WB Class 11 Bangla Dakater Maa Golpo ; একাদশ শ্রেণির বাংলা সতীনাথ ভাদুড়ীর রচিত ডাকাতের মা গল্পের (Dakater Maa) 25+ MCQ প্রশ্ন উওর নিয়ে আমাদের এই ব্লগ পোস্ট। যারা ক্লাস 11 বাংলা ডাকাতের মা গল্পের MCQ প্রশ্ন উওর পেতে চাও,তাদের জন্য আজকের এই ব্লগ পোস্ট।।
ডাকাতের মা গল্পের 25+ MCQ প্রশ্ন উওর 2024 || Dakater Maa Golper MCQ Questions Answers
1; ‘ডাকাতের মা’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
ক) অপরিচিতা
খ) জাগরী
গ) চকাচকি
ঘ) সংকট
উত্তর : গ) চকাচকি
আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো
2; ডাকাতের মা’ গল্পে সৌখির ছেলের বয়স ?
ক) তিন - চার বছর
খ) চার - পাঁচ বছর
গ) সাত - আট বছর
ঘ) ছয় - সাত বছর
উত্তর : খ) চার - পাঁচ বছর
3; । ‘পুলিশ দেখে ভয় পাবার লোক এসে নয়’- কে?
ক) সৌখী
খ) সৌখীর মা
গ) সৌখীর স্ত্রী
ঘ) পেশকার সাহেব
উওর : সৌখীর মা।
4; ডাকাতের মা’ গল্পে যে ঋতুর উল্লেখ পাওয়া যায় সেটি ?
ক) গ্রীষ্মকাল
খ) শরৎকাল
গ) শীতকাল
ঘ) বসন্তকাল
উত্তর : গ) শীতকাল
5; সৌখীর বাড়ির বাইরে কোন গাছ ছিল?
ক) আম
খ) জাম
গ) নোনা আতা
ঘ) পেয়ারা
উওর : নোনা আতা।
6; সৌখী কাকে ঘুষ দিয়েছিল?
ক) জেলার
খ) লাট সাহেব
গ) চৌকিদার সাহেব
ঘ) হেড জমাদার
উওর : হেড জমাদার সাহেব।
7; দলে লোকেরা সৌখীর মাকে কত বছর টাকা দিয়েছিল?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উওর : দুই।
8; সৌখী কত বছর ধরে জেলে গিয়েছিল?
ক) পাঁচ
খ) তিন
গ) চার
ঘ) ছয়
উওর : পাঁচ
9; জেলে থাকাকালীন সৌখীর ডিউটি কোথায় ছিল?
ক) রান্নাঘরে
খ) বাগানে
গ) গুদামে
ঘ) খামারে
উওর : গুদামে।
10; দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে ?
ক) চোদ্দো আনায়
খ) বারো আনায়
গ) দশ আনায়
ঘ) ষোলে আনায়
উওর : চোদ্দো আনায়
11;এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিল ” –
ক) একটি থালা
খ) একটি জামা
গ) একটি কম্বল
ঘ) একটি চাদর
উওর ; একটি কম্বল
আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো
12; জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী রোজগার করে এনেছিল –
ক) নব্বই টাকা
খ) পঁচাত্তর টাকা
গ) পঁচাশি টাকা
ঘ) সত্তর টাকা
উওর : নব্বই টাকা
13 ; ঘুম আর আসতে চায়না”-এখানে কার কথা বলা হয়েছে?
ক) সৌখী
খ) সৌখীর মা
গ) শৌখীর বাবা
ঘ) শৌখীর বৌ
উওর : সৌখীর মা
14 ; টকটক করে টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে কে এসেছে?
ক) সৌখী নিজে এসেছে
খ) সৌখীর বাপ এসেছে
গ) দলের লোক টাকা দিতে
ঘ) পুলিশের লোক এসেছে
উওর : দলের লোক টাকা দিতে
15 ; . “ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না”- কেন?
ক) ছেলে ডাকাতি করে রাতে ফিরে
খ) দরজায় সামান্য আওয়াজে যাতে ঘুম ভেঙে যায়
গ) পুলিশ এলে যাতে সতর্ক হওয়া যায়
ঘ) উপরের সবগুলো ঠিক
উওর : দরজায় সামান্য আওয়াজে যাতে ঘুম ভেঙে যায়
16 ; সৌখী এর আগে কতবার জেলে গিয়েছিল?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উওর : দুই
17; গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়- গন্ধগোকুল হলো-
ক) নেকড়ে
খ) চিতা
গ) খট্টাস জাতীয় প্রাণী
ঘ) রামছাগল
উওর : খট্টাস জাতীয় প্রাণী
আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো
18 “লোটা হলো বাড়ির লক্ষী” -বক্তা কে?
ক) পেশকারের স্ত্রী
খ) দারোগা সাহেব
গ) সৌখীর মা
ঘ) মাতাদিন পেশকার
উওর : পেশকারের স্ত্রী
19; "তাকে ঠেকানো মুশকিল'- কাকে?
ক) চোর
খ) পুলিশ
গ) দলের বিশ্বাসঘাতক সদস্য
ঘ) সৌখী
উওর : দলের বিশ্বাসঘাতক সদস্য
20; সৌখির মায়ের বেয়াই-এর কয়টি মোষ ছিল?
ক) দুই
খ) চার
গ) তিন
ঘ) ছয়
উওর : দুই
21; সৌখির মা আগে ছিল কী?
ক) ডাকাতের বউ
খ) ডাকাতের মা
গ) ডাকাতের ছেলে
ঘ) ডাকাত
উওর : ডাকাতের বউ
22; “ওকে ছেড়ে দিন দারোগা সাহেব”- বক্তা কে?
ক) সৌখী
খ) পেশকার সাহেব
গ) সৌখীর মা
ঘ) সৌখীর বউ
উওর : সৌখী
23; কাছারির ঘড়িতে কটা বাজে ?
ক) রাত তিনটে
খ) দুটো
গ) একটা
ঘ) চারটা
উওর : দুটো
24; সৌখীর মা কী বিক্রি করে জীবন কাটায়?
ক) দই
খ) চিরে
গ) খই মুড়ি
ঘ) ধান
উওর : খই মুড়ি
25 ; সৌখীর মা কার বাড়ি থেকে চুরি করেছিল?
ক) পেশকার সাহেবের বাড়ি
খ) ধনীর বাড়ি
গ) দত্তবাড়ি
ঘ) রাজমিস্ত্রির বাড়ি
উওর ; পেশকার সাহেবের বাড়ি
26"চোরাই মাল জেনেই কিনেছিস" - বক্তা কে?
ক) সৌখির মা
খ) মাতাদিন পেশকার
গ) দারোগা
ঘ) দোকানদার
উওর : মাতাদিন পেশকার
Tags ; ডাকাতের মা গল্পের MCQ প্রশ্ন উওর 2024 || Dakater Maa Golper MCQ Questions Answers | Dakater Maa MCQ 2024 | ডাকাতের মা গল্পের ছোটো প্রশ্ন উওর 2024 | একাদশ শ্রেণির বাংলা ডাকাতের মা গল্পের MCQ 2024