একাদশ শ্রেণির ইতিহাস [ বিভিন্ন যুগের সময়ের তালিকা ] |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় "ইতিহাস চেতনা" একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসের বিভিন্ন যুগের তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই History Question Answer pdf টি একাদশ শ্রেণির ইতিহাস পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদির জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1- কবে কনস্ট্যান্টিনোপলের পতন ঘটেছিল?
উওর : ১৪৫৩ খ্রিষ্টাব্দে।
2- ভারতে কবে প্রাচীন যুগের সূচনা হয়েছিল?
উওর : প্রাগৈতিহাসিক যুগে (অর্থাৎ ২৬ লক্ষ বছর আগে থেকে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে )
3- ভারতে কবে মধ্যযুগের সূচনা হয়েছিল?
উওর : ১২০৬ খ্রিষ্টাব্দে।
3- ভারতে কবে আধুনিক যুগের সূচনা হয়েছিল?
উওর : ১৭০৭ খ্রিষ্টাব্দে।
4- প্রাচীন ইতিহাসের যুগকে কয় ভাগে ভাগ করা হয়?
উওর : তিনভাগে।
5- প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে?
উওর : যে সময়কালের ইতিহাসের কোনো লিখিত ইতিহাস বা বিবরণ পাওয়া যায় না, তাকে প্রাগৈতিহাসিক বলে।
6- প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে?
উওর : সাধারণভাবে প্রায় ঐতিহাসিক যুগ বলতে সে যুগকে বোঝায়, যে যুগে লিখন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে কিন্তু সে যুগের কোন লিখিত উপাদানের পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি, তাকে প্রায় ঐতিহাসিক যুগ বলে।
7- ঐতিহাসিক যুগ কাকে বলে?
উওর ; লিখন পদ্ধতির উদ্ভাবন এবং লিখিতউপাদানের বিবনের অস্তিত্বের যুগকে ঐতিহাসিক যুগ বলে।
ঘটনা | সময়কাল |
---|---|
প্রাগৈতিহাসিক যুগ | ২৬ লক্ষ বছর আগে থেকে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ পর্যন্ত |
প্রাচীন প্রস্তর যুগ | যিশুখ্রিস্টের জন্মের ২৬ লক্ষ বছর পূর্ব থেকে ১৫ হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত |
মধ্য প্রস্তর যুগ | খ্রিষ্টপূর্ব ১৫ হাজার অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ১০ হাজার অব্দ |
নব প্রস্তর যুগ | খ্রিষ্টপূর্ব ১০ হাজার অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ৮/৫ হাজার অব্দ |
তাম্র প্রস্তর যুগ | খ্রিষ্টপূর্ব ৮ হাজার অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ৩ হাজার অব্দ |
প্রায় ঐতিহাসিক যুগ | খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কিছু পূর্ববর্তী এবং কিছু পরবর্তী সময়কাল পর্যন্ত |
ঐতিহাসিক যুগ | মিশর ও মেসোপটেমিয়ার শুরু,খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ পর্যন্ত |
ভারতের প্রাচীন যুগ | প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত |
ভারতের আদি মধ্যযুগ | ৬৫০ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ |
ভারতের মধ্যে যুগ | ১২০৬ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত |
ভারতের আধুনিক যুগ | ১৭০০ খ্রিস্টাব্দে থেকে বর্তমান সময়কাল পর্যন্ত |
ইউরোপে প্রাচীন যুগ | প্রাগৈতিহাসিক যুগ থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত |
ইউরোপে মধ্যে যুগ | ৪৭৬-১৪৫৩ খ্রিষ্টাব্দ পযর্ন্ত |
ইউরো আধুনিক যুগ | ১৪৫৩ খ্রিস্টাব্দে থেকে বর্তমান সময়কাল পর্যন্ত |