মাধ্যমিক ভূগোল [ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ] প্রশ্ন উওর 2023 || WBBSE Madhyamik Geography Question Answer 2023

0


মাধ্যমিক ভূগোল [ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ] প্রশ্ন উওর 2023 || WBBSE Madhyamik Geography Question Answer 2023

আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় বা মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় (WBBSE Class 10 Geography, or- Madhyamik Geography Question Answer) "বায়ুমন্ডল" থেকে বিভিন্ন স্তর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 টি  Geography S.A.Q Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো।

মাধ্যমিক ভূগোল [ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ] প্রশ্ন উওর 2023 || WBBSE Madhyamik Geography Question Answer 2023


1- বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
ans : স্ট্র্যাটোস্ফিয়ার।


2- বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয়?
ans : ট্রপোস্ফিয়ার।


3- বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত?
ans : 0.033%


4- বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত?
ans : 20.94%


5 -  বায়ুমন্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়?
Ans : ট্রপোস্ফিয়ার স্তরে।


6 - বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে?
ans : স্ট্রাটোস্ফিয়ার।


7 - বায়ুমন্ডলে সর্বশেষ স্তর কোনটি?
Ans : ম্যাগনেটোস্ফিয়ার।


8- বায়ুমন্ডলের কোন স্তরটি শান্ত মন্ডল নামে পরিচিত?
Ans : স্ট্রাটোস্ফিয়ার।


9 -  বায়ুমন্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?
Ans : মেসোস্ফিয়ার।


10 -  ওজোন গ্যাসের ঘনত্ব কে কোন এককে পরিমাপ করা হয়?
Ans : ডবসন এককে।


11 -  বায়ুমন্ডলের কোন দুটি স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে?
Ans : ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার।


13 - ভূপৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার কত?
Ans : 6.4°C।


14 - পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?
Ans :  কার্বন ডাই অক্সাইড।


15 -  প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?
Ans : ক্লোরোফ্লোরো কার্বন।


16 - কোন গ্রীন হাউস গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না?
Ans : কার্বন ডাই অক্সাইড।


17 - একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখ?
Ans : মিথেন।


18 -  বায়ুমন্ডলের কোন স্তরে সূর্যের অতিবেগুনী রশ্মি শোষিত হয়?
Ans : স্ট্রাটোস্ফিয়ার।


19-  বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীতে ফিরে আসে?
Ans : আয়োনোস্ফিয়ার।


20-  বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা তৈরি হয়?
Ans : আয়নোস্ফিয়ার।


21- স্প্রে বোতলে ব্যবহৃত কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংস করে?
ans  : CFC।


22- নিরক্ষীয় অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
Ans : 18 KM


23- মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
Ans : 8KM


24- বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস রয়েছে?

Ans : স্ট্যাটোস্ফিয়ার


25- কোন বিজ্ঞানী ওজোন গ্যাস আবিষ্কার করেছিলেন?
Ans : চার্লস ফ্রেবি এবং হেনরি বুশন।


26- কোন এককে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়?
Ans : ডবসন।


27- কোন বিজ্ঞানী ওজোন গ্যাসের সংকেত আবিষ্কার করেছিলেন?
Ans : সোরেট।


28- বায়ুমন্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়?
Ans : ওজোন স্তরকে।


29- আয়োনোস্ফিয়ার স্তরের অপর নাম কি?
ans : থার্মোস্ফিয়ার।
29- কোন অঞ্চলের ওজন গহ্বর তৈরি হয়েছে?
Ans : আন্টার্টিকা অঞ্চলে।


30- বায়ুমন্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত?
Ans : 0.00006%


31- বায়ুমণ্ডলের কোন দুটি স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে?
Ans : ট্রপোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার।


Tags : মাধ্যমিক ভূগোল প্রশ্ন উওর 2023 | বায়ুমণ্ডল অধ্যায়ের বিভিন্ন স্তর সংক্রান্ত প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question Answer | Madhyamik Geography Question Answer

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top