চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023 |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের Job Exams or Competitive Exams যেমন - WBCS Exam, Bank, Rail, ইত্যাদি পরিক্ষার জন্য, Ancient History Of India ( প্রাচীন ভারতের ইতিহাস ), middle age history of india ( মধ্যে যুগীয় ভারতের ইতিহাস ) And Modern Age History Of India ( আধুনিক ভারতের ইতিহাস ) থেকে কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ Question Answer ( 50+ History Gk MCQ For Competitive Exam In Bengali || চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023),(history gk mock test in bengali) তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা ইতিহাস মকটেস্ট কমপিটিটিভ এক্সাম এর জন্য (history gk test or mcq test for competitive exam) প্রতিদিন পেতে চাও, তারা আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারো।
50+ History Gk MCQ For Competitive Exam In Bengali || চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023
১. পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় ?
উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে
২. খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় ?
উত্তর : ১৫২৭ খ্রিস্টাব্দে
৩. কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মোগল শাসনে ছেদ পড়ে ?
উত্তর: বিল্বগ্রামের যুদ্ধের ফলে
৪. কে 'সড়ক-ই-আজম' (গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড) নির্মাণ করেন ?
উত্তর : শেরশাহ
৫. ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি ?
উত্তর : পাট্টা ও কবুলিয়ত
৬. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল ? উত্তর : ১৫৫৬ খ্রিস্টাব্দে
৭. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর : ১৫৭৬ খ্রিস্টাব্দে
৮. আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন ?
উত্তর: আকবর
৯. 'মনসবদারী প্রথা' কর প্রবর্তন করেন ?
উত্তর : আকবর
১০. সম্রাট জাহাঙ্গীর কোন শিখগুরুর প্রাণদণ্ড দেন ?
উত্তর : গুরু অর্জুন সিংহ
১১. মুসলমানেরা কাকে জিন্দাপীর বলত ?
উত্তর: ঔরঙ্গজেবকে
১২. ঔরঙ্গজেব কাকে 'পার্বত্য মুষিক' বলে অভিহিত করেন?
উত্তর: শিবাজিকে
১৩. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তর: জয়নাল আবেদিনকে
১৪. মোঘলযুগে তাম্রমুদ্রার নাম কি ছিল ? উত্তর : দাম
১৫. কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন ?
উত্তর: জব চার্নক
১৬. কে ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন ?
উত্তর : বাদাউনী
১৭. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তর : মুর্শিদকুলি খাঁ
১৮. অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি কে তৈরী করেন ?
উত্তর : গুরু রামদাস
২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লালা হরদয়াল
২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?
উত্তর : ১৯২৮ সালে
২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়?
উত্তর : মাতঙ্গিনী হাজরা
২৪. ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?
উত্তর : গান্ধীজি
২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্টব্যাটেন
২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়?
উত্তর: ১৯৪৬ সালে
২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: অজাতশত্রু
২৮. হর্ষন্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিম্বিসার
২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?
উত্তর : সুভাষচন্দ্র বসু
৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?
উত্তর : ১৯৩১ সালে
৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: ধর্মপাল
৩২. প্রিয়দর্শীকা কে লিখেন?
উত্তর : হর্ষবর্ধন
৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? উত্তর: হর্ষবর্ধন
৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন?
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্তের
৩৫. মেঘদুত এর রচয়িতা কে?
উত্তর : কালিদাস
৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর: প্রথম নরসিংহ বর্মন
৩৭. গুপ্তাব্দের প্রচলন করে হয়?
উত্তর : ৩২০ সালে
৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন?
উত্তর: অশ্বঘোষ
৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : শিমুক
৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৪১. শকাব্দ কে প্রচলন করেন?
উত্তর : কনিষ্ক
৪২. গান্ধার শিল্প কোন যুগের?
উত্তর : কুষাণ যুগের
৪৩. পুনা চুক্তি হয় কত সালে?
উত্তর : ১৯৩২ সালে
৪৪. মাস্টারদা নামে কে পরিচিত?
উত্তর : সূর্য সেন
৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
উত্তর : যতীন দাস
৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?
উত্তর : দিল্লি চুক্তি
৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
উত্তর: রামপ্রসাদ বিসমিল
৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
উত্তর : ১৯৩০ সালে
৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
উত্তর: ১৯১৭ সালে
৫০. রাওলাট আইন পাস হয় কত সালে?
উত্তর: ১৯১৯ সালে
৫১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?
উত্তর: ১৯১৮ সালে
৫২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উত্তর : দক্ষিণ আফ্রিকার নাটালে
৫৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উত্তর: চম্পারনে
৫৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৫৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?
উত্তর : ১৮৭৫ সালে
৫৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
উত্তর : ফারুকশিয়ার
আশাকরি যে, Ancient History Of India ( প্রাচীন ভারতের ইতিহাস ), middle age history of india ( মধ্যে যুগীয় ভারতের ইতিহাস ) And Modern Age History Of India ( আধুনিক ভারতের ইতিহাস ) থেকে শেয়ার করা MCQ Question Answer ( 50+ History Gk MCQ For Competitive Exam In Bengali || চাকরির পরিক্ষার ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023),(history gk mock test in bengali) গুলো তোমাদের কাজে আসবে।