![]() |
WBBSE Madhyamik History MCQ Question Answer |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ইতিহাস (WBBSE Madhyamik
History MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 History MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20- 25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
TOP 20 + WBBSE Class 10 History MCQ || দশম শ্রেণীর ইতিহাস MCQ Question Answer
১। সঠিক উত্তরটি নির্বাচন করো
১.১) 'সোমপ্রকাশ' একটি –
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক
(গ) পাক্ষিক
(ঘ) মাসিক পত্রিকা
উওর : সাপ্তাহিক
১.২) নীলদর্পণ নাটকের ইংরাজী অনুবাদ প্রকাশ করেছিলেন -
(ক) কালী প্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসুদন দত্ত
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) রেভাঃ জেমস
উওর : মাইকেল মধুসুদন দত্ত
(১.৩) ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে-
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) ডাচরা
(ঘ) পোর্তুগীজরা
উওর : ইংরেজরা
(১.৪) কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল -
(ক) মেদিনীপুরে
(খ) ঝাড়গ্রামে
(গ) ছোটনাগপুরে
(ঘ) রাঁচি-তে
উওর : ছোটনাগপুরে
(১.৫) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন-
(ক) বিজয় কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) রামমোহন রায়
(ঘ) শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদের
উওর : শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদের
(১.৬) কেশবচন্দ্র সেন কে ব্রহ্মানন্দ উপাধি দেন?
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রামমোহন রায়
উওর : দেবেন্দ্রনাথ ঠাকুর
(১.৭) “ভারতমাতা' চিত্রটি আঁকেন -
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) নন্দলাল বসু
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উওর : অবনীন্দ্রনাথ ঠাকুর
(১.৮) 'গোরা' উপন্যাসটি লেখা হয়েছিল্য
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উওর : ১৯১০ খ্রিস্টাব্দে
(১.৯) ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উওর : ১৮৬৫ খ্রিস্টাব্দে
(১.১০) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে, কে ভারতের 'প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছেন?
(ক) রমেশচন্দ্র মজুমদার
(গ) বিনায়ক দামোদর সাভারকার
(গ) সুরেন্দ্রনাথ সেন
(ঘ) দাদাভাই নৌরজী
উওর : বিনায়ক দামোদর সাভারকার
(১.১১) জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন?
(ক) রাসবিহারী ঘোষ
(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) সতীশচন্দ্র বসু
(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উওর : রাসবিহারী ঘোষ
(১.১২) আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক -
(ক) বিদ্যাসাগর
(খ) রামমোহন রায়
(গ) মধুসুদন
(ঘ) ডিরোজিও
উওর : বিদ্যাসাগর
(১.১৩) 'হিন্দ স্বরাজ' বইটি লিখেছিলেন -
(ক) রাসবিহারী ঘোষ
(খ) অরবিন্দ ঘোষ
(গ) মহাত্মা গান্ধি
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উওর : মহাত্মা গান্ধি
(১.১৪) মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেফতারের সংখ্যা-
(ক) ২০ জন
(খ) ৩৩ জন
(গ) ৩২ জন
(ঘ) ৫০
উওর : ৩৩ জন
(১.১৫) সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম -
(ক) বেলাল ভলান্টিয়ার্স
(খ) অনুশীলন সমিতি
(গ) গদর পার্টি
(ঘ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
উওর : ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
(১১৬) সত্যশোষক সমাজ প্রতিষ্ঠা করেন-
(ক) জ্যোতিবা ফুলে
(খ) মহাত্মা গান্ধী
(গ) দয়ানন্দ সরস্বতী
(ঘ) আত্মারাম পান্ডুরঙ্গা
উওর : জ্যোতিবা ফুলে
(১.১৭) বাংলার গভর্নর স্ট্যানলী জ্যাকসনকে গুলি করেন-
(ক) কল্পনা দত্ত
(খ) বীনা দাস
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) সুনীতি চৌধুরী
উওর : বীনা দাস
(১.১৮) একাত্তরের ডায়েরি যে ধরনের গ্রন্থ,তা
হলো-
(ক) জীবন স্মৃতি
(খ) স্বৃতিকথা
(গ) আত্মজীবনী
(ঘ) পৌরাণিক
উওর : স্বৃতিকথা
(১.১৯) হায়দ্রাবাদ রাজাটি ভারতভুক্ত হয়-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উওর : ১৯৫০ খ্রিস্টাব্দে
(১.২০) একা আন্দোলনের নেতা কে ছিলেন?
(ক) মহাত্মা গান্ধী
(খ) মাদারি-পাশি
(গ) বল্লব ভাই প্যাটেল
(ঘ) জহরলাল নেহেরু
উওর : মাদারি-পাশি
আশাকরি যে, Madhyamik History Question Answer বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ইতিহাস বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Bengali MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 টি History MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।