একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ,SAQ 2024 || WB Class 11 History MCQ & SAQ 2024

0

একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ & SAQ Question Answer 

একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ & SAQ Question Answer
একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উওর

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উওর এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। WB Class 11 History 1st Chapter MCQ & SAQ Questions And Answers গুলো অবশ্যই নোট করে নিও।।


একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের MCQ,SAQ 2024 || WB Class 11 History MCQ & SAQ 2024 

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. কোন্ যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? 

A -প্রস্তর যুগে

B- প্রাচীন প্রস্তর যুগে

C- নব্য প্রস্তর যুগে

D- লৌহ যুগে

Answer - নব্য প্রস্তর যুগে

2-. মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল—

A-ক্ষুদ্রত্ব

B-বিশালাকৃতি

C-দীর্ঘাকৃতি

D - সবগুলোই 

Answer - ক্ষুদ্রত্ব

এখানে ক্লিক করো 👉 : Download PDF

3- কোন্ যুগে কুমোরের ঢাকা আবিষ্কৃত হয়?

A-প্রাচীন প্রস্তর যুগে

B -মধ্য প্রস্তর যুগে

C-নব্য প্রস্তর যুগে

D- তাম্র-প্রস্তর যুগে

Answer - নব্য প্রস্তর যুগে

4. কিউনিফর্ম কোন্ প্রাচীন দেশের লিপি ছিল?

A- মিশরের

B-ব্যাবিলনের 

C-ভারতের

D - চীনের

Answer - ব্যাবিলনের

5- হায়ারোগ্লিফিক প্রাচীন কোন্ দেশের লিপি ছিল?

A- মিশরের 

B- গ্রিসের

C- মেসোপটেমিয়ার

D - চীনের

Answer - মিশরের

6- ‘সোহগোর তাম্রলিপি’ আবিষ্কৃত হয়েছে—

A-মিশরে

B- চিনে

C- সুমেরের

D- ভারতে

Answer - ভারতে

7- ভারতের পুরাণের সংখ্যা হল—

A-১৫টি

B- ১৬টি

C- ১৮টি

D- ২২টি

Answer : ১৮টি


বাড়ির কাছে আরশিনগর কবিতার 27+ প্রশ্ন উওর 2024 | Barir Kache Arshinagar  Kobitar Questions Answers

8- রাজতরঙ্গিণী’ থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়?

A-কাশ্মীরের

B- গুজরাটের

C -চিনের

B - সুমেরের

Answer : গুজরাটের

9- ‘ইন্ডিকা’র রচয়িতা হলেন—

A- পলিবিয়াস

B-মেগাস্থিনিস

C-হেরোডোটাস 

D - হোমার 

Answer - মেগাস্থিনিস

10- প্রিন্সেপ ১৮৩৭ খ্রিস্টাব্দে কোন্ শিলালিপির পাঠোদ্ধার করেছেন?

