30+ history questions for competitive exams |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের Job Exams or Competitive Exams যেমন - WBCS Exam, Bank, Railway,SSC ইত্যাদি পরিক্ষার জন্য, Modern Age History Of India (আধুনিক ভারতের ইতিহাস) থেকে বিভিন্ন সময় প্রতিষ্ঠিত বিভিন্ন সভা সমিতি অথবা রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ বা SAQ Question Answer "ভারতীয় সভাসমিতি, রাজনৈতিক দলের তালিকা MCQ || 30+ history questions for competitive exams" (history gk mock test in bengali) তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ভারতীয় সভাসমিতি, রাজনৈতিক দলের তালিকা, MCQ || 30+ history questions for competitive exams
1- আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উওর : রাজা রামমোহন রায়। ( 1815 খ্রিষ্টাব্দে )
2- ব্রাহ্মসভা কবে প্রতিষ্ঠা করা হয়?
উওর : 1828 খ্রিষ্টাব্দে।
3- ব্রাহ্মসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
উওর : 1830 খ্রিষ্টাব্দে।
4- ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উওর : রাজা রামমোহন রায়।
5- নব্যবঙ্গ গোষ্ঠী অথবা ইয়ংবেঙ্গল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে?
উওর : হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
6- একাডেমিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?
উওর : 1827 খ্রিষ্টাব্দে ( নব্যবঙ্গ গোষ্ঠী অথবা ইয়ংবেঙ্গল গোষ্ঠীর দ্বারা )
7- বামাবোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উওর : 1863 খ্রিষ্টাব্দে। ( উমেশ চন্দ্র দত্তের উদ্যোগে )
8- রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উওর :
1897 খ্রিষ্টাব্দে।
9- কে রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন?
উওর : স্বামী বিবেকানন্দ।
10- ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
উওর : বঙ্গভাষা প্রকাশিকা সভা।
11- বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে তৈরি হয়েছিল?
উওর : 1836 খ্রিষ্টাব্দে।
12- জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর : 1838 খ্রিষ্টাব্দে।
13- জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উওর : রাজা রাধাকান্ত দেব।
14- হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর : ১৮৬৭ খ্রিস্টাব্দে।
15- কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন?
উওর : নবগোপাল মিত্র।
16- হিন্দু মেলার অপর নাম কি?
উওর : চৈত্র মেলা।
17- হিন্দু মেলার প্রথম সম্পাদক ও সহসম্পাদক কে ছিলেন?
উওর : জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম সম্পাদক এবং সহ-সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র।
18- ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর : ১৮৭৬ খ্রিস্টাব্দে।
19- কাকে ভারত সভার প্রাণপুরুষ বলা হত?
উওর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
20- ভারত সভার প্রধান উদ্দেশ্য কী ছিল?
উওর : ভারতবাসীর মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে ভারতবাসীর স্বার্থ রক্ষা করা।
21- বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠা করা হয়?
উওর : ১৮৪৩ খ্রিস্টাব্দে (কলকাতায় দ্বারকানাথ ঠাকুর ছিলেন প্রতিষ্ঠাতা)
22- ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
উওর : উইলিয়াম অ্যাডাম, ১৮৩৯ খ্রিষ্টাব্দে।
23- মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কে,কবে প্রতিষ্ঠা করেন?
উওর : দেবেন্দ্রনাথ ঠাকুর, ১৮২৫ খ্রিষ্টাব্দে।
24- পুনা সার্বজনীন সভা এবং কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর- মহাদেব গোবিন্দ,১৮৬৭ খ্রিস্টাব্দে।
25- ইন্ডিয়ান লিগ কে, কবে প্রতিষ্ঠা করেন?
উওর : শিশির কুমার ঘোষ, ১৮৭৫ খ্রিস্টাব্দে।
26- প্রার্থনা সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
উওর : আত্মারাম পান্ডুরঙ্গ,১৮৬৭ খ্রিস্টাব্দে।
27- কে এবং কবে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন?
উওর : মহাদেব গোবিন্দে,১৮৬১ খ্রিস্টাব্দে।
28- দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি কে,কবে প্রতিষ্ঠা করেন?
উওর : মহাদেব গোবিন্দ রানাডে,১৮৮০ খ্রিস্টাব্দে।
29- থিওসফিক্যাল সোসাইটি কবে এবং কোথায় প্রতিষ্ঠা করা হয়?
উওর : ১৮৭৫ খ্রিস্টাব্দে,আমেরিকায় (ব্লাভাটস্কি এবং এইচ.এস.ওলকট ছিলেন এর প্রতিষ্ঠাতা)
30- গুরুকুল আশ্রম এর প্রতিষ্ঠাতা কে?
উওর : স্বামী শ্রদ্ধানন্দ।
31- কে এবং কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন?
উওর; জ্যোতিবা ফুলে,১৮৭৩ খ্রিস্টাব্দে।
Tags : history mcq questions for competitive exams | important questions of history for competitive exams | ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর | ইতিহাস MCQ For Competitive Exam | আধুনিক ভারতের ইতিহাস MCQ | ভারতের সভার সমিতির তালিকা ভারতীয় সভা সমিতির পিডিএফ | ভারতের সভা সমিতি এবং রাজনৈতিক দলের তালিকা | online history mock test in bengali | history related questions for competitive exams | modern history mcq for competitive exam | top history questions for competitive exams | history gk for competitive exam | history mock test in bengali | modern history questions for competitive exams | history important questions for competitive exams | ancient history questions for competitive exams | history mcq for competitive exam | history questions for competitive exams