আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের Job Exams or Competitive Exams যেমন - WBCS Exam, Bank, ইত্যাদি পরিক্ষার জন্য, Ancient History Of India ( প্রাচীন ভারতের ইতিহাস ), middle age history of india ( মধ্যে যুগীয় ভারতের ইতিহাস ) And Modern Age History Of India ( আধুনিক ভারতের ইতিহাস ) থেকে কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ Question Answer (100+ History Gk Question Answer For Competitive Exam In Bengali || চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023),(history gk mock test in bengali) তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা ইতিহাস মকটেস্ট কমপিটিটিভ এক্সাম এর জন্য (history gk test or mcq test for competitive exam) প্রতিদিন পেতে চাও, তারা আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারো।
100+ History Gk Question Answer For Competitive Exam In Bengali || চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023
First Part এর 56 টি প্রশ্ন উওর দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন👇👇
55+ History Gk Question Answer For Competitive Exam In Bengali || চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023
৫৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত ছিল ?
উত্তর : গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
৫৮. ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল?
উত্তর : ১৭৮৪ সালে
৫৯. বৃহৎকথা কে লিখেছিলেন?
উত্তর : গুণাঢ্য লিখেছিলেন।
৬০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: উইলিয়াম জোন্স
৬১. সগৌলির সন্ধি হয় কত সালে?
উত্তর : ১৮১৬ সালে
৬২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর : চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
৬৩. বন্দীজীবন গ্রন্থটি কে লিখেছিলেন?
উত্তর : শচীন সান্যাল
৬৪. হিন্দু মেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : ১৮৬৭ সালে
৬৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?
উত্তর : ফাঁড়কে
৬৬. বন্দেমাতরাম কি?
উত্তর : একটি ইংরেজী দৈনিক
৬৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে ছিলেন?
উত্তর : শচীন্দ্রকুমার বসু
৬৮. কত সালে ভারতে ইলবার্ট বিল আন্দোলন হয়?
উত্তর : ১৮৮৩ সালে
৬৯.ইস্ট ইন্ডিয়া সোসাইটি কবে তৈরি হয়েছিল?
উত্তর : ১৮৬৬ সালে
৭০. কে অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর : শিশির কুমার ঘোষ
৭১. পরিব্রাজক গ্রন্থটিত রচয়িতা কে?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৭২.কোল বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর : ১৮৩১ সালে
৭৩. খিলাফত আন্দোলন কবে হয়েছিল?
উত্তর: ১৯২০ সালে
৭৪. মোঃ মহসিন বা দুদুমিয়া কে ছিলেন?
উত্তর : ফরাজি আন্দোলনের নেতা
৭৫. কবে বিজ্ঞান পরিষদ তৈরি হয় ?
উত্তর: ১৮৬৪ সালে
৭৬.ভারতে শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর : দয়ানন্দ সরস্বতী
৭৭. ব্রাহ্মসমাহে কে ব্রহ্মানন্দ উপাধি কে পেয়েছিলেন?
উত্তর : কেশব চন্দ্র সেন
৭৮ .ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : কেশব চন্দ্র সেন
৭৯ .বিশ্বন্তর কার নাম ছিল?
উত্তর : নিমাইয়ের
৮০. শ্রী চৈতন্য প্রবর্তন করেছিলেন?
উত্তর : বৈষ্ণব
৮১.চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি ছিল? উত্তর: ব্রহ্মচর্য
৮২. কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? উত্তর : পোদ্দনকে
৮৩. নিকোলো কন্টি কার আমলে ভারতে এসেছিলেন?
উত্তর: প্রথম দেবে রায়ের আমলে
৮৪. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তর : ফিরোজ শাহ
৮৫. কবে ফোর্ট উইলিয়াম স্থাপিত হয়েছিল?
উত্তর : ১৮০০ সালে
৮৬. কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল?
উত্তর : ১৮৩৫ সালে
৮৭. উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে? উত্তর : ১৮৫৪ সালে
৮৮.কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে?
উত্তর : বেন্টিঙ্কের আমলে
৮৯. কবে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়েছিল? উত্তর : ১৭৮১ সালে
৯০. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস
৯১. ভারতে পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে?
উত্তর : লর্ড কর্নওয়ালিস
৯২. ভার্সাই সন্ধি কত সালে হয়?
উত্তর : ১৭৮৩ সালে
৯৩. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে?
উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে
৯৪. ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়?
উত্তর : ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
৯৫. তৃতীয় মহীশুরের যুদ্ধ হয় কাদের মধ্যে?
উত্তর : টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে
৯৬. ভারতে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল?
উত্তর: ১৭৯৩ সালে
৯৭. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে?
উত্তর : লর্ড হেস্টিংস এর আমলে
৯৮. পুরন্দরের চুক্তি হয় কত সালে?
উত্তর: ১৭৭৬ সালে
৯৯. পুরন্দরের চুক্তি কাদের মধ্যে সাক্ষরিত হয়েছিল ?
উত্তর : ইংরেজ ও মারাঠাদের মধ্যে
১০০. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে?
উত্তর: ১৭৭০ সালে
১০১ দাক্ষিণাত্যের ক্ষত কার আমলে হয়েছিল ?
