ভারতীয় বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সংক্রান্ত প্রশ্ন উওর || Geography GK Question Answer For Competitive Exmas

0

  

ভারতীয় বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সংক্রান্ত প্রশ্ন উওর || Geography GK Question Answer For Competitive Exmas
ভারতীয় বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সংক্রান্ত প্রশ্ন উওর


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায়ের এবং মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার "ভারতের ভূপ্রকৃতি থেকে - ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা থেকে" থেকে যে Most Important 15 Geography GK Question Answer শেয়ার করবো।, আজকের পোস্টের Most Important Geography GK S.A.Q Question Answer গুলো শুধুমাত্র মাধ্যমিকের জন্য নয়। বরং সেই সঙ্গে আজকের এই আধুনিক ভারতের ভূগোল প্রশ্ন উওর গুলো Jobs Exam or Competitive Exam যেমন - WBCS Exam, Bank, Railway, SSC ইত্যাদি পরিক্ষার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।। 

ভারতীয় বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সংক্রান্ত প্রশ্ন উওর || Geography GK Question Answer For Competitive Exmas


1- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : মাউন্ট এভারেস্ট।


2- ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 

উত্তর : কিং অফ কারাকোদাম। (K2)


3- ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর : কাঞ্চনজঙ্ঘা।


4- ভারতের দক্ষিণতম পর্বত শৃঙ্গের নাম কি?

উওর : কার্ডামাম।


5- ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?

উওর : আরাব্ললী পর্বত।


6- দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : আনাই মুদি।


7- আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : গুরুশিখর।


8- নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : দোদাবোতা।


9- পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উওর : জিন্দাগারা


10- মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের তালিকার PDF File ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করো।এখানে👉 :  ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের পিডিএফ

উওর : অমরকন্টক।


11- কারাকোদাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : কিং অফ কারাকোদাম। (K2)


12- সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : ধূপগড়


13- হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : কাঞ্চনজঙ্ঘা


14- আনাই মালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : আনাইমুদি


15- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উওর : সান্দাকফু।


Tags : geography mcq questions for competitive exams | important questions of geography for competitive exams | Madhyamik Geography MCQ Question Answer | online geography mock test in bengali | ভারতের বিভিন্ন পর্বত শৃঙ্গের তালিকা PDF | ভারতের বিভিন্ন পর্বত শৃঙ্গের সংক্রান্ত প্রশ্ন উত্তর | ভারতের বিভিন্ন পর্বত শৃঙ্গের তালিকা pdf | মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর pdf | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর | class 10 geography question answer | wbbse class 10 geography question answer | Madhyamik geography question answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top