উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023

0

 

উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস MCQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের MCQ প্রশ্ন উওর || West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023


সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. ইউরোপের সর্বাধিক শক্তিশালী ঔপনিবেশিক শক্তি ছিল— 

• পোর্তুগাল 

• ব্রিটেন 

• জার্মানি 

• ফ্রান্স

• উওরঃ- 

2-ভাস্কো-দা-গামা প্রথম ভারতের কোন্ বন্দরে পদার্পণ করেন?

• দমন

• গোয়া

• কালিকট 

• কোচিন

• উওরঃ কালিকট

3-ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে-

• ব্রহ্মদেশের

• ভারতের

• আফগানিস্তানের

• নেপালের

• উওরঃ ব্রহ্মদেশের

4- ইন্দোনেশিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল—

• ফরাসিরা

• পোর্তুগিজরা

• ইংরেজরা

• ডাচরা

• উওরঃ ডাচরা

5-মার্কিন সেনাপতি পেরি আগমন করেন—

• সিংহলে

• ভারতে

• জাপানে 

• চিনে

• উওরঃ জাপানে

6.কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন— 

• স্পেন 

• পোর্তুগাল 

• হল্যান্ড 

• ইংল্যান্ড

• উওরঃ স্পেন

7. 'নতুন বিশ্ব'-এর নামকরণ করেন— • ভাস্কো-দা-গামা 

• কলম্বাস 

• আমেরিগো ভেসপুচি

• জন ক্যাবট

• উওরঃ আমেরিগো ভেসপুচি

8. কানাডায় উপনিবেশ গড়ে উঠেছিল—

• স্পেনের

• ফ্রান্সের 

• ডেনমার্কের

• ইংল্যান্ডের

• উওরঃ ফ্রান্সের

9. আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয় - 

• ১৯৭৬ খ্রিস্টাব্দে 

• ১৭৮৩ খ্রিস্টাব্দে 

• ১৮১৫ খ্রিস্টাব্দে

• ১৮৫৫ খ্রিস্টাব্দে

• উওরঃ ১৭৮৩ খ্রিস্টাব্দে 

10. 'মার্কেন্টাইলবাদ' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন -

• লর্ড অ্যাক্টন 

• অ্যাডাম স্মিথ 

• লর্ড মার্কেন্টাইল

• ডেভিড টমসন

• উওরঃ অ্যাডাম স্মিথ 

11. 'Imperialism: A Study' গ্রন্থটি রচনা করেন—

• লেনিন

• অ্যাডাম স্মিথ

• জন অ্যাটকিনসন হবসন 

• ডেভিড টমসন

• উওরঃ জন অ্যাটকিনসন হবসন

12. 'সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি রচনা করেন-

• লেনিন

• অ্যাডাম স্মিথ

• জন অ্যাটকিনসন হবসন 

• ডেভিড টমসন

• উওরঃ লেনিন

13. “সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ"—একথা বলেছেন

• লেনিন

• অ্যাডাম স্মিথ

• জন অ্যাটকিনসন হবসন 

• ডেভিড টমসন

• উওরঃ জন অ্যাটকিনসন হবসন

14. 'শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা' ধারণার অন্যতম প্রবন্ধা হলেন- 

• কিপলিং 

• হবসন

• লেনিন

• চার্লস ডারউইন

• উওরঃ কিপলিং

15. মিশনারি ডেভিড লিভিংস্টোন যে দেশে সমাজসেবার কাজে প্রবেশ করেন সেটি হল -

• আমেরিকা 

• আফ্রিকা

• চিন

• ভারত

16. "হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া' গ্রন্থটি রচনা করেন— 

• সুমিত সরকার 

• জন স্টুয়ার্ট মিল 

• মেকলে

• জেমস মিল

• উওরঃ জেমস মিল

17. হোয়াইট মেনস বার্ডেন' কবিতাটি রচনা করেন - 

• জুলে ফেরি

• রুডইয়ার্ড কিপলিং

• হবসন

• লর্ড ক্রোমার

• উওরঃ রুডইয়ার্ড কিপলিং

18. পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হত তা হল

• গ্রিস 

• আফ্রিকা

• ভারত 

• চিন 

• উওরঃ আফ্রিকা

19- কাদের মধ্যে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

• ফরাসি এবং চীনের মধ্যে 

• ইংরেজদের ও চীনের মধ্যে 

• ওলন্দাজদের এবং চীনের মধ্যে

• ইংরেজদের ও ফরাসিদের মধ্যে

• উওরঃ ইংরেজদের ও চীনের মধ্যে 

20- কত খ্রিস্টাব্দে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

• ১৮৪২

• ১৮৩৯

• ১৮৪৫

• ১৮৪২

• উওরঃ ১৮৪২

21- আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করেছিল?

• ১৭৮৩

• ১৭৮৪

• ১৭৮৫

• ১৮৮৩

• উওরঃ ১৭৮৩

22- ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা?

• ম্যাকিয়াভেলি 

• অ্যাডাম স্মিথ 

• লেলিন 

• অ্যাটকিনসন হবসন

• উওরঃ অ্যাডাম স্মিথ 

23- '-পুঁজিবাদী অর্থনীতি হলো যুদ্ধের জন্মদাতা'- এটি যার মত তিনি হলেন-

• ম্যাকিয়াভেলি 

• অ্যাডাম স্মিথ 

• লেলিন 

• অ্যাটকিনসন হবসন

• উওরঃ লেলিন

24- কত খ্রিস্টাব্দে প্রথম অহিফেনের যুদ্ধ হয়েছিল?

 • ১৮৪২

• ১৮৩৯

• ১৮৫৬

• ১৮৩৯

• উওরঃ ১৮৩৯

25- ত্রয়োদশ উপনিবেশ কথাটি যে দেশের সঙ্গে যুক্ত, তা হল -

• ইংল্যান্ড 

• ফ্রান্স 

• স্পেন 

• ইতালি

• উওরঃ ইংল্যান্ড

• 

আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) যে সমস্ত History MCQ Question Answer দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history notes | hs history suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer & suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top