বর্ষায় সময় পেরিয়ে গেল এখনো পর্যন্ত কেন বৃষ্টি আসেনি? বৃষ্টি না থাকায় চাষাবাদে প্রচুর পরিমাণে ক্ষয় ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষয়ক্ষতির সমস্ত দায়টাউ হচ্ছেন ভগবান ইন্দ্রের। এমনটাই মনে করেন উত্তরপ্রদেশের গোন্দা জেলার বাসিন্দা সুমিত কুমার যাদব। বর্ষার সময় পেরিয়ে গেল এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি। ফলে তার চাষাবাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই ভগবান ইন্দের প্রতি তিনি অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে থানায় হাজির হন।
সুমিত কুমার যাদব বাবুর এমন সরলতা দেখে থানার উচ্চপদস্ত এক অফিসার, ভগবান ইন্দ্রের বিরুদ্ধে যাদব বাবুর করা সমস্ত অভিযোগ ছিল তিনি গ্রহণ করেন। এবং তা তিনি পাঠিয়ে দেন তার উপর মহলে। থানা সেই অফিসার মূলত সুমিত কুমার বাবুর সরলতা দেখেই তাকে সান্তনা দেওয়ার জন্য এমন কাজটি করেছেন। যদিও এটা একটি হাস্যকর ঘটনা বলে মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও কোনো মজার বিষয় নয়। কারণ বর্তমানে বৃষ্টির অভাবে শুধুমাত্র উত্তর প্রদেশ নয়,সেইসঙ্গে বিভিন্ন জায়গাতেই চাষের বা কৃষকদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে।
ইতিমধ্যে দেখা গেছে কানপুরের দেহাত নামক একটি জায়গায়, বৃষ্টি হচ্ছে না বলে সেখানকার মহিলারা প্রাচীন এক নিয়ম বা প্রথা অনুসরণ করে সেখানে বৃষ্টি আনার চেষ্টায় আছেন। কিন্তু এতে কী আর সত্যিই কোনো ফল হবে? আদতেও কী চাষিদের কথা ওপর ওয়ালা শুনবেন? প্রশ্ন থেকেই যায়।।