ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? || উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023

0

 

ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? || উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023
ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? 


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল?' প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নিয়মিত ক্লাস 12 সহ অন্যান্য ক্লাসের নোট এবং মকটেস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকো।

ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? || উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর এবং সাজেশন 2023

ভূমিকাঃ- ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ভারতে রেলপথ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1832 খ্রিস্টাব্দে তৃতীয় সনদ আইনের আগেই ভারতের রেলপথ স্থাপনের কথা চলতে থাকে। কিন্তু ভারতে মূলত রেলপথ স্থাপনের প্রথম সূত্রপাত ঘটে লর্ড ডালহৌসির আমলে। ডালহৌসি সর্বপ্রথম ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় তাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানির মাধ্যমে ভারতে 1853 সালের 16 এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম স্থাপন করেন। এভাবেই 1853 থেকে 1947 পর্যন্ত তাদের রেলপথ স্থাপনের কাজ চলতে থাকে। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলপথ স্থাপনের প্রধান উদ্দেশ্য গুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য ছিল- 

ভারতীয় কাঁচামাল সংগ্রহ করাঃ- 

ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত উদ্যোগে যে বাণিজ্য করতো,সেই বাণিজ্যপণ্য মূলত ইংল্যান্ড থেকে আনাñ হতো। কিন্তু ইংল্যান্ডে শিল্পদ্রব্য উৎপাদন করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল অধিকাংশ ক্ষেত্রেই ভারত থেকে সংগ্রহ করা হতো। কিন্তু ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করে ইংল্যান্ডে প্রেরণ করা অত্যন্ত সময়সাপেক্ষ ছিল। এজন্য ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করে দ্রুত বন্দরে পৌঁছানো এবং বন্দর থেকে ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রেরণ করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিল।

ভারতীয় অভ্যন্তরীণ বাজারে ইংল্যান্ডের শিল্প পণ্য পৌঁছানোঃ- 

ভারতে রেলপথ স্থাপনের আরো একটি প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের প্রসার ঘটানো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে দেশে আমদানি করা বিভিন্ন শিল্প ভারতের প্রত্যন্ত অঞ্চলের বাজারে পৌঁছে দিতে চেয়েছিল। কিন্তু রেলপথ ছাড়া ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইংল্যান্ডের শিল্প পণ্য পৌঁছে দেওয়া অত্যন্ত মুশকিল ছিল। এই মুশকিল আসান করার জন্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলপথ স্থাপনের উদ্যোগ নিয়েছিল। রেলপথ স্থাপিত হলে রেলের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রত্যন্ত অঞ্চলের বাজারে তাদের শিল্প পণ্য পৌঁছে দিতে পেরেছিল এবং সেখানকার অভ্যন্তরীণ বাজারে তারা দখল করে মুনাফা অর্জন করতে পেরেছিল।।

সামরিক উদ্দেশ্যঃ- 

বড়লাট লর্ড ডালহৌসি সামরিক প্রয়োজনে ভারতের রেলপথ স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তার আগে লর্ড হার্ডিঞ্জ 1846 সামরিক প্রয়োজনে ভারতের রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। কিন্তু তখন তা তেমনভাবেও গুরুত্ব দেওয়া হয়নি। ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহ দেখা দেয়। আঞ্চলিক বিদ্রোহ গুলি দমন করার ক্ষেত্রে সেখানে দ্রুত সেনা পাঠানো, সেনাদের কাছে খাদ্য, অস্ত্র প্রেরণ, তাদের সঙ্গে যোগাযোগ করা ইত্যাদির জন্য দ্রুত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই লর্ড ডালহৌসি তার এক প্রতিবেদনে ভারতের রেলপথ স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সেই প্রতিবেদনের পরেই 1853 খ্রিস্টাব্দে থেকে সামরিক প্রয়োজনেও ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।।

আপৎকালীন পরিস্থিতির মোকাবিলাঃ-

রেলপথ স্থাপনের আগে ভারতের বিভিন্ন প্রেসিডেন্সি শহর যেমনঃ বাংলা, বোম্বাই এবং মাদ্রাজ - এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের বড়লাট বা ছোটোলাট, প্রাদেশিক শাসনকর্তাদের মধ্যে যোগসূত্র তেমনভাবে ছিল না।   তাছাড়াও আপাদকালীন পরিস্থিতিতে দ্রুত সম্পর্ক স্থাপন করা সম্ভব ছিল না।  ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রেলপথ স্থাপন করার মাধ্যমে বিভিন্ন প্রেসিডেন্সি শহর গুলির সঙ্গে দ্রুত যোগসুত্র স্থাপন করার উপস্থাপনের উদ্যোগ নিয়েছিল। এর মাধ্যমে তারা বিভিন্ন প্রেসিডেন্সি শহর এবং গুরুত্বপূর্ণ অঞ্চল গুলির মধ্যে যোগসূত্র স্থাপন করে সেখানকার আপৎকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করেছিল।।

সুতরাং পরিশেষে বলা যায়, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত তাদের নিজেদের স্বার্থেই ভারতের রেলপথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিল। ভারতের রেলপথ স্থাপনের ফলাফল গুলি পর্যালোচনা করলে দেখা যায়,,ভারতে রেলপথ স্থাপনের ফলে ভারতীয়দের সুযোগ-সুবিধা তুলনায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীদেরই অধিক সুবিধা হয়েছিল। তাই সবশেষে বলা যায়, ভারতে রেলপথ স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষা করা।


আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল?' সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।

Tags : 

Class 12 history notes | hs history suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য প্রশ্ন উত্তর | wb class 12 History question answer  | wb class xii History question answer | hs History  question answer & suggestion 2023


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top