সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্ন উওর || WBBSE Poribesh O Bigyan Question Answer Class 7

0

 

সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্ন উওর || WBBSE Poribesh O Bigyan Question Answer Class 7
সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্ন উওর


আজকের এই ব্লগে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান (WBBSE Class 7 Poribesh O Bigyan) এর দ্বিতীয় অধ্যায় সময় এবং গতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।। 

সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্ন উওর || WBBSE Poribesh O Bigyan Question Answer Class 7

1. গতি কাকে বলে?

উত্তর : সচল বস্তুর অবস্থাকে গতি বলে।

2. চলন গতি কী প্রকারের গতি? 

উত্তরঃ চলন গতি হল সরলরৈখিক গতি।

3. ঘূর্ণন গতি কী প্রকারের গতি? 

উত্তরঃ ঘূর্ণন গতি হল সামতলিক বৃত্তাকার গতি।

4. সরণ ভেক্টর রাশি কেন?

উত্তরঃ সরণের মান ও অভিমুখ দুই আছে। তাই সরণ ভেক্টর রাশি।

5. ঘূর্ণায়মান পাখার গতি কী ধরনের গতি? 

উত্তর : ঘূর্ণায়মান পাখার গতি হল আবর্ত গতি।

6. সূর্যের চারদিকে গ্রহগুলির আবর্তন কীরূপ গতি? 

7. উত্তরঃ সূর্যের চারদিকে গ্রহগুলির আবর্তন পর্যাবৃত্ত গতি।

8. ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি? উত্তরঃ ঘড়ির কাঁটার গতি আবর্ত গতি। 9. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? 

উত্তরঃ নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়।

10. ভরবেগ ভেক্টর রাশি না স্কেলার রাশি? 

11. উত্তরঃ ভরবেগের মান ও অভিমুখ দুই থাকায় এটি ভেক্টর রাশি। 

11. নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লেখো।

উত্তর : নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ F = ma এক্ষেত্রে F = বস্তুর উপর প্রযুক্ত বল, m = বস্তুর ভর,

= বস্তুর ত্বরণ।

12. ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত বল?

উত্তরঃ ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত বল হয় না, দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়।

12. ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত বল? 

উত্তরঃ ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত বল হয় না, দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়।

13. কার্য কাকে বলে? 

উত্তরঃ কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য (work) করেছে বলা হয়।

14. ক্ষমতা কাকে বলে?

উত্তরঃ কার্য করার হারকে ক্ষমতা বলে।

15.কার্যহীন বলের উদাহরণ দাও।

উওরঃ অভিবেন্দ্র বল একটি কার্যহীন বল। 

16. কার্য (w), বল (F) এবং সরণ (d)-এর মধ্যে সম্পর্ক কী? 

উত্তরঃ কার্য (w) = বল (F) × সরণ (d)

17. 'প্রিন্সিপিয়া' গ্রন্থের লেখকের নাম লেখো। 

উত্তরঃ 'প্রিপিপিয়া' গ্রন্থের লেখক হলেন স্যার আইজ্যাক নিউটন।

18. স্যার আইজ্যাক নিউটনের উল্লেখযোগ্য অবদানগুলি কী? 

উত্তরঃ স্যার আইজ্যাক নিউটনের উল্লেখযোগ্য অবদানগুলি হল –সূর্যরশ্মির বর্ণালি, মহাকর্ষ সূত্র, গতিসূত্র, আলোর কণিকা তত্ত্ব, কলনবিদ্যা (Calculas) এবং দ্বিপদ উপপাদ্য ইত্যাদি।

19. গতি কাকে বলে?

উত্তরঃ বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হ্যা, সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে এবং তার এই বিশেষ অবস্থাকে গতি বলে।

20.বস্তুকণা কী? কী

উত্তরঃ বস্তুর গতি সম্পর্কিত আলোচনায় একটি বস্তুকে সমস্তর সম্পন্ন মাত্রাহীন, বিন্দুসদৃশ অস্তিত্ব অর্থাৎ কণা হিসেবে কল্পনা করা হয়। একেই বস্তুকণা বলে।

21. ত্বরণ ও মন্দ বলতে কী বোঝো? উত্তরঃ  কোনো গতিশীল বস্তুকণার বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, তবে সময়ের সাপেক্ষে বস্তুকণাটির বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এবং কোনো বস্তুকণার বেগ যদি ক্রমশ কমতে থাকে তবে সময়ের সাপেক্ষে বস্তুকণাটির বেগ পরিবর্তনের হারকে মন্দন বলে। 

22.গতি কাকে বলে? গতি ক্যপ্রকার ও কী কী?

উত্তরঃ কোনো বস্তুর গতি বলতে এমন এক অবস্থা বোঝায় যা অর্জনে সময়ের সঙ্গে ওই বস্তুর অবস্থান পরিবর্তন হয়।

যেমন—ক্রিকেট খেলা, চলন্ত বাস বা ট্রেন, আকাশে পাখি ওড়া, জলে মাছের সাঁতার কাটা ইত্যাদি সবই গতি বা গতিশীল বস্তুর উদাহরণ। গতির প্রকারভেদঃ গতিকে সাধারণত চারভাগে ভাগ করা যায়।

যেমন—(1) চলন গতি, (ii) আবর্ত বা ঘূর্ণন গতি, (iii) দোলন গতি ও (iv) মিশ্র গতি।

আশাকরি যে, সপ্তম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞান (WBBSE Class 7 Poribesh O Bigyan) এর দ্বিতীয় অধ্যায় সময় এবং গতি থেকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের উপকারে আসবে।

Tags : সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উওর | WBBSE Class 7 Science Question Answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top