গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলি সম্পর্কে আলোচনা করো

0

গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলি সম্পর্কে আলোচনা করো

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের রাষ্ট্র : সংজ্ঞা,বৈশিষ্ট্য ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 'গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলি সম্পর্কে আলোচনা " প্রশ্নটির উওর একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান নোট হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো👇

এখানে ক্লিক করো

গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলি সম্পর্কে আলোচনা করো। 

গার্নার প্রদত্ত রাষ্টের সংজ্ঞা : গার্নারের মতে রাষ্ট্র হল এমন এক অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ,যা নির্দিষ্ট ভূখন্ডে বসবাস করে এবং তারা একটি সুগঠিত সরকার গঠন করে, যা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত। এবং তার অধীনে থাকা জনগণ সরকারের প্রতি স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে।


গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলি সম্পর্কে আলোচনা করো।

রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান 

নির্দিষ্ট ভূখন্ড : প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রে তার জনসংখ্যা নির্দিষ্ট না হলেও প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রেই তার আয়তন নির্দিষ্ট হয়। কোনো রাষ্ট্রের ক্ষেত্রে তার আয়তন নির্দিষ্ট না হলে অপর কোনো রাষ্ট্রের সঙ্গে তাঁর সীমানা নিয়ে সংঘর্ষ লাগতে পারে। এজন্যই প্রতিটি রাষ্ট্রের ভূখণ্ড সবসময়ই নির্দিষ্ট হওয়া প্রয়োজন। এক রাষ্ট্রের ক্ষেত্রে আকাশ, সমুদ্র,নদী,পাহাড় প্রায় সবই তার নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে পড়ে।।


জনসমষ্টি : কোনো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো তার জনসমষ্টি বা জনসংখ্যা। প্রতিটি রাষ্ট্রেরই কমবেশি জনসমষ্টি থাকবে। এবং জনসংখ্যার মাধ্যমেই রাষ্ট্র গড়ে ওঠে। রাষ্ট্রের ক্ষেত্রে জনসমষ্টি কম বা বেশি  দুই ই হতে পারে। একটি রাষ্ট্রের ক্ষেত্রে কখনোই জনসমষ্টি নির্দিষ্ট নয়।

কোনো রাষ্ট্রের ক্ষেত্রে জনসমষ্টি তিন প্রকারের হয়। ১- নাগরিক, ২- বিদেশী এবং ৩- প্রজা।

সরকার : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলির মধ্যে সরকার হলো আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার বিভিন্ন বিমুর্ত রূপ কে বাস্তবায়িত করে। এবং সরকারের মাধ্যমেই কোনো একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয়। এই কারণে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়।

• কোনো রাষ্ট্রে সরকার 4 প্রকারের হতে পারে। যেমন - 

• গণতান্ত্রিক, 

• সমাজতান্ত্রিক, 

• একনায়কতান্ত্রিক, 

• এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়

সার্বভৌম ক্ষমতা : রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌম ক্ষমতা। অধ্যাপক গেটেল সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে অভিহিত করেছেন। সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের প্রাণ বলেও অভিহিত করা হয়। কারণ কোনো সংগঠনের ভূখণ্ড,সরকার ও  জনসমষ্টি থাকলেও যদি সার্বভৌমিকতা না থাকে,তখন তাকে রাষ্ট্র বলে অভিহিত করা যায়। না সুতরাং সার্বভৌমিকতা হল রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

কোনো রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা দুই প্রকারের। যথা - ১- অভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা এবং ২ -বাহ্যিক সার্বভৌম ক্ষমতা।।

গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলি সম্পর্কে আলোচনা করো।

এছাড়াও রাষ্ট্রের আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে স্থায়িত্ব,আন্তর্জাতিক স্বীকৃতি এবং জাতীয়তাবাদও রয়েছে।।

স্থায়িত্ব : একটি রাষ্ট্রের ক্ষেত্রে তার স্থায়িত্বটাও গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র স্থায়ী না হয় তাহলে তাকে রাষ্ট্র বলা চলে না।। রাষ্ট্রের অভ্যন্তরের গঠিত সরকার পরিবর্তিত হতে পারে। কিন্তু একটি রাষ্ট্র কখনোই ক্ষণস্থায়ী বা অস্থায়ী হতে পারে না।

আন্তর্জাতিক স্বীকৃতি : কোনো  সংগঠনের নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমিকতা থাকা সত্ত্বেও যদি অন্যান্য রাষ্ট্ররা তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রী হিসাবে স্বীকৃতি না দেয়,তাহলে তাকে রাষ্ট্র বলে গণ্য করা চলে না। কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়টি আজ গুরুত্বপূর্ণ নয়।।

জাতীয়তাবাদ : অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে জাতীয়তাবাদকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কোনো রাষ্ট্রে জনসমষ্টি যতক্ষণ পযর্ন্ত না গভীরভাবে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারে,ততক্ষণ পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে সফল হতে পারে না।।

গার্নার প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান গুলি সম্পর্কে আলোচনা করো।

আমাদের গ্রুপে জয়েন করতে ক্লিক করো👇

এখানে ক্লিক করো

Tags

ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2024| একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 2024| একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024 | WB Class 11 Political Science Question Answer 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top