ্যালেঞ্জার খাত " কোথায় অবস্থিত?
উত্তর : প্রশান্ত মহাসাগরে
৩৮. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর : প্রশান্ত মহাসাগরে
৩৯. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? উত্তর : মরু অঞ্চলে
৪০. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি" কে কী বলে?
উত্তর : আরোরা বেরিয়ালিস
৪১. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উত্তর : যোহ গেরসোপ্পা
৪২. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর : কোন্ডা (১৬৮০ মিটার)
৪৩. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর : কলসুবাই(১৬৪৬ মিটার)
৪৪. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তর :মেঘালয়
৪৫. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? উত্তর : পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
৪৬. “কচ্ছ ” শব্দের অর্থ কী?
উত্তর : জলাময় দেশ
৪৭. "Sky River" নামে কোন নদী পরিচিত? উত্তর : ব্রহ্মপুত্র
৪৮. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : তাওয়াই
৪৯. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : কেরালায়
৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী? উত্তর : Kunchikal Falls
৫২. ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : হায়দ্রাবাদে।
৫৩. প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : হনুলুলুতে
৫৪. আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়?
উত্তর : ২রা ফেব্রুয়ারি
৫৫. “রামসার " চুক্তি কত সালে কার্যকর হয়? উত্তর : ১৯৭৫
৫৬. কার্বন মুক্ত দেশ কোনটি?
উত্তর : ভুটান
আশাকরি যে, WBCS Exam, Bank, Railway, SSC ইত্যাদি পরিক্ষার জন্য "Indian geography MCQ for competitive in bengali || ভারতের ভূগোল কুইজ ও প্রশ্ন উওর" এর First Part তোমাদের উপকারে আসবে।