রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2024

0



রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

আজকের এ ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান  প্রথম অধ্যায় ( WB Class 11 Political Science First Chapter ) " রাষ্ট্রবিজ্ঞান- সংজ্ঞা, বিবর্তন ও বিষয়বস্তু " এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে সেই প্রশ্নটির একটি খুব সুন্দর উত্তর বা নোট তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই প্রশ্নটি হলো - রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি কী কী?। 

রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2024

ভূমিকাঃ বর্তমান যুগে অন্যান্য পাঠ্য বিষয় গুলির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান হল একটি অন্যতম পাঠ্য বিষয়। অন্যান্য পাঠ্য বিষয় গুলি পাঠের যেমন নানা প্রয়োজনীয়তা বা কারণ রয়েছে, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞান পাঠেরও নানা প্রয়োজনীয়তা বা কারণ রয়েছে। যেমন - 

রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন বিষয়ের জ্ঞানঃ বর্তমানে আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের অভ্যন্তরে বসবাস করি। এবং আমরা সবাই কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। কিন্তু আমরা প্রত্যেকে কোনো এক রাষ্ট্রের নাগরিক হলেও, সবার মধ্যেই রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত নানা বিষয়গুলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকে না। কিন্তু আমরা সবাই সেই জ্ঞানের অভাব পূরণ করতে পারি রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞান হল সেই পাঠ্য বিষয় যেখানে রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত একাধিক বিষয়গুলির সম্পর্কে বিস্তারিত এবং বিজ্ঞান সম্মত ভাবে আলোচনা করা হয়।।তাই আমরা প্রত্যেকেই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত একাধিক বিষয়গুলি সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারি।

রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2024

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো👇

এখানে ক্লিক করো

রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিঃ বর্তমান যুগে আমরা সবাই কোনো এক রাষ্ট্রের নাগরিক।  এবং সেই কারণেই বর্তমানে মানবজীবন কখনোই সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রভাবমুক্ত নয়। কিছু দেশের নাগরিকরা প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের শাসনকার্য পরিচালনায় এবং কিছু রাষ্ট্রের নাগরিকরা প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা অংশগ্রহণ করে। এবং এটা তারা শুধুমাত্র এজন্যি করতে পারে কারণ তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা যথেষ্ট পরিমাণে রয়েছে।

কিন্তু দাস কিংবা সামন্তযুগে অত্যন্ত চাতুর্যের সঙ্গে মানুষকে তাদের রাজনৈতিক অধিকার তথা রাষ্ট্রপরিচালনায় প্রত্যক্ষ বা পরোক্ষ গণতন্ত্রের অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হতো। কারণ তাদের মধ্যে সঠিক রাজনৈতিক সচেতনতা ছিল না। নাগরিকদের মধ্যে যদি যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতনতা না থাকে, তাহলে তাদের যদি কখনো তাঁদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে তারা সেটা কখনোই বুঝতে পারবে না। তাই সেক্ষেত্রে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত না হওয়ার একমাত্র উপায় হলো আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। এবং একজন ব্যক্তির মধ্যে তখনই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেতে পারে, যখন সে সঠিকভাবে রাষ্ট্রবিজ্ঞান পার করবে।।

রাষ্ট্রের ভালো-মন্দ বিচার করতে পারার জ্ঞানঃ রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ে রাষ্ট্র কী? রাষ্ট্রের শাসনব্যবস্থা কত ও কী কী? কোন প্রকার শাসনব্যবস্থা কতটা ভালো এবং কতটা মন্দ সেই সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের নিজস্ব মতবাদ প্রকাশ করে থাকেন।  এবং পাঠক যদি সেই সমস্ত বিষয়গুলি ভালোভাবে পাঠ করেন,, তাহলে সেই পাঠকের মনে রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ হয়। এরুপ জ্ঞান লাভের পর কোনো রাষ্ট্রের নাগরিক তক্র নিজের রাষ্ট্রের শাসন ব্যবস্থা কতটা ভালো এবং মন্দ,সে সম্পর্কে বিচার-বিশ্লেষণ করে তা নিয়ে সংশয় প্রকাশ করতে পারে। এবং অতি সহজেই সেই শাসন ব্যবস্থার বিকল্প কোনো রাষ্ট্র ব্যবস্থার সন্ধান পেতে পারে।।