A-অশোকের

B -চন্দ্রগুপ্ত মৌর্যের

C -সমুদ্রগুপ্তের 

D - হর্ষবর্ধনের

Answer : অশোকের


11 - প্রাগৈতিহাসিক যুগে মানুষ - 

A - লিপির ব্যবহার জানত না

B-লোহার ব্যবহার জানত

C- চাষবাস জানত

D- দুরদেশে বাণিজো যেত

Answer : লিপির ব্যবহার জানত না

12- সৃষ্টির আদিলগ্নে মানুষ—

A- লোহার হাতিয়ার ব্যবহার করত

B- তামার হাতিয়ার ব্যবহার করত 

C-ব্রোঙের হাতিয়ার ব্যবহার করত

D-পাথরের হাতিয়ার ব্যবহার করত

Answer : পাথরের হাতিয়ার ব্যবহার করত

13- প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল -

A-নীলনদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ

B- পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী 

C- কিউনিফর্মদের লিপি

D -হাত-কুঠার

Answer : পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী 


14- প্রাচীন কিউনিফর্ম লিপি

A- ভারতীয়রা ব্যবহার করত 

B- সুমেরীয়রা ব্যবহার করত

C- মিশরীয়রা ব্যবহার করত

D- ব্যবিলনীয়রা ব্যবহার করত

Answer : ব্যবিলনীয়রা ব্যবহার করত

15- প্রাচীন মিশরীয়রা - 

A- প্যাপিরাসে পদ্ধতি আবিষ্কার করে 

B- কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছিল

C- কাগজ আবিষ্কার করেছিল 

D- আধুনিক লিপি আবিষ্কার করেছিল

Answer : প্যাপিরাসে পদ্ধতি আবিষ্কার করে 

16- প্রাচীন জেদ আবেস্তা নামক গ্রন্থে—

A- রাম-রাবণের যুদ্ধের কাহিনি বর্ণিত আছে

B- গিলগামেশের আলোচনা আছে C-জরথুস্টের উপদেশাবলি সংকলিত হয়েছে

D- প্রতিবাদী ধর্মের উত্থানের কাহিনি বর্ণিত আছে

Answer : জরথুস্টের উপদেশাবলি সংকলিত হয়েছে

17- যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি যে যুগ নামে পরিচিত- 

A-প্রাগৈতিহাসিক

B-প্রায় ঐতিহাসিক

C-ঐতিহাসিক 

D- প্রাচীন

 Answer: ঐতিহাসিক

18- প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য ____।

A-সংগ্রহকারী

B-সঞ্চয়কারী

C-প্রস্তুতকারী

D - উৎপাদনকারী

Answer : সংগ্রহকারী


19- আলতামিরা গুহায় প্রাচীন কালের বহু চিত্র মিলেছে।

A- মধ্যপ্রদেশের

B-স্পেনের 

C-ফ্রান্সের

D-পাকিস্তানের 

Answer : স্পেনের

20- হরপ্পা সভ্যতা যুগের সভ্যতা?

A-প্রাগৈতিহাসিক

B- প্রায় ঐতিহাসিক

C- ঐতিহাসিক 

D- লৌহ

Answer : প্রায় ঐতিহাসিক




একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ & SAQ Question Answer 

1 - মানব সভ্যতার ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় ও কি কি? 

উওর : মানব সভ্যতার ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা প্রাচীন যুগ,মধ্যযুগ এবং আধুনিক যুগ। 

2 - প্রাচীন যুগ কে কয়টি ভাগে বিভক্ত করা যায় ও কি কি? 

উওর : প্রাচীন যুগকে তিনটি ভাগে বিভক্ত করা যায়। যথা - প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ

3- প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে?

উওর : প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায়, যেই যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না।

4 - প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে বিভক্ত করা যায় ও কি কি?

উওর : প্রাগৈতিহাসিক যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। যথা -

• প্রাচীন প্রস্তর যুগ

• মধ্য প্রস্তর যুগ 

• নব্য প্রস্তর যুগ

5- প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার গুলি কি কি ছিল? 

উওর : প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার গুলোর মধ্যে ছিল, পাথরের টুকরো, ভোতা পাথর এবং গাছের ডাল ইত্যাদি।

6 - মধ্য প্রস্তর যুগের প্রধান হাতিয়ার গুলি কি ছিল? 

উওর : মধ্য প্রস্তর যুগের হাতিয়ার গুলি ছিল মূলত পাথরের তৈরি বর্শা, ছুরি ইত্যাদি। কিন্তু মধ্য প্রস্তর যুগের হাতিয়ার গুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল,সেই হাতিয়ার গুলি প্রাচীন প্রস্তর যুগের তুলনায় অনেক ক্ষুদ্র ছিল। 

7 - নব্য প্রস্তর যুগের প্রধান হাতিয়ার গুলি কি কি ছিল? 

উওর : নব্য প্রস্তর যুগের প্রধান হাতিয়ার গুলি ছিল কাটারি, নিড়ানি, ছেনি, বাটালি, কাস্তে, বর্শার ফলা, ছােরা, ছুঁচ প্রভৃতি। কুঠার, কোদাল-সহ বেশ কিছু হাতিয়ারে কাঠের হাতল লাগানাের কৌশল এসময় চালু হয়।

8- মধ্য প্রস্তর যুগ কাকে বলে?

উওর : আনুমানিক খ্রিস্টপূর্ব 15,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত সময়কালকে মধ্যপ্রস্তর যুগ বলা হয়।।

9 - পিরামিড কি? 

উওর : প্রাচীন মিশরের বড় বড় পাথর দিয়ে তৈরি সমাধিস্থলকেই পিরামিড বলা হয়। 

10- মমি বলতে কী বোঝো? 

উওর : মমি বলতে বোঝায় প্রাচীন মিশরে মৃতদেহকে বিশেষভাবে সংরক্ষণ করার জন্য, বিশেষ রাসায়নিক পদার্থ ও বিশেষ কাপড় সহকারে পেচিয়ে সমাধি করে রাখা হতো।এরুপ মৃতদেহকেই মমি বলা হয়। 

11 - প্রায় ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো? 

উওর : প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায়,যে যুগের বিভিন্ন লিপির আবিষ্কার হয়েছে,কিন্তু তার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি।

12 - ঐতিহাসিক যুগ কাকে বলতে কী বোঝো? 

উওর ; যে যুগে লিখন পদ্ধতির উদ্ভাবন হয় এবং যেসব যুগের লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে, তাকে ঐতিহাসিক যুগ বলে।

13- প্যাপিরাস কী? 

উওর : প্রাচীন মিশরীয়রা লেখার সুবিধার জন্য প্যাপিরাস নামক উদ্ভিদ থেকে এক ধরনের বিশেষ কাগজ তৈরি করতো,যাকে প্যাপিরাস বলা হত। 

14- জীবাশ্ম কাকে বলে?

উওর ; প্রকৃতির বিভিন্ন উপাদান বিশেষ করে পাললিশ শিলায়, বিশেষ প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত কোনো প্রাণী বা উদ্ভিদের মৃত দেহের সম্পূর্ণ বা আংশিক ছাপকেই জীবাশ্ম বলে।

15 - জেন্দ-আবেস্তা কি?

উওর : জেন্দাবেস্তা হলো প্রাচীন ইরানের জরথুস্ট্রীয় ধর্মের ধর্মগ্রন্থ। যেখানে জরথুস্ট্রের উপদেশ গুলি সংকলিত হয়েছে। 

16- সুমেরীয় অথবা কিউনিফর্ম লিপি কী? 

উওর : প্রাচীন সুমেরীয়রা লেখার জন্য ভিজে মাটির প্লেট তৈরি করে তাতে সুচোলো কিছু দিয়ে আর লেখালেখি বা চিত্র অঙ্কন করতেন। প্রাচীন সুমেরীয়দের তৈরি সেই সমস্ত লেখালেখি বা চিত্রকেই কিউনিফর্ম লিপি বলা হয়। 

17- হায়ারোগ্লিফিক লিপি কী? 

উওর ; প্রাচীন মিশরীয়রা নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য,;বিভিন্ন চিত্র বা নকশা ইত্যাদির মাধ্যমে যে লিপির প্রচলন করেছিলেন,তাই হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত।  হায়ারোগ্লিফিক ছিল মূলত এক ধরনের চিত্রলিপি।

• হায়ারোগ্লিফিক লিপি ছিল মূলত মন্দিরের গায়ে খোদাই করা। 

• হায়ারোগ্লিফিক কথাটির সম্পূর্ণ অর্থ হল পবিত্র খোদাই।

18- ফ্যারাও কাদের বলা হত? 

উওর : প্রাচীন মিশরের শাসক বা রাজাদের ফ্যারাও বলা হতো।

19 - ভারতে কবে লৌহ যুগের সূচনা হয়? 

উওর : ভারতে পরবর্তী বৈদিক যুগে, অর্থাৎ ১০০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লৌহ যুগ শুরু হয়েছে। 

20- অশোকের শিলালিপি কে,কবে পাঠোদ্ধার করেন? 

উওর : জেমস প্রিপেন্স 1837 খ্রিষ্টাব্দে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। 

21- ভারতের প্রাচীনতম লিপি কোনটি?

উওর : সোহগোর তাম্রলিপি হলো ভারতের প্রাচীনতম লিপি। 

22- পৃথিবীর প্রাচীনতম লিখিত আইন সংহিতা কোনটি?

উওর ; হামুরাবির আইন সংহিতা হলো পৃথিবীর প্রাচীনতম লিখিত আইন সংহিতা।

23- জীগুরাত বলতে কী বোঝো? 

উওর : প্রাচীন সুমেরীয় সভ্যতায় সুউচ্চ স্থানে বিভিন্ন দেবদেবীর মন্দির তৈরি করা হতো। সুমেরীয়দের তৈরি সেই সমস্ত পাথরের মন্দির গুলিকেই জিগুরাত বা স্বর্ণের পাহাড় বলা হতো।

24 - গ্রিসের দুটি মহাকাব্যের নাম লেখ।

উওর : গ্রিসের দুটি বিখ্যাত মহাকাব্য হল অন্ধ কবি হোমারের রচিত ইলিয়াড ও ওডিসি।

25 - নব্য প্রস্তর যুগ কাকে বলে?

উওর : আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 তা থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 5,000 অব্দ পর্যন্ত সময়কালকে নব্য প্রস্তর যুগ বলা হয়।।






আশা করি আজকের এই ক্লাস 11 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের চেতনা থেকে যে সমস্ত অতিসংক্ষিপ্ত এবং এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, তা তোমাদের ভালো লেগেছে। ক্লাস 11 এর ইতিহাসের এই প্রশ্ন উওর গুলো যদি তোমাদের ভালো লাগে,তাহলে আমাদের ওয়েবসাইটে একাদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উওর হিসাবে অনেক পোস্ট করা রয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো।

Tags : 

একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024 | WB Class 11 History MCQ & SAQ Questions Answers 2024 | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় MCQ 2024| WB Class 11 History MCQ & SAQ 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top