দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর || অ্যালবেডো এবং কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?

0

 

দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর || অ্যালবেডো এবং কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?
দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

প্রশ্নঃ নিষ্ক্রিয় সৌরতাপ বা অ্যালবেডো কাকে বলে?

উওরঃ বায়ুমন্ডলের উষ্ণতার প্রধান উৎস হল সৌরশক্তি।  সূর্য থেকে আগত 200 কোটি ভাগের মধ্যে মাত্র একভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়।  কিন্তু সেই এক ভাগের মধ্যে 34 শতাংশ বায়ুমণ্ডলের, অবস্থিত মেঘ, ধুলিকণা, জলকণা,ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এই 34% কেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়।

প্রশ্নঃ কার্যকরী সৌর বিকিরণ কী?

উওরঃ সূর্য থেকে আগত 200 কোটি ভাগের মধ্যে এক ভাগ তাপশক্তি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। এর মধ্যে 34 শতাংশ তাপ বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দ্বারা প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এবং বাকি 66 % বিভিন্ন ভাবে বায়ুমন্ডলকে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। একেই কার্যকরী সৌর বিকিরণ বলে।

tags : মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question Answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top