দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর || ঘূর্ণবাত কি বা কাকে বলে?

0

প্রশ্নঃ ঘূর্ণবাত কাকে বলে?

দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর || ঘূর্ণবাত কি বা কাকে বলে?
দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

উওরঃ কোন কারনে কোন স্বল্প পরিসর স্থান খুব উষ্ণ হয়ে পড়লে ওই এলাকার বায়ু উষ্ণ এবং হালকা প্রসারিত হয়ে উপর দিকে উঠে যায়। যার ফলে সেই এলাকায় গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এরপর সেখানে বায়ুচাপের সমতা বজায় রাখার জন্য তার পার্শ্ববর্তী অঞ্চলের শীতল বায়ু সেইস্থানে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে চক্রাকারে বা কুন্ডুলি আকারে প্রবাহিত হতে থাকে। এবং পর্যায়ক্রমে উষ্ণ হওয়ার ফলে তা হালনা হয়ে উপরের দিকে উঠে যায়। এভাবে এই প্রক্রিয়া চলতে থাকে। এরূপ প্রবল নিম্নচাপ কেন্দ্রমুখী ও  উর্ধ্বগামী কুন্ডলী আকারে প্রবাহিত বায়ুপ্রবাহকে ঘূর্ণবাত অথবা ঘূর্ণিঝড় বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top