একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2023 |
সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেছিলেন? ল্যাস্কি, বার্কার ও গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা গুলি আলোচনা করো। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো তা লেখো।
উওরঃ আধুনিক অর্থে সর্বপ্রথম নিকোলো ম্যাকিয়াভেলি তার 'দ্য প্রিন্স' গ্রন্থে রাষ্ট্র কথাটি ব্যবহার করেছিলেন।
হ্যারল্ড লাস্কি প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাঃ-
অধ্যাপক হ্যারল্ড লাস্কি রাষ্ট্র বলতে এমন এক ভৌগোলিক সমাজকে বুঝিয়েছেন, যা শাসক এবং শাষিতের মধ্যে বিভক্ত। এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠান উপর আধিপত্য দাবী করে।
আর্নেস্ট বার্কার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাঃ-
আর্নেস্ট বার্কার রাষ্ট্র বলতে এক বিশেষ ধরনের সংগঠনকে বোঝাতে চেয়েছেন, যা বাধ্যতামূলক আইন ব্যবস্থা সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনের নিয়োজিত এবং যা প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলী পরিচালনা করে।।।
গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাঃ-
গার্নার প্রদত্ত সংজ্ঞা অনুসারে - যখন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনগণ স্থায়ীভাবে বসবাস করে এমন একটি সুগঠিত সরকারের প্রতিষ্ঠা করে,যা প্রায় বা সম্পূর্ণ ভাবে বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত। এবং সেই ভূখণ্ডে বসবাসকারী জনগণ সেই সরকারের প্রতি স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে, তাকেই রাষ্ট্র বলা হয়।
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যঃ-
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রাষ্ট্রের সার্বভৌমিকতা। কোনো সংগঠনের যদি নির্দিষ্ট জনসংখ্যা, নির্দিষ্ট ভূখন্ড এবং সরকার থাকা সত্বেও যদি সেই নির্দিষ্ট সংগঠনের কোনো সার্বভৌমিক ক্ষমতা না থাকে তাহলে তাকে রাষ্ট্র বলে অভিহিত করা যায় না। সুতরাং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমিকতা হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। অধ্যাপক গেটেল সার্বভৌমিকতার ধারণাকে " আধুনিক রাষ্ট্রের ভিত্তি " বলে বর্ণনা করেছেন। তাঁর মতে সরকারকে যদি রাষ্ট্রের মস্তিষ্ক বলে মনে করা হয়, তাহলে সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলে চিহ্নিত করা যুক্তিযুক্ত।