আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের Job Exams or Competitive Exams যেমন - WBCS Exam, Bank, Rail, SSC ইত্যাদি পরিক্ষার জন্য, Modern indian History Of India (আধুনিক ভারতের ইতিহাস) থেকে 1857 খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহে (sepoy mutiny of 1857) থেকে বেশ কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ Question Answer "মহাবিদ্রোহের 25+ History MCQ For Competitive Exams || সিপাহি বিদ্রোহের ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023" (history gk mock test in bengali) তোমাদের সঙ্গে শেয়ার করবো।
মহাবিদ্রোহের 25+ History MCQ For Competitive Exams || সিপাহি বিদ্রোহের ইতিহাস কুইজ ও প্রশ্ন উওর 2023
1- ভারতে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল?
উওর : 1857 খ্রিষ্টাব্দে
2- সিপাহী বিদ্রোহের অপর নাম কি?
উওর - মহাবিদ্রোহ
3- সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উওর : মঙ্গল পান্ডে
4- সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল?
উওর : ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি ব্যারাকপুরে।
5- মঙ্গল পান্ডে কোথাকার সেনা ছিলেন?
উওর : মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসের 11 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহী ছিলেন।
6- সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে?
উওর : বিনায়ক দামোদর সাভারকার।
7- Eighteen Fifty Seven গ্রন্থটির লেখক কে?
উওর : ডঃ সুরেন্দ্রনাথ সেন।
8- অযোধ্যায় সিপাহী বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন?
উওর : হজরত মহল।
9- তাঁতিয়া তোপির আসল নাম কি?
উওর : রামচন্দ্র পান্ডুরঙ্গ।
10- কবে সিপাহী বিদ্রোহের সমাপ্তি ঘটে?
উওর : 1858 খ্রিষ্টাব্দে।
11- সিপাহী বিদ্রোহের সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন?
উওর : মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।
13- মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের হিন্দু-মুসলিমদের নেতা হিসেবে চিহ্নিত করেছিলেন?
উওর ; দ্বিতীয় বাহাদুরশাহ।
14- শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উওর : দ্বিতীয় বাহাদুরশাহ
15- মহাবিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উওর : রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।
16- মঙ্গল পান্ডে কিভাবে শহীদ হয়েছিলেন?
উওর : মঙ্গল পান্ডাকে ফাঁসি দেওয়া হয়েছিল।
17- সিপাহী বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল কি?
উওর : সিপাহী বিদ্রোহে ফলে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে।
18- কোন আইনের মাধ্যমে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে?
উওর : ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা।
20- সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার কে নিজের হাতে তুলে নিয়েছিলেন?
উওর : ইংল্যান্ডের তৎকালীন মহারানী ভিক্টোরিয়া।
21- কোন বিদ্রোহের পর ভারতের ভাইসরয় পদের সৃষ্টি হয়েছিল?
উওর : ১৮৯৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর।
22- ভাইসরয় কথাটির অর্থ কি?
উওর : ভাইসরয় কথাটির অর্থ হল রাজপ্রতিনিধি।
23- ভারতের প্রথম ভাইসরয় কে?
উওর : লর্ড ক্যানিং।
24- সিপাহী বিদ্রোহ ভারতের কোন অংশে জনসমর্থন লাভ করেছিল?
উওর : উওর ভারতের কিছু অঞ্চলে।
25- সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল?
উওর : ভারতীয় হিন্দু এবং মুসলিম সিপাহীদের মধ্যে এন্টিফিল্ড রাইফেলের প্রচলন।
26- সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়োলাটা কে ছিলেন?
উওর : লর্ড ক্যানিং