|
একাদশ শ্রেণির ইতিহাস [বিভিন্ন মুদ্রার নামের তালিকা] |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় "ইতিহাস চেতনা" একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন যুগে বা রাজাদের আমলে ব্যবহৃত বিভিন্ন মুদ্রার নামের একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো।আজকের এই History Question Answer pdf টি একাদশ শ্রেণির ইতিহাস পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদির জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1- সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি ছিল?
উওর : পোতিন
2- চোল রাজাদের মুদ্রার নাম কি ছিল?
উওর : ক্যাশু।
3- পাল রাজাদের ব্যবহৃত রৌপ মুদ্রার নাম কি ছিল?
উওর : নারায়ণী।
4- সেন রাজারা কোন মুদ্রা ব্যবহার করতেন?
উওর : পুরান ও কর্পদক।
5- ঋক বৈদিক যুগের ব্যবহৃত স্বর্ণ মুদ্রার নাম কি ছিল?
উওর : নিস্ক ও মনা।
6- বৌদিক পরবর্তী যুগে ব্যবহৃত স্বর্ণ মুদ্রার নাম কী ছিল?
উওর : কৃষ্ণল।
7- গুপ্ত যুগে ব্যবহৃত রূপমুদ্রার নাম কি?
উওর : রূপক।
8- মৌর্য যুগে ব্যবহৃত তাম্র মুদ্রার নাম কি?
উওর : কাকণিক।
মুদ্রার নাম |
যুগ / রাজ বংশ / আমল |
পোতিন |
সাতবাহন |
ক্যাশু |
চোল |
পাল |
নারায়ণী |
দারিক |
মৌর্য |
পুরান |
সেন |
দিনার |
গুপ্ত |
নিস্ক |
ঋগবৈদিক যুগ |
মনা |
ঋগবৈদিক যুগ |
রুপক |
গুপ্ত |