উত্তর: সম্রাট ঔরঙ্গজেবের আমলে
১০২. রঙ্গিলা খান কে কি বলা হয়?
উত্তর : দ্বিতীয় আকবর
১০৩. পুষ্যভৃতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: থানেশ্বরে
১০৪. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন?
উত্তর: ধর্মপাল ও দেবপাল
১০৫ : পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর : অপরাজিত বর্মন
১০৬. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে?
উত্তর: ৭১২ সালে
১০৭. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
উত্তর : তুর্কিরা
১০৮.তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর : ১১৯১ সালে
১০৯. মিতাক্ষরা আইন কে রচনা করেছিলেন?
উত্তর: বিজ্ঞানেশ্বর
১১০. অদ্ভুত সাগর কে রচনা করেন?
উত্তর: বল্লাল সেন
১১১. ধীমান কে?
উত্তর: পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী
১১২.গঙ্গোইকোণ্ড উপাধি কে গ্রহণ করেন?
উত্তর : প্রথম রাজেন্দ্র চোল
১১৩ তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? উত্তর: ১১৯২ সালে
১১৪.মলেমিন্টো সংস্কার হয় কত সালে?
উত্তর : ১৯০৯ সালে
১১৫ নাগানন্দ কে রচনা করেন?
উত্তর: হর্ষবর্ধন
১১৬.মালবিকাগ্নিমিত্রম কে লেখেন?
উত্তর: কালিদাস
১১৭. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে
১১৮. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর : তৃতীয় গোবিন্দ
১১৯. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
উত্তর : জাহাঙ্গীর
১২০. মিলিন্দপহ কে লেখেন?
উত্তর: নাগসেন
১২১. ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে?
উত্তর: কুষাণরা
১২২. বজ্রসূচী কে রচনা করেন?
উত্তর : অশ্বঘোষ
১২৩.মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? উত্তর: প্রথম কুমার গুপ্ত
১২৪.ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?
উত্তর : ১৫ বছর
১২৫. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উত্তর: কালিদাস
১২৬. কুমারসম্ভব কে লেখেন?
উত্তর: কালিদাস
১২৭ গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়?
উত্তর : গুপ্ত যুগে
১২৮. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি?
উত্তর : রাষ্ট্রকূট
(১২৯. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন?
উত্তর : রাজরাজ
১৩০. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন?
উত্তর : অনন্ত বর্মন
১৩১.কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উত্তর : প্রথম নরসিংহ বৰ্মন
১৩২. ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট?
উত্তর : রাষ্ট্রকূট
১৩৩ অদ্বৈতবাদের প্রবক্তা কে?
উত্তর: শংকরাচার্য
১৩৪. কিরাতার্জুনীয়ম কে রচনা করেন?
উত্তর : ভারবি
১৩৫. সিংহবিষ্ণুর সভাকবি কে ছিলেন?
উত্তর : ভারবি
১৩৬.প্রজ্ঞাপারমিতা কে রচনা করেন?
উত্তর : অতীশ দীপঙ্কর
১৩৭ শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল?
উত্তর: আদিনাথ চন্দ্ৰগৰ্ভ
১৩৮. আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার?
উত্তর : বিষ্ণু
১৩৯. জাভার বরবুদুর এর স্তুপ রাজাদের সৃষ্টি?
উত্তর : শৈলেন্দ্র রাজাদের
১৪০ : রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর: দন্তিদুর্গ
১৪১.লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: বহুলুল লোদী
১৪২. মহামল্ল উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: প্রথম নরসিংহ বর্মন
১৪৩ কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় তৈলপ
১৪৪, নিষ্ক ও মনা কোন যুগের মুদ্রা?
উত্তর : বৈদিক
১৪৫ .বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল?
উত্তর : ঘোড়া
১৪৬.অকালি আন্দোলন কোথায় হয়েছিল?
উত্তর : পাঞ্জাব
১৪৭ তাহাকিব-অল-অখলক কে রচনা করেন?
উত্তর: সৈয়দ আহমেদ
১৪৮ 'বেঙ্গল হরকরা' প্রকাশিত হয় কবে?
উত্তর : ১৭৯৮ সালে
১৪৯. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : শিশির কুমার ঘোষ
১৫০. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ
১৫১. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর: দেবপাল
১৫২.সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: বিজয় সেন
১৫৩.বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : বল্লাল সেন
১৫৪. দানসাগর ও অদ্ভূত সাগর কে রচনা করেন?
১৫৫ .সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: বল্লাল সেন
১৫৬. গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে?
উত্তর: জয়দেব
১৫৭.'পবন দূত' এর রচয়িতা কে?
উত্তর : ধোয়ী
১৫৮. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় পুলকেশী
১৫৯. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় কীর্তিবর্মন
১৬০. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : দন্তীদুর্গ
আশাকরি যে, Ancient History Of India ( প্রাচীন ভারতের ইতিহাস ), middle age history of india ( মধ্যে যুগীয় ভারতের ইতিহাস ) And Modern Age History Of India ( আধুনিক ভারতের ইতিহাস ) থেকে শেয়ার করা MCQ Question Answer (100+ History Gk Question Answer For Competitive Exam In Bengali || চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023),(history gk mock test in bengali) গুলো তোমাদের কাজে আসবে।