![]() |
মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত প্রশ্নোত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় 'রাজনৈতিক বিবর্তন : শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা' থেকে মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত 25 + History GK Question Answer তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভারতের প্রাচীন একটি সাম্রাজ্য অর্থাৎ মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত একাধিক প্রশ্ন বিভিন্ন চাকরির পরিক্ষায় এসে থাকে। তাই আজকের এই History Question Answer গুলো একাদশ শ্রেণির ইতিহাস পরিক্ষা সহ বিভিন্ন চাকরির পরিক্ষার যেমন - WBCS Exam, Bank, Rail,SSC ইত্যাদির জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
25+ মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত প্রশ্নোত্তর || History GK Question Answer For Class 11 & C.E
1- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্য
2- চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে।
3- কবে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল? বা চন্দ্রগুপ্ত মৌর্য কবে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : আনুমানিক ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে।
4- চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে কে মৌর্য বংশের সিংহাসনে বসেছিলেন?
উওর : বিন্দুসার।
5- মৌর্য বংশে চন্দ্রগুপ্ত মৌর্যের পর দ্বিতীয় শাসক কে ছিলেন?
উওর : বিন্দুসার।
মৌর্য সাম্রাজ্য সংক্রান্ত এই ২৬ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের PDF File টি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ভিজিট করুন
এখানে👉 : মৌর্য সাম্রাজ্যের প্রশ্নোত্তরের পিডিএফ
6- মৌর্য বংশের তৃতীয় শাসক কে?
উওর : সম্রাট অশোক
7- সম্রাট অশোকের পিতার নাম কি?
উওর : বিন্দুসার।
8- সম্রাট অশোক কবে মৌর্য বংশের সিংহাসনে বসেছিলেন?
উওর : ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে।
9- চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায় মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : কৌটিল্যের সহায়তায়।
10- কৌটিল্যের অপর নাম কি?
উওর : বিষ্ণু গুপ্ত।
11- মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল?
উওর : মঘধে।
12- চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উওর : বিষ্ণু গুপ্ত, কৌটিল্য বা চাণক্য।
13- কাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্য কে।
14- কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?
উওর : ২৬১ থেকে ২৬০ খ্রিস্টপূর্বাব্দে।
15- কোন মৌর্য সম্রাট কলিঙ্গ যুদ্ধ করেছিলেন?
উওর : সম্রাট অশোক
16- তৃতীয় আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন?
উওর : আনুমানিক ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে।
17- তৃতীয় আলেকজান্ডারের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল?
উওর : মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
18- মেগাস্থিনিস কে ছিলেন?
উওর : মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের পাঠানো এক গ্রিক দুত।
19- মেগাস্থিনিস কবে ভারতে এসেছিলেন?
উওর : ৩০৪ খ্রিস্টপূর্বাব্দে।
20- ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? অথবা মেগাস্থিনিস ভারত সম্পর্কে কোন গ্রন্থ রচনা করেছিলেন?
উওর : ইন্ডিকা।
21- চন্দ্রগুপ্ত মৌর্য কাকে ৫০০ হাতি উপহার দিয়েছিলেন?
উওর : গ্রীক সেনাপতি সেলুকাসকে।
22- হেলেন কে ছিলেন?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্যের কন্যা।
23- মৌর্য বংশের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন?
উওর : সম্রাট অশোক।
22- সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন?
উওর : কলিঙ্গ যুদ্ধের পর।
23- কবে এবং কাদের মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল?
উওর : আনুমানিক ২৬১ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ এবং মৌর্য বংশের মধ্যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল।
24- মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন?
উওর : বৃহদ্রথ।
25- বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন?
উওর : বৃহদ্রথের প্রধানমন্ত্রী পষ্যুমিত্র
26- কবে মৌর্য বংশের পতন ঘটেছিল?
উওর : ১৮৭ খ্রিস্টপূর্বাব্দে বা মতান্তরে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে।
Tags : একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | wb class 11 history question answer | history mcq questions for competitive exams | important questions of history for competitive exams | ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর | ইতিহাস MCQ For Competitive Exam | online history mock test in bengali | history related questions for competitive exams | modern history mcq for competitive exam | top history questions for competitive exams history gk for competitive exam | history mock test in bengali | modern history questions for competitive exams | history important questions for competitive exams | ancient history questions for competitive exams | history mcq for competitive exam | history questions for competitive exams