অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? || মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

 

অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? || মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু কাকে বলে?

উওরঃ  দিনের বেলায় সূর্যের কিরণ পর্বতের উপত্যাকা অংশে অথবা নিম্ন অংশে তীব্রভাবে কিরণ দেওয়ার ফলে দিনের বেলা পর্বতের উপর থাকায় থাকা বায়ু সূর্য রশ্মি দ্বারা উত্তপ্ত হয়ে বায়ু হালকা এবং প্রসারিত হয়ে পর্বতের ঢাল বেয়ে উপরে উঠে যায়। একে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলা হয়।

অন্যদিকে রাত্রিবেলা পর্বতের উপরি অংশের বায়ু খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল এবং ভারী হয়ে পড়ে। যার ফলে সেই বায়ু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচে নেমে আসে। এবং তারপর পর্বতের উপত্যকায় অবস্থান করে। একে পার্বত্য বায়ু বলা হয়। এরপর সেই পার্বত্য বায়ু বিস্তীর্ণ অঞ্চলজুড়ে দীর্ঘ সময় ধরে প্রবাহিত হলে তখন তাকে ক্যাটাবেটিক বায়ু বলা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top