বিষয় |
উদ্ভিদ হরমোন |
প্রাণী হরমোন |
উৎপত্তিস্থল |
উদ্ভিদ হরমোন প্রধানত উদ্ভিদের ভাজকলার কোশ থেকে উৎপন্ন হয়। |
প্রাণী হরমোন অন্তক্ষরা গ্রন্থির কোশ থেকে উৎপন্ন হয়। |
রাসায়নিক প্রকৃতি |
উদ্ভিধ হরমোন গুলি রাসায়নিক দিক থেকে আম্লিক এবং ক্ষারীয় প্রকৃত হয়। |
অপরদিকে প্রাণী হরমোন সব সময় ধর্মী প্রোটিনধর্মী এবং স্টেরয়েড এবং অ্যামাইনো জাতীয় হয়ে থাকে। |
পরিবহন পদ্ধতি |
উদ্ভিদ হরমোন গুলি উদ্ভিদের দেহের জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। |
প্রাণী হরমোন দেহের রক্ত এবং লসিকার মাধ্যমে সারাদেহে পৌঁছায়। |
প্রয়োগ |
উদ্ভিদ হরমোন গুলির ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি। |
উদ্ভিদ হরমোন গুলোর তুলনায় প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ অনেক কম। |