সুনাগরিক হিসেবে দায়িত্ব পালনঃ রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন পাঠকের মনে সমাজ, রাজনীতি, প্রশাসন, প্রভৃতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞানার্জন হয়। অন্যদিকে সেইসঙ্গে সেই পাঠক তার অর্জিত জ্ঞানের সাহায্যে সমাজের নানা সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়। এবং সেই সঙ্গে সমাজে একজন সঠিক দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কারণ তার মধ্যে তখন সেই জ্ঞান তৈরি হয় - যে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার কী কী থাকা উচিত বা কী কো কর্তব্য পালন করতে হবে।।

মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জনঃ প্রতিটি রাষ্ট্রের নাগরিকদের কিছু মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য থাকে। যেমন ভারতের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা হল 11 টি এবং মৌলিক অধিকার হলো 6 টি। কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই নাগরিকদের মধ্যে রাষ্ট্রের সেই মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য গুলি সম্পর্কে সঠিক জ্ঞান নেই। তাই সেই সমস্ত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য গুলি সম্পর্কে সঠিকভাবে জানার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে হয়।


রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা গুলি আলোচনা করো || একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর 2024

রাজনীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিঃ রাষ্ট্রবিজ্ঞানের একটি বিরাট অংশজুড়ে রাজনীতি সম্পর্কে আলোচনা করা হয়। ভারতে প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকেই ভোটদানের অধিকার দেওয়া হয়। এবং সেই অধিকার অনুযায়ী ভারতের প্রত্যেক নাগরিক ভোটদানে অংশগ্রহণ করেন। কিন্তু প্রত্যেক নাগরিক ভোটদানে অংশগ্রহণ করলেও,তাদের সবার মধ্যে রাজনীতি সম্পর্কে সঠিক ধারণা থাকে না। এজন্যই তারা অনেক সময় ভুল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতার অধিকারী করেন। যার ফলে দেশের উন্নতি বদলে দেশের উন্নয়ন ব্যবস্থার আরও অবনতি ঘটে।। তাই দেশের উন্নতির জন্য ব রাজনীতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক ব্যক্তিরই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা প্রয়োজন।।এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান পাঠের আরো নানা প্রয়োজনীয়তা রয়েছে। যেমন - রাষ্ট্রবিজ্ঞান পাঠ করার ফলে আমরা সরকারের বিভিন্ন রূপ,,আন্তর্জাতিকতা, বিশ্ব রাজনীতি, নাগরিকতা মৌলিক অধিকার,বিভিন্ন রাজনৈতিক অধিকার, রাজনৈতিক ক্ষমতা ইত্যাদি ছাড়াও আরও নানা বিষয় সম্পর্কে সঠিকভাবে জানতে পারি।।

উপসংহারঃ সবশেষে বলা যায়, বর্তমান যুগের যেহেতু আমরা প্রত্যেকেই কোনো না কোনো এক রাষ্ট্রের নাগরিক এবং বর্তমানে আমরা প্রায় সব দিক থেকেই রাষ্ট্রের সঙ্গে জড়িত, তাই রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন দিক গুলি সম্পর্কে আমাদের সঠিক ধ্যান-ধারনা এবং জ্ঞান থাকা প্রয়োজন। এবং সেই জ্ঞান আমরা তখনই লাভ করতে পারব, যখন আমরা সঠিকভাবে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করবো। 


Tags: 

ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বড় প্রশ্ন উত্তর 2024 | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উওর 2024 | wb class 11 political science question answer 2024 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top