পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো || উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023

0

 

পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো || উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023
উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো অথবা উইলিয়াম পিটের ভারত শাসন আইনের বিভিন্ন শর্তাবলী এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো' প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নিয়মিত ক্লাস 12 সহ অন্যান্য ক্লাসের নোট এবং মকটেস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকো।

পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো || উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

ভূমিকাঃ- 1793 খ্রিস্টাব্দে লর্ড নর্থের আমলে পাস হওয়া রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০ বছরের বাণিজ্যের অধিকার শেষ হলে এবং সেই আইনের কিছু ভুল ত্রুটি থাকায়, সেগুলো সংশোধন করতে 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নতুন কিছু নিয়মকানুন আরোপ করার জন্য 1784 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কম্পানি অ্যাক্ট পাস করা হয় যা সাধারণভাবে পিটের ভারত শাসন আইন নামে পরিচিত।। 

ইস্ট ইন্ডিয়া কম্পানি অ্যাক্ট অথবা পিটের ভারত শাসন আইনের কিছু শর্তাবলীঃ- 

1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অথবা নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে যেমন বেশ কিছু শর্তাবলী ছিল, ঠিক সেরকমই পিটের ভারত শাসন আইনের ক্ষেত্রেও বেশকিছু শর্তাবলী ছিল। যেমন- 

প্রথমতঃ পিটের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে অবাধ বাণিজ্যের জন্য বানানো হয়। 

দ্বিতীয়তঃ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ কর্ম নিয়ন্ত্রণ করার জন্য ইংল্যান্ডে ব্রিটিশ অর্থসচিব, একজন রাষ্ট্রসচিব ও মনোনীত প্রিভি কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় এবং সেই বোর্ড অফ কন্ট্রোলের হাতেই ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত সামরিক এবং বেসামরিক ক্ষমতা অর্পণ করা হয়।

তৃতীয়তঃ ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোল এর যাবতীয় নির্দেশ ভারতে অবস্থিত কোম্পানির কাছে পাঠানোর জন্য তিনজন ডাইরেক্টরকে নিয়ে সিক্রেট কমিটি গঠিত হতো এবং সেই সিক্রেট কমিটির মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোলের বিভিন্ন সিদ্ধান্ত,তাদের নির্দেশ ভারতে অবস্থিত গভর্নর জেনারেলের হাতে পৌঁছতো। 

চতুর্থতঃ ভারতে অবস্থিত গভর্নর জেনারেলের শাসনপরিচালনা কাজে তাকে সাহায্য করার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হতো,যারা গভর্নর জেনারেলকে বিভিন্নভাবে সাহায্য করতেন। 

পঞ্চমতঃ যুদ্ধ ও শান্তি, রাজস্ব এবং দেশীয় রাজ্যগুলি সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সি গুলির ওপর বাংলার গভর্নর জেনারেলের ক্ষমতা নির্দিষ্ট করা হয়। এছাড়া কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারীরা কী পরিমাণ অর্থ নিয়ে ভারত থেকে নিজের দেশে ফিরলেন, তার বাধ্যতামূলক হিসাব দেওয়ার কথা বলা হয়।। 

মূল্যায়নঃ- পিটের ভারত শাসন আইনের ব্যর্থতা ও সাফল্য উভয়ই লক্ষ করা যায়।

পিটের ভারত শাসন আইনের ব্যর্থতাঃ- 

• কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা ‘বোর্ড অব কন্ট্রোল' প্রতিষ্ঠিত হয়।

• বোর্ড অব কন্ট্রোলের নির্দেশগুলি ‘সিক্রেট কমিটি'র মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগত। ফলে গভর্নর-জেনারেল অধিকাংশ সময় নিজে সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন।

• বোর্ড অব কন্ট্রোলের সভাপতির হাতে বিপুল ক্ষমতা প্রদান করার ফলে কোম্পানির পরিচালক সভা তাঁকে সন্তুষ্ট করে নিজেদের কার্যসিদ্ধি করত।

পিটের ভারত শাসন আইনের সাফল্যঃ-

• রেগুলেটিং আইনের ত্রুটিগুলিকে পিটের ভারত শাসন আইনে দূর করার চেষ্টা করা হয়।

• পিটের আইনের দ্বারা গভর্নর-জেনারেলের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর তাঁর কর্তৃত্ব স্থাপিত হয়। 

• সামরিক ও বেসামরিক সব বিষয়ে কোম্পানি ব্রিটিশ সরকারের অধীনস্থ হয় এবং ভারতীয় সাম্রাজ্যে ব্রিটিশ সরকারের সার্বভৌমত্ব স্বীকৃত হয়।


আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের ( West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে 'পিটের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো অথবা উইলিয়াম পিটের ভারত শাসন আইনের বিভিন্ন শর্তাবলী এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো'  সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history notes | hs history suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer & suggestion 2023

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top