ভারতের ষোড়শ মহাজনপদের নাম,রাজধানী এবং অবস্থানের তালিকা || History GK Question Answer For Class 11 & CA

0

 

ভারতের ষোড়শ মহাজনপদের নাম,রাজধানী এবং অবস্থানের তালিকা || History GK Question Answer For Class 11 & CA
ভারতের ষোড়শ মহাজনপদের নাম,রাজধানী এবং অবস্থানের তালিকা


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় 'রাজনৈতিক বিবর্তন : শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা' ভারতের মহাজনপদ কী? ভারতের ষোড়শ মহাজনপদগুলির নাম, ষোড়শ মহাজনপদগুলির রাজধানী এবং ষোড়শ মহাজনপদ গুলির অবস্থান সম্পর্কে একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভারতের ষোড়শ মহাজনপদের নাম, রাজধানী এবং অবস্থান সম্পর্কের এই তালিকাটি একাদশ শ্রেণির ইতিহাস পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদির জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


প্রশ্নঃ মহাজনপদ কাকে বলে? 

উওরঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে সুনির্দিষ্ট সন-তারিখসহ ভারতের ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা খুবই দুঃসাধ্য। তবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মোটামুটি স্পষ্টভাবে উত্তর ভারতের ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা যায়। এজন্য ইতিহাসবিদ ড. এ. এল. বাসাম মন্তব্য করেছেন যে, এই সময় থেকে “ভারতের ইতিহাস তার অতীত অনিশ্চয়তা কাটিয়ে নতুন আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে।” যাই হোক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে ভারতে উপজাতিগোষ্ঠীভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের অস্তিত্ব ছিল। এই জনপদগুলি নিজেদের মধ্যে সর্বদা সংঘর্ষে লিপ্ত থেকে একে অন্যের ভূখণ্ড দখল করত। এভাবে বিভিন্ন সময়ে দুই বা ততোধিক জনপদ সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত বৃহদায়তন রাজ্যের উত্থান ঘটে। জনপদ অপেক্ষা বৃহৎ এই রাজ্যগুলি ‘মহাজনপদ' নামে পরিচিত। ‘মহা' অর্থে বৃহৎ এবং ‘জনপদ' অর্থে কোনো ভূখণ্ডে কোনো ‘কৌম' বা উপজাতিগোষ্ঠীর পদার্পণ বোঝায়।

এই অর্থে মহাজনপদ হল প্রাচীন ভারতের বৃহৎ রাজ্য বা রাষ্ট্র’। প্রাচীনকালে ভারতের 16 টি মহাজনপদের কথা উল্লেখ পাওয়া যায়। এগুলোকে একত্রে ভারতের ষোড়শ মহাজনপদ বলা হতো। দক্ষিণ ভারতের গোদাবরী থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত ভারতের ষোড়শ মহাজনপদ গুলি ছিল। ভারতের এই ষোড়শ মহাজনপদ গুলি ছিল - কাশী,কৌশল,অঙ্গ, মগধ, অবন্তি, বৎস, বৃজি, বল্ল,কুরু,পাঞ্চাল, মৎস্য, শুরসেন, অস্মক, গান্ধার এবং কম্বোজ।

 
মহাজন পদের নাম রাজধানী অবস্থান
কাশী বারাণসী উওরপ্রদেশের কাশী
কোশল শ্রাবন্তী বতর্মান অযোধ্যা
অঙ্গ চম্পা দক্ষিন বিহারের পূর্বাংশ
মগধ বারাণসী গয়া ও পাটনায়
অবন্তী মহিস্মতী বতর্মান মালব ও মধ্যপ্রদেশ
বৎস কৌশাম্বী বতর্মান এলাহাবাদ
বৃজি বৈশালী বতর্মান বিহার বা বৈশালীতে
মল্ল কুশীনগর গোরক্ষপুর জেলা
কুরু ইন্দ্রপ্রস্থ বর্তমান দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে
পাঞ্চাল উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। বর্তমান রোহিলখণ্ড
চেদি শকুতিমতী অবস্থান ছিল বর্তমান বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।
শূরসেন মথুরা এর অবস্থান ছিল যমুনা নদীর তীরে মথুরা অঞ্চলে।
মৎস্য বিরাটনগর বর্তমান রাজস্থানের জয়পুরে।
অস্মক পোটালি বা পোটান। দক্ষিণ ভারতের বর্তমান গোদাবরীর উপত্যকা অঞ্চলে বা পাটলিতে।
গান্ধার তক্ষশিলা এর অবস্থান ছিল বর্তমান রাওয়ালপিন্ডি বা তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকায়।
কম্বোজ রাজপুর। এর অবস্থান ছিল বর্তমান দক্ষিণ-পশ্চিম কাশ্মীরে।

Tags : একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 11 history question answer | history mcq questions for competitive exams | important questions of history for competitive exams | ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর | ইতিহাস MCQ For Competitive Exam | online history mock test in bengali | history related questions for competitive exams | modern history mcq for competitive exam | top history questions for competitive exams  history gk for competitive exam | history mock test in bengali | modern history questions for competitive exams | history important questions for competitive exams | ancient history questions for competitive exams | history mcq for competitive exam | history questions for competitive exams 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top