মাধ্যমিক ভূগোল প্রশ্ন উওর 2023 || বায়ুমণ্ডল অধ্যায়ের গ্যাস সংক্রান্ত প্রশ্ন উত্তর

0

 

মাধ্যমিক ভূগোল প্রশ্ন উওর 2023 || বায়ুমণ্ডল অধ্যায়ের গ্যাস সংক্রান্ত প্রশ্ন উত্তর
মাধ্যমিক ভূগোল প্রশ্ন উওর 2023


1- বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে?
উওর : নাইট্রোজেন।


2- পৃথিবীতে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত অথবা পৃথিবীতে কত শতাংশ নাইট্রোজেন রয়েছে?
উওর : 78.084


3- পৃথিবীতে কত শতাংশ অক্সিজেন রয়েছে?
উওর : 20.946%


4- পৃথিবীতে Ar গ্যাসের পরিমাণ কত?
উওর : 0.943।


5- বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি?
উওর : আর্গন।


6- পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত অথবা পৃথিবীতে কত শতাংশ CO2 রয়েছে?
উওর : 0.033%


7- পৃথিবীতে কোন গ্যাস সবচেয়ে কম পরিমাণে রয়েছে? অথবা বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে কম?
উওর : হিলিয়াম।


8- হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তর : হাইড্রোজেন স্তর ।


9- বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তর : ম্যাগনেটোস্ফিয়ার।


10- বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস রয়েছে?
উওর : স্ট্র্যাটোস্ফিয়ার।


11- বায়ুমন্ডলে কত শতাংশ ওজন গ্যাস রয়েছে? অথবা বায়ুমন্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত?
উওর : 0.00006%।

Tags : মাধ্যমিক ভূগোল প্রশ্ন উওর 2023 | বায়ুমণ্ডল অধ্যায়ের গ্যাস সংক্রান্ত প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question Answer | Madhyamik Geography Question Answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top