দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর || বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো

0

 

দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর || বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো
গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব


আজকের এই ব্লগে আমরা দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় বা মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ঃ WBBSE Class 10 Geography 2nd Chapter বায়ুমন্ডল থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বায়নের পাঁচটি প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব সম্পর্কে আলোচনা করবো।।

বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব অথবা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আলোচনা করো

ভূমিকাঃ বর্তমানে বিভিন্ন কারণে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং গ্রীন হাউস গ্যাস গুলির প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাওয়াকে গ্লোবাল ওয়ার্মিং অথবা বিশ্বায়ন বলা হয়। বর্তমানে বিভিন্ন মনুষ্যসৃষ্ট কারণে গ্রীন হাউস গ্যাস গুলির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবং এর ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে। এই অনিয়ন্ত্রিতচাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলায় বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন -

মেরু অঞ্চলের বরফের গলনঃ- 

পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে মেরু অঞ্চলে জমাট বেঁচে থাকা বরফের পুরু চাই গুলি ধীরে ধীরে গলতে শুরু করেছে। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে মেরু ভাল্লুকদের বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করেছে। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে মেরু ভাল্লুকদের বাসস্থানের অভাব দেখা দিচ্ছে যার ফলে তারা সঠিকভাবে বংশবিস্তার করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারছে না। ফলে দিনের পর দিন মেরু ভালুকের সংখ্যা কমে যাচ্ছে  ঠিক একইভাবে মেরু অঞ্চলে পেঙ্গুইদেরও সংখ্যা কমে যাচ্ছে।

সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধিঃ-

বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। এবং মেরু অঞ্চলের বরফ গলা জলের ফলে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। এর ফলে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন অঞ্চল জলের তলায় চলে গেছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দরবনের বিভিন্ন দ্বীপ সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। ভবিষ্যতে সুন্দরবনসহ সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন দেশ সম্পূর্ণ ভাবে জলের তলায় চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শস্য উৎপাদনের হ্রাস - বৃদ্ধিঃ-

বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে। যার ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন বা বিভিন্ন ঋতুর স্থায়িত্বের সময়সীমা বেড়ে যাবে। বিভিন্ন ঋতুর সময়সীমা বেড়ে গেলে এতে কৃষি ফসলের ক্ষতি হবে। ফলে বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন কমে যাবে। কৃষি পণ্যের উৎপাদন কমে গেলে তা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষকের ক্ষতি করবে এবং কৃষকের ক্ষতি মানে সমগ্র দেশের আর্থিক ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি হবে।

এল-নিনো ও পৃথিবীব্যাপী তার প্রভাবঃ- 

পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়া এবং তার ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে নহাসাগরে এল নিনো এবং লা - নিনার সংখ্যাও বাড়ছে। যার ফলে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে অতিবৃষ্টি এবং অতিখরা ঘটছে। প্রশান্ত মহাসাগর ছাড়াও প্রশান্ত মহাসাগরের উভয়পাশে মৌসুমী জলবায়ু অঞ্চল গুলিতে অতিবৃষ্টির ফলে বন্যা এবং কম বৃষ্টিতে খরা সৃষ্টি হচ্ছে।

অধঃক্ষেপনের প্রকৃতি পরিবর্তনঃ-

গ্রীন হাউস গ্যাস গুলির প্রভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই অধঃক্ষেপণ এর প্রকৃতিও পরিবর্তন হয়েছে। উষ্ণতা বৃদ্ধির ফলে মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে। যার ফলে সেখানে বন্যা হবে। এবং অন্যদিকে উত্তর গোলার্ধের উত্তর দিকে দেশগুলিতে অতিবৃষ্টি এবং দক্ষিণ দিকের দেশগুলিতে খরার প্রকোপ বাড়বে।

tags : মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question Answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top