দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান MCQ Question Answer |
আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 টি Physical Science MCQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটি প্রথম পর্ব। পরবর্তীকালে আমরা প্রতিদিনই তোমাদের সঙ্গে মাধ্যমিক বিভিন্ন অধ্যায়ের 20-25 টি করে MCQ & SAQ Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।।
WBBSE Class 10 Physical Science 20+ MCQ || দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান MCQ Question Answer
1.1. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো-
(a) স্ট্রাটোস্ফিয়ার
(b) আয়নোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
উওর : মেসোস্ফিয়ার
1.2. STP তে 11.2L একটি গ্যাসের ভর 22g। গ্যাসটির বাষ্পঘনত্ব হল -
(a) 44
(b) 22
(c) 1.1
(d) 11
উওর : 11
1.3. STP তে 2 মোল অক্সিজেনের আয়তন –
(a) 44.8L
(b) 22.4L
(c) 11.2L
(d) 44.8mL
উওর : 44.8L
1.5- একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব (আনুমানিক)-
(a) 100 cm
(b) 25 cm
(c) 7cm
(d) 14cm
উওর : 25 cm
1.6- ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি
কোণের মান হল –
(a) r-i
(b) i-r
(c) i-2r
(d) 2r-i
উওর : i-r
1.7. বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহমাত্রা হয় -
(a) দ্বিগুণ
(b) 4 গুণ
(c) ¼ গুন
(d) অর্ধেক
উওর : দ্বিগুণ
1.8. দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধ দুটি 100 ওহম এবং 200 ওহম। এদের ক্ষমতার অনুপাত হবে –
(a) 1:2
(b) 1:4
(c) 2:1
(d) 4:1
উওর : 2:1
1.9.ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে
(a) গ্লোবাল ওয়ার্মিং
(b) CFC
(c) UV-রশ্মি
(d) CH4
উওর : CFC
1.10. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি হল
(a) মূলবিন্দুগামী সরলরেখা।
(b) অক্ষের সমান্তরাল সরলরেখা
(c) উপবৃত্তাকার
(d) সম-পরাবৃত্তাকার
উওর : মূলবিন্দুগামী সরলরেখা
1.11. 12g কার্বনের সঙ্গে 32g অক্সিজেনের বিক্রিয়ার কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে?
(a) 1
(b) 2
(c) 0.5
(d) 44
উওর : 1 মোল
1.12. প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক
(a) নীল
(b) কমলা
(c) হলুদ
(d) বেগুনী
উওর : বেগুনী
1.14. উত্তল লেন্সের সামনে বস্তুকে f এবং 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব হয়—
(a) সদ বিবর্ধিত
(b) অবশীর্ষ, সমান
(c) অবশীর্ষ, ছোটো
(d) অসদ, বিবর্ধিত
উওর : অবশীর্ষ, ছোটো
1.7. বৈদ্যুতিক ডায়নামো কোনটির ভিত্তিতে কাজ করে -
(a) তড়িৎ প্রবাহের ওপর চুম্বক ক্রিয়া
(b) তড়িৎ চুম্বকীয় আবেশ
(c) চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া
(d) তড়িৎ প্রবাহের তাপীয় ফল
উওর : তড়িৎ চুম্বকীয় আবেশ
1.15. নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি?
(a) কুলম্ব-সেকেন্ড
(b) ভোল্ট-ওহম্
(c) ভোল্ট-ওহম্-¹
(d) ভোল্ট-¹ -ওহম-¹
উওর : কুলম্ব-সেকেন্ড
1.16. নীচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয় করে না?
(a) NO
(b) CFC
(c) N2O
(d) CO₂
উওর : CO₂
1.17- 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটি হল-
(a) PV=RT
(b) 2PV=RT
(c) PV=2RT
(d) PV=4RT
উওর : PV=2RT
1.18- একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 । 24 গ্রাম ঐ গ্যাসের NTP-তে আয়তন হবে—
(a) 6.72L
(b) 33.6L
(c) 22.4L
(d) 67.2L
উওর : 33.6L
1.19. দাড়ি কামানোর সময় ব্যবহৃত অবতল দর্পণ সাপেক্ষে মুখের অবস্থান -
(a) ফোকাসে
(b) মেরুতে
(c) ফোকাস ও মেরুর ভিতরে
(d) ফোকাস ও বক্রতাকেন্দ্রের ভিতরে
উওর ; ফোকাস ও বক্রতাকেন্দ্রের ভিতরে
1.20. A, B, C, D চারটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান যথাক্রমে 1.5,1.4, 2.5,1.3 । এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক?
(a) A
(b) B
(c) C
(d) D
উওর : D
1.21. কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক হবে-
(a) চারগুণ
(b) গুণ
(c) অর্ধেক
(d) অপরিবর্তিত
উওর : অপরিবর্তিত
1.22. সমান ওয়াটের আলো নিঃসারকগুলির মধ্যে সর্বাধিক শক্তি সাশ্রয়কারী হল-
(a) CFL
(b) ভাস্বর বাল্ব
(c) LED
(d) টিউব লাইট
উওর : LED
আশাকরি যে, দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান (WBBSE Madhyamik Physical Science MCQ Question Answer) বিভিন্ন অধ্যায়ের বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিভিন্ন অধ্যায়ের (WBBSE Class 10 Physical Science MCQ Question Answer) সবচেয়ে গুরুত্বপূর্ণ 22 টি Physical Science MCQ Question Answer তোমাদের কাজে লাগবে